একদিন একটি ছোট্ট ছেলে একটা পাথর কুড়িয়ে পেল ।
পাথরটি ঘষা মাত্র একটা দৈত্য বের হল
দৈত্য : কি চাও তুমি ?
ছেলেটি অনেক্ষণ ভেবে বলল, আমার স্কুলের মাস্টর
আমাকে মারে । ওর ঠ্যাং ভেঙ্গে দাও ।
পরের দিন স্কুলে গিয়ে সে অবাক হয়ে দেখল তার
মাস্টরের ঠ্যাঙ ভেঙ্গে গেছে ।
ছেলেটি খুশি হয়ে বাড়ি ফিরলে তার বাবাকে সব জানাল
ও বাবা তার কথা মিথ্যা ভেবে তাকে খুব মারল ।
পরের দিন সে একইভাবে দৈত্যকে ডাকল ।
দৈত্য : কি হুজুর?
: আমার বাবার ঠ্যাঙ ভেঙ্গে দে ।
ছেলেটি বিকালে যখন বাড়ি ফিরল তখন দেখল তার
বাবা tv তে bpl এর খেলা দেখছে । ছেলেকে দেখার
সাথে সাথে বাবা বলে উঠল , ''এই বজ্জাত তোর
মাকে ডেকে দে । পাশের বাড়ির আঙ্কেলের
নাকি ঠ্যাঙ ভেঙ্গে গেছে ।''
পাথরটি ঘষা মাত্র একটা দৈত্য বের হল
দৈত্য : কি চাও তুমি ?
ছেলেটি অনেক্ষণ ভেবে বলল, আমার স্কুলের মাস্টর
আমাকে মারে । ওর ঠ্যাং ভেঙ্গে দাও ।
পরের দিন স্কুলে গিয়ে সে অবাক হয়ে দেখল তার
মাস্টরের ঠ্যাঙ ভেঙ্গে গেছে ।
ছেলেটি খুশি হয়ে বাড়ি ফিরলে তার বাবাকে সব জানাল
ও বাবা তার কথা মিথ্যা ভেবে তাকে খুব মারল ।
পরের দিন সে একইভাবে দৈত্যকে ডাকল ।
দৈত্য : কি হুজুর?
: আমার বাবার ঠ্যাঙ ভেঙ্গে দে ।
ছেলেটি বিকালে যখন বাড়ি ফিরল তখন দেখল তার
বাবা tv তে bpl এর খেলা দেখছে । ছেলেকে দেখার
সাথে সাথে বাবা বলে উঠল , ''এই বজ্জাত তোর
মাকে ডেকে দে । পাশের বাড়ির আঙ্কেলের
নাকি ঠ্যাঙ ভেঙ্গে গেছে ।''
No comments:
Post a Comment