Monday, February 4, 2013

দুষ্ট ছেলের মিষ্টি কথা

শপিং সেরে বাড়ি ফিরতেই ছোট্ট বাবু তার মাকে বললো, “মা মা, আজ কী হয়েছে শোনো, আমি তোমার
আলমারিতে লুকিয়ে খেলছিলাম, এমন সময় বাবা আর পাশের ফ্ল্যাটের টিনা আন্টি এসে ঢুকলো। তারা দু’জন সব
জামাকাপড় খুলে ফেললো, তারপর বাবা টিনা আন্টির ওপর চড়ে বসলো …।”



এটুকু শুনেই বাবুর মা তাকে থামিয়ে দিলেন।
মুখখানা গম্ভীর করে বললেন, “ব্যস, আর একটা শব্দ না। এবার বাবা ফিরলে তুমি যা দেখেছো,
তা আবার ঠিক ঠিক বলবে, কেমন?” বাবুর বাবা বাড়ি ফিরতেই বাবুর মা মুখ ঝামটা দিলেন।


 “তোমার
মতো একটা লম্পটের সাথে আমি আর
সংসার করবো না।”


বাবুর বাবা ভ্যাবাচ্যাকা খেয়ে বললেন,
“কেন?”


তখন বাবুর মা বললেন, “বল বাবু, কী দেখেছিস গুছিয়ে বল।”
বাবু বললো, “আমি তোমার আলমারিতে লুকিয়ে খেলছিলাম, এমন সময় বাবা আর পাশের ফ্ল্যাটের টিনা আন্টি এসে ঢকলো। তারা দু’জন সব জামাকাপড় খুলে ফেললো, তারপর বাবা টিনা আন্টির ওপর চড়ে বসলো,
তারপর তুমি আর আক্কাস আঙ্কেল গত পরশু দিন দুপুরে যা করেছিলে, বাবা আর
টিনা আন্টি তা-ই করতে লাগলো !!

No comments:

Post a Comment