বাংলার প্রচণ্ড প্রভাবশালী ব্যক্তিত্ব শ্রী ব্রজ গোপাল চাটুজ্যে তাঁর বিশাল প্রাসাদোপম বাড়ীতে লর্ড টমাস হেনরীকে আমন্ত্রণ জানালেন। উদ্দ্যেশ্য ছিল নিজের প্রভাবকে আরোও শক্তিশালী করার। তাই যেদিন লর্ড ব্রজবাবুর বাড়ীতে পা দিলেন আনন্দে গদগদ হয়ে তিনি কী করবেন ভেবে পাচ্ছিলেন না।
প্রথমেই উনার বড় স্ত্রী সরিতাদেবীকে ডেকে লর্ড সাহেবের সাথে পরিচয় করিয়ে দিলেন। লর্ড তাঁর সাথে আসা অপর ব্যাক্তির পরিচয় দিলেন – হি ইজ মেহমুদ খাঁ, মাই বেস্ট ফ্রেন্ড।
সরিতাদেবী করজোড়ে নমস্কার করলেন। তারপর ব্রজবাবু তাঁর ছোট স্ত্রী আরতিদেবীকেও ডেকে ওদের সাথে পরিচয় করালেন।
পরিচয়পর্ব শেষ হওয়ার পর তাঁদেরকে অতিথিশালায় বসানো হল। লর্ড ব্রজবাবুকে জানালেন তাঁরা এক সপ্তাহের বেশি থাকতে পারবেন না। ব্রজবাবু ইংলিশ জানেন না তাই মেহমুদ আধাভাঙ্গা হিন্দি ও বাংলামিশ্রিত ভাষায় বুঝিয়ে দিচ্ছিলেন।
স্নানটান সেরে ভরপেট খাওয়া দাওয়ার পর লর্ড ও মেহমুদ অতিথিশালায় পাশাপাশি দুই বিছানায় শুয়ে গল্প করছিলেন যদিও ইংলিশে কিন্তু তার বাংলা অনুবাদ নিম্নরূপ-
লর্ড – কি ভাবছিস?
মেহমুদ – ব্রজবাবুর স্ত্রীদের কথা।
লর্ড – কী কথা?
মেহমুদ – চেহারাগুলো কি সুন্দর।
লর্ড – সত্যি, অসাধারণ সুন্দরী। আমাদের মেয়েরা শুধু ফর্শাই, কমনীয়তা নাই।
মেহমুদ – বেশভূষা ও অলঙ্কারগুলো দেখে সত্যিই নিজেকে হারিয়ে ফেলেছিলাম।
লর্ড – কি করা যাবে? যার যা ভাগ্য।
মেহমুদ – ভাগ্য আমাদের হাতের মুঠোয় আনতে সময় লাগবে না।
লর্ড – কী ভাবে?
মেহমুদ – বলছি।
মেহমুদ – ব্রজবাবু হচ্ছেন এখানকার জমিদার, একরকম রাজা বললেই চলে। কিন্তু আপনি হচ্ছেন উনারও বড়, মানে রাজার রাজা। উনি নিশ্চয় চাইবেন আপনাকে যেনতেন উপায়ে খুশী রাখতে। আর এখানেই আপনার ভাগ্য বদলের সুযোগ। পরিকল্পনা মতে উনাকে ব্যবহার করতে হবে।
লর্ড – তোমার মাথা তো দারুণ, কি চতুর তুমি। এইজন্যই তোমাকে আমার ভাল লাগে। একটা উপায় বের করতেই হবে।
গল্প করতে করতে ঘুমিয়ে পড়লেন দুজনেই।
ঘুম ভাঙ্গতেই দেখলেন ব্রজবাবু বসে আছেন।
ব্রজবাবু – লর্ড সাহেব ঘুম কেমন হল?
মেহমুদ লর্ডকে বোঝালেন ইংলিশে।
লর্ড – ভালো, কিন্তু আমার বউকে সপ্নে দেখলাম। তাই মনটা খারাপ লাগছে। অনেকদিন হয়ে গেছে তাঁকে পাইনি।
মেহমুদ আধভাঙ্গা বাংলায় বোঝালেন।
ব্রজবাবু – বুঝতে পারছি, পরিবার থেকে দূরে থাকা সত্যিই কষ্টকর।
লর্ড – ছাড়ুন এইসব, আপনার বাচ্চাকাচ্চা কয়জন? দেখালেন না একবার?
এইকথায় মুহূর্তের মধ্যে ব্রজবাবুর হাসিহাসি মুখখানা বদলে গেল। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বললেন – আমি নিঃসন্তান।
মেহমুদ লর্ডকে বোঝালেন।
লর্ড ও মেহমুদ আশ্চর্য হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন।
ব্রজবাবু বলে চললেন – জীবনে অনেক কষ্ট করে তবে আজকের এই জায়গায় পৌঁছেছি, আমার বাবা একজন কৃষক ছিলেন। আমি একমাত্র সন্তান, আমার যখন বারো বছর বয়েস তখনি মাতৃবিয়োগ হয়। তার তিন বছর অর্থাৎ পনেরো বছর বয়েসে ঘটে পিতৃবিয়োগ। সংসারে তখন আমি একা, মাথায় নাই পরিপক্ক বুদ্ধি। জমিজমা বেদখল হওয়ার ভয়ে সব বিক্রি করে দেই।
তারপর সেই টাকাপয়সা লুকিয়ে ফেলি গোপন জায়গায়। আর পড়াশোনা করতে থাকি। বেশ কিছুদিন পর হঠাৎ তখনকার জমিদার মশায় আমাকে তাঁর বাড়ীতে ডেকে পাঠিয়ে বললেন উনার একজন নায়েবের দরকার, আমি রাজী কিনা।
আমি আনন্দে আটখানা।
শুরু হল আমার সফলতার যাত্রা।
রজবাবু একটু দম নিয়ে আবার শুরু করলেন – প্রায় দশ বছর অত্যন্ত বিশ্বস্ততার সহিত কঠোর পরিশ্রম করে জমিদারের সবচেয়ে প্রিয়পাত্র হয়ে যাই। উনিও আমাকে আমার ন্যায্য পাওনা থেকে অনেক বেশী অর্থ দান করতেন। তাই আমার একার সংসারে শুধু জমাই হচ্ছিল, খরচ প্রায় শূণ্য।
আস্তে আস্তে কম পয়সায় বড় বড় জমি কেনা শুরু করলাম। লোক খাটিয়ে ক্ষেত কৃষি হতো সেই জমিতে।
জমিদারের প্রিয়পাত্র থাকায় প্রভাবশালী হচ্ছিলাম দিন দিন। আস্তে আস্তে অর্থশালীও। নেশা পেয়ে বসে আরো বড়ো হবার।
এই নেশায় বুঁদ হয়ে ভুলেই যাই আমার বয়েস কবেই ত্রিশ পেরিয়ে গেছে।
এইদিকে জমিদার মশায় আমার অবস্থা দেখে হয়তো বা কিছুটা শঙ্কিত হয়ে পড়েন। তিনি সেই ভয়ে উনার একমাত্র মেয়েকে আমার সাথে বিয়ে দিতে উঠে পড়ে লাগলেন।
কিন্তু তাঁর বয়েস তখন মাত্র চৌদ্দ। আমি রাজী হলাম না।
অগত্যা তিনি আমাকে উনার অর্ধেক জমিদারি যৌতুক বা পণ হিসেবে দিবেন বলে ঘোষণা করলেন।
এইবার আর রাজী না হয়ে পারলাম না।
অর্থ লোভে বিয়ে তো করলাম। কিন্তু আরো অর্থ ও প্রতিপত্তির পেছনে ছুটে সন্তান কামনার চিন্তা মাথায় এল আরো দুই তিন বছর পর।
অর্থাৎ আমার যখন পয়ত্রিশ আর সরিতার ষোল।
কিন্তু কিছুতেই সন্তান হল না। অনেক ডাক্তার বৈদ্য কবিরাজ দেখালাম, কিছুতেই কিছু হল না।
মন ভাঙ্গতে শুরু হল। এই দেখে সরিতা নিজে উদ্যোগ নিয়ে সুন্দরী আরতিকে আমার সাথে বিয়ে দিলো।
তখন আমার বয়েস চল্লিশ, সরিতার একুশ আর আরতির ষোল। কিন্ত আবারো ব্যর্থ সন্তান উৎপাদনে। আর আজ অবধি নিঃসন্তান।
বলেই দুইহাতে মুখ ঢেকে বসে রইলেন।
লর্ড ও মেহমুদ একে অপরের মুখের দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ।
মেহমুদ হঠাৎ বলে উঠলেন – উপরওয়ালা কা খেল নিরালা, ক্যায়া সোঁচে জানে উপরওয়ালা।
দেখিয়ে হামাদের লর্ড সাব ক্যাত্না বড়া ডাক্তার আছেন, আর আপনি চিন্তা করতে আছেন। উনি দেশে এইরকম অনেকের ব্যামার ঠিক করেছেন। আপনি উনাকে দিয়ে এলাজ করাইয়ে।
লর্ড ভাষা কিছু বুঝতে পারেন নি। হাঁ করে শুনছিলেন।
মেহমুদের কথা শেষ হতেই ব্রজবাবু একবারে গিয়ে লর্ডের পায়ে হুমড়ি খেয়ে পড়লেন।
কাঁদো কাঁদো গলায় বললেন – আমায় বাঁচান লর্ড সাহেব। আমায় বাঁচান।
বেচারা লর্ড কিছু না বুঝে ফ্যাল ফ্যাল করে মেহমুদের দিকে তাকালেন। মেহমুদ চোখ টিপলেন।
লর্ড কিছু না বুঝেই বললেন – ওকে।
মেহমুদ এগিয়ে গিয়ে ব্রজবাবুকে দাঁড় করিয়ে বললেন – আপ বৈঁঠিয়ে।
তারপর লর্ডকে বাইরে নিয়ে সব বুঝালেন। শুনে লর্ড রেগে মেহমুদকে বললেন – ওয়াট এ রাবিশ। আমি ডাক্তারির কিচ্ছু জানি না আর তুমি বলে দিলে আমি বড় ডাক্তার।
মেহমুদ হেঁসে বললেন – ইউ ফুল। তুমি বড় ডাক্তার না, বড় ফাকার তো।
মুহূর্তের মধ্যে চমক খেলে গেলো লর্ডের মুখে, বললেন – তোমার জবাব নাই। কিন্তু কিভাবে কি করা যায়?
মেহমুদ – সে তুমি আমার উপর ছেড়ে দাও। শুধু আমি যেভাবে বলি, সেইমতো চলো। প্রথমে এই নামুরাদটাকে একটু ঘেটে ছেড়ে দাও। তারপর শুরু হবে আসল ইলাজ।
ঘরে ঢুকে মেহমুদ ব্রজবাবুকে বললেন – আপনি সব কাপড়া খুলিয়ে। ইলাজ করতে হলে সব দেখে শুনে করতে হয়।
ব্রজবাবু লজ্জিত হয়ে বসে রইলেন।
মেহমুদ আবার বললেন – ইলাজ করতে হলে লাজ মৎ করিয়ে। কাপড়া খুলিয়ে।
ব্রজবাবু বাধ্য ছেলের মতো এক এক করে সব কাপড় খুলে নগ্ন হলেন। দরজা বন্ধ ছিলো।
মেহমুদ এগিয়ে ব্রজবাবুর ভীষণ ছোট লিঙ্গ খানা দেখে অনেক কষ্টে হাঁসি চাপলেন। মাত্র তিন ইঞ্চি হবে, নরম তুলতুলে। হাত দিয়ে চটকাচ্ছেন কিন্তু সেটা শক্ত হচ্ছে না।
ব্রজবাবু আরামে চোখ বুজে ফেললেন।
লর্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে মেহমুদের কাণ্ড কারবার দেখছেন অবাক হয়ে।
ব্রজবাবুর লিঙ্গখানা বের করে মেহমুদ লর্ড সাহেবকে একটা চায়ের পেয়ালা আনতে অনুরোধ করলেন।
সাহেব পেয়ালাখানা পরিষ্কার করে মেহমুদের হাতে দিলেন। রজবাবু তখন চরমে।একটুখানি পরই ব্রজবাবু কাঁপতে কাঁপতে মেহমুদের ধরে রাখা পেয়ালায় তাঁর বীর্য স্খলন করতে শুরু করলেন।
শেষ করার পর মেহমুদ পেয়ালাখানা লর্ড সাহেবের কাছে নিয়ে তাঁকে দেখিয়ে বললেন – বহুৎ পাতলা আছে।
লর্ড দেখে হাসলেন এ যে পরিমাণে অনেক কম ও ভীষণ পাতলা।
লর্ড মেহমুদের উদ্দেশ্যে বললেন – বুঝলাম এখন সন্তান না হবার কারণ।মেহমুদ ব্রজবাবুর পাশে গিয়ে বসলেন। ব্রজবাবু লজ্জায় অধোবদন হয়ে বসে আছেন, বুঝতে পারছেন না কি হচ্ছে। একটু আগে সাবালক হওয়ার পর জীবনে প্রথমবার বাইরের কেউ শুধুই তাঁকে নগ্ন দেখেনি, তাঁর পুরুষাঙ্গ চুষে তাঁকে উত্তেজিত করে তাঁর বীর্যপাতও করিয়ে দিয়েছে। তিনি মুখ উঠাতেও পারছেন না।
মেহমুদ আস্তে করে ব্রজবাবুর কাঁধে হাত রেখে বললেন – আপনি জীবনে বাপ হতে পারবেন না। আপনার দ্বারা সন্তান উৎপাদন সম্ভব নয়। আপনার বীজ ভীষণ পাতলা এবং পরিমাণেও কম। তাই আপনার কখনো সন্তান হবে না।
ব্রজবাবু মুখ উঠিয়ে মেহমুদের দিকে একটা উদাস চাউনি দিয়েই মুখ আবারো নীচে নামিয়ে ফ্যাসফ্যাসে গলায় বললেন – আমি এটাই ধারণা করেছিলাম কিন্তু নিজের পৌরুষত্ব বজায় রাখার জন্য আমি নিজের এইসব ত্রুটি কাউকে কখনো জানতে দেইনি। যখন সরিতা আমাকে আরতিকে বিয়ে করার জন্য পীড়াপিড়ি শুরু করেছিল তাঁকে আমি প্রথমে বাধা দিই। কিন্তু আরতির সৌন্দর্যতা আমাকে মুগ্ধ করে, ভাবি হয়তো আমি পারবো। কিন্তু আবারো ব্যর্থ হই। আর তারপর থেকেই আমি আলাদা ঘরে একা রাত্রি কাটাই। ওরা দুজনেই এইজন্য নিজেরা কম ডাক্তার বৈদ্য দেখায় নি। কিন্তু আজ অবধি কাজ হয়নি আর আমি জানি হবেও না।
লর্ড আগামাথা কিছু না বুঝে বোকার মতো শুনছিলেন।
মেহমুদ কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে প্রশ্ন করলেন – এখন কি করা উচিত?
ব্রজবাবু হতাশ গলায় বললেন – ভগবান জানেন।
মেহমুদ – খারাপ না পেলে একটা কথা বলবো বলুন।
ব্রজবাবু – না না খারাপ কেন পাবো? আপনি বলুন।
মেহমুদ – আপনি অন্য কাউকে দিয়ে এই কাজটা করিয়ে নিন না। আপনি যখন জানেন দোষটা আপনারই, কেন ওদের মিছামিছি কষ্ট দিচ্ছেন? নারীরা মা হতে না পারলে মারাত্মক কষ্টে ভোগে। পুরুষরা তা বোঝে না।
কটমটিয়ে মেহমুদের দিকে তাকিয়ে ব্রজবাবু বললেন – আপনি লর্ড সাহেবের বন্ধু আর আমার অতিথি না হলে এই কথা বলার উপযুক্ত উত্তর পেয়ে যেতেন।
বলেই গটগটিয়ে অতিথিশালার সেই কক্ষ থেকে বের হয়ে গেলেন।
লর্ড চিন্তিত হয়ে মেহমুদকে জিজ্ঞাসা করলেন – হোয়াট হ্যাপেণ্ড মামুড? (কি হয়েছে মেহমুদ?)
মেহমুদ মুখে বাঁকা হাসি রেখে সব বিস্তারিতভাবে লর্ডকে জানালেন।
লর্ড – এ কি করলে? এতো ভালো সম্পর্কটা শেষ করে দিলে?
মেহমুদ – হ্যাঁ, ভালো সম্পর্ক শেষ। এখন থেকে গুপ্ত সম্পর্ক শুরু হবে।
লর্ড – কি বোঝাতে চাইছো?
মেহমুদ চোখ টিপে বললেন – দেখতে রহো দোস্ত, আগে আগে হোতা হ্যায় ক্যা।
গম্ভীর মুখে ব্রজবাবু বৈঠকখানায় ঢুকলেন। নায়েব গৌর হরি দাস জমিদারবাবুকে ঢুকতে দেখে দাঁড়িয়ে করজোড়ে নমস্কার করে বললেন – একটা দুঃসংবাদ রাজাবাবু (যদিও জমিদার তবুও তাঁর বিশাল সম্পদের কারণে সবাই ব্রজবাবুকে রাজাবাবু বলে ডাকে, এই নায়েবমশায়ই তাঁকে সর্বপ্রথম এই আখ্যা দেন)।
আনমনা হয়ে ব্রজবাবু প্রশ্ন করলেন – কি?
নায়েবমশাই – চৌধুরীবাবু আর নেই।
চৌধুরীবাবু মানে পার্শ্ববর্তী জমিদার যার সাথে ব্রজবাবুর যদিও বৈষয়িক রেষারেষি কিন্তু পারিবারিকভাবে খুব ভালো সম্পর্ক, যে কোনোও উৎসব অনুষ্ঠানে একে অপরকে সপরিবারে নিমন্ত্রণ করেন এবং অত্যাধিক আতিথেয়তার মাধ্যমে নিজের প্রাচুর্যতার নিদর্শন প্রকাশ করেন।
ব্রজবাবু আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলেন – কি বলছেন কি? কিভাবে কি হল?
নায়েবমশাই – গোবিন্দদা নাকি খুন করেছে সম্পত্তির লোভে।
ব্রজবাবু – কি বলছেন? গোবিন্দ তো তাঁর সর্বেসর্বা, ডানহাত। সে কেনো মারবে?
নায়েবমশাই – অর্থই অনর্থের মুল। সে ভেবেছিলো জমিদারকে মেরে তাঁর একমাত্র পুত্রকেও খুন করে সম্পূর্ণ জমিদারি দখল করে নেবে। কিন্তু চৌধুরীবাবুর আর্তচিৎকারে দেহরক্ষীরা গোবিন্দদাকে মাথায় আঘাত করে অচৈতন্য করে বেঁধে ফেলে। তারপর জেরা করতে বাকী সব ষড়যন্ত্র স্বীকার করে বর্তমানে ফাঁসীর জন্য তৈরি হচ্ছে।
ব্রজবাবু – চলুন আজকেই চৌধুরীর ওখানে।
নায়েবমশাই – চলুন।
সরিতাদেবী রান্নাঘরে রাতের খাবার কি হচ্ছে তার তদারকি করছিলেন।
আরতিদেবী একটা বড় সিন্দুকে ব্রজবাবুর জরুরী কিছু দলিল ঢুকিয়ে রাখছিলেন।
এমনসময় ব্রজবাবু হন্তদন্ত হয়ে নিজের শয়নকক্ষে প্রবেশ করলেন। তারপর তাঁর দুই স্ত্রীর নাম ধরে হাঁক দিলেন।
সরিতাদেবী ও আরতিদেবী ছুটে এলেন।
ব্রজবাবু উনাদেরকে সবিস্তারে চৌধুরীবাবুর পরিণতির বর্ণনা জানালেন। শুনে আরতিদেবী তো হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। সরিতাদেবীও চোখের জল মুছতে মুছতে ব্রজবাবুকে শুধালেন – এখন কি হবে গো ওদের? কে সামলাবে?
ব্রজবাবু বললেন – আমি আজকেই নায়েবমশাইকে নিয়ে ওদের বাড়ীতে যাবো, তোমরা আমার বিশেষ অতিথিদেরকে একটু খেয়াল রেখো। তাঁদের যেন কোনোওধরণের অসুবিধা না হয়।
আরতিদেবী ধরা ধরা গলায় মিনতি করে বললেন – আমিও যাবো আপনাদের সাথে।
সরিতাদেবীও বললেন – হ্যাঁ হ্যাঁ, ছোটকেও সাথে নিয়ে যান। চৌধুরীবাবু ওকে ছোটবোনের মতো ভীষণ ভালবাসতেন। আর উনার পত্নীকে তো ওই সামলাতে পারবে।
ব্রজবাবু যুক্তিপূর্ণ এই কথাতে রাজী হয়ে বললেন – ঠিক আছে। তুমি তৈরি হও। আমি একটু অতিথিশালা থেকে আসছি।
ব্রজবাবু অতিথিশালার দিকে চললেন।
মেহমুদ ব্রজবাবুকে ঢুকতে দেখে দাঁড়িয়ে গেলেন।
ব্রজবাবু মেহমুদকে সব ঘটনা সবিস্তারে জানালেন। মেহমুদ লর্ডকে সব বুঝিয়ে বললেন।
লর্ড ব্রজবাবুর পিঠে হাত দিয়ে সান্ত্বনা দিলেন। আর বললেন – ইউ মাস্ট গো ( আপনি নিশ্চয় যান )।
ব্রজবাবু বললেন – আমি আমার ছোট স্ত্রী আরতিকে সাথে নিয়ে যাচ্ছি। বড় স্ত্রী সরিতা রয়েছে আপনাদের দেখভাল করার জন্যে। যা কিছুর দরকার হবে ওকে জানাবেন দয়া করে। আমি পরশুদিন আসবো। একটু কষ্ট করে দুইটা দিন কাটাবেন।
মেহমুদ লর্ডকে বুঝিয়ে বললেন।
লর্ড বললেন – আপনি আমাকে লজ্জা দিচ্ছেন কেনো? কোনোও অসুবিধা হবে না আমাদের।
ব্রজবাবু হাতজোড় করে নমস্কার করে ফিরেই আবার ঘুরে দাঁড়ালেন।
ব্রজবাবু মেহমুদের উদ্দেশ্যে বললেন – মেহমুদভাই, আমি আপনার সাথে পূর্ববর্তী ব্যবহারের জন্যে অনুতপ্ত। ক্ষমা করবেন। আমি ক্রুদ্ধ হয়ে পড়েছিলাম। পরে ভেবে দেখলাম আপনি খারাপ তো কিছুই বলেন নি বরঞ্চ আমার ভালোই চেয়েছিলেন। আমি সরিতাকে বলে যাবো তৈরি হয়ে থাকতে। দেখবেন যেন বদনাম না হয়।
বলেই হাতজোড় করে নমস্কার দিয়ে দ্রুত বেরিয়ে গেলেন।
একেই বোধহয় বলে ‘কারো পৌষমাস, কারো সর্বনাশ’।
মেহমুদ আনন্দে লর্ডকে জড়িয়ে ধরলেন।
লর্ড বেচারা কিছু না বুঝে চোখ কুঁচকে মেহমুদের দিকে চেয়ে বললেন – কেউ মারা গেলে এতো আনন্দের কি আছে?
মেহমুদ লর্ডকে সব বুঝিয়ে বললেন।
শুনেই লর্ডের লিঙ্গ কাপড়ের নীচ থেকে তাঁর আনন্দের জানান দিলো নাচতে নাচতে।
আরতি ফর্শা মানে দুধে আলতায়, আর সরিতা অল্প শ্যামলা কিন্তু সেটাই কারু চোখে আসল সৌন্দর্য, দুইজনই ভীষণ সুন্দরী। সরিতা আরতি থেকে লম্বা, মোট পাঁচ ফুট ছয় ইঞ্চি যা বঙ্গ ললনাদের মধ্যে কম দেখা যায়। তাঁর কাজলকালো চোখ দেখামাত্র লর্ড বেচারা কাহিল হয়ে পড়েছেন। এখন উনি ভেবে পাচ্ছেন না কি ভাবে কি করবেন। মেহমুদের আনন্দিত মুখের দিকে চেয়ে মনটা খারাপ হয়ে যায়, ভাবতে থাকেন কি ভাবে সরিতাকে অন্য কারোও হাতে তুলে দেবেন।
মেহমুদ ভীষণ চতুর, সে লর্ডের চিন্তিত মুখ দেখেই যা বোঝার বুঝে ফেলেছে। ভীষণ রাগ হল, মনে মনে ভাবলো – শালা আমি খাবার তৈরি করলাম আর আমাকেই খেতে দেবে না কিন্তু সে এই ব্যাক্তিকে হাড়েহাড়ে চেনে। এর বিরুদ্ধাচরণ মানেই মৃত্যু।
যেখানে বিরোধিতা নির্বুদ্ধিতা মেহমুদ উলটো চাল চাললেন।
মেহমুদ বললেন – লর্ড আপনিই সরিতাকে একা সম্ভোগ করুন, আমি তো আরতিকে চাইছিলাম। কিন্তু ওতো ব্রজবাবুর সাথে চলে যাচ্ছে, তাই সরিতাকে বুঝিয়ে বলে এই দুই দিনের জন্যে অন্য কাউকে জোগাড় করে দিন আমার জন্যে।
এই কথায় লর্ডের যেন বুকের উপর থেকে একটা বড় পাথর সরে গেল।
লর্ড বললেন – ঠিক আছে, আগে ও নিজে আমার জন্যে রাজী হোক।
ওইদিকে আরতিদেবী তৈরি হচ্ছেন যাবার জন্যে। আর ব্রজবাবু সরিতাদেবীকে ডেকে নিজের ঘরে নিয়ে গিয়ে বুঝাচ্ছেন কি তাঁর পরিকল্পনা।
সরিতাদেবী মন দিয়ে সব শুনে যাচ্ছেন কিন্তু কিচ্ছু বলছেন না।
তাই দেখে ব্রজবাবু জিজ্ঞেস করলেন – তুমি বুঝতে পারছো তো? দেখো কোনোও হেরফের যেন না হয়। আমার চাইই চাই।
এতক্ষণে সরিতাদেবী মুখ খুললেন – নিজের বিবাহিত স্ত্রীকে অন্য পুরুষের অঙ্কশায়িনী হতে বলছেন নিজের নপুংসতার জন্যে, স্ত্রীকে কেনো এইভাবে শাস্তি দেবেন? আমি পারবো না আপনার এইসব ঘৃণ্য পরিকল্পনায় যোগ দিতে, আপনি বরং ছোটকে বলুন।
জীবনেও ব্রজবাবু সরিতাদেবীর কাছে এই ব্যবহার আশা করেন নি। উনি ভেবেছিলেন তাঁর আদেশই সব। কিন্তু সরিতাদেবীর এই ব্যবহারে তিনি আকাশ থেকে পড়লেন। অপমান ও অভিমানে ঘর থেকে বেড়িয়ে স্নানঘরে ঢুকে পড়লেন।
সরিতাদেবী ভাবতে লাগলেন – এ কি করলাম আমি, উনাকে অপমান করলাম। কিন্তু এই নোংরা প্রস্তাবে সায় দেই কিভাবে? কিন্তু উনি তো ঠিকই বলছেন, সন্তান না হলে বংশ এগোবে কিভাবে? কিন্তু তাই বলে অজানা অচেনা এক পুরুষের সাথে মিলন করবো, তা কি করে সম্ভব? অবশ্য বিয়ের সময় উনিও তো অজানা ছিলেন, কিন্তু অচেনা নয়। কিন্তু ছোট তো উনাকে জানতো না, চেনতোও না। কিন্তু সেটা আলাদা। কি করে নিজেকে স্বামীর বর্তমানে অন্যের হাতে তুলে দেবেন। কিন্তু স্বামী নিজেই যদি স্ত্রীকে এই প্রস্তাব দেয়, স্ত্রীর সেক্ষেত্রে করণীয় কি? স্বামীর বিরুদ্ধাচরন করা, না প্রস্তাব স্বীকার করা? দ্বিতীয়টাই যুক্তিপূর্ণ মনে হচ্ছে। অর্থাৎ স্বামীর প্রস্তাব ও সম্মতিক্রমে অন্য পুরুষের বীর্য নিজের জরায়ুতে নিষিক্ত করে মাতৃত্বের স্বাদ গ্রহণ করা। তবে তাই হবে, তিনি তাই করবেন।
স্নানঘর থেকে বেরিয়ে ব্রজবাবু দেখলেন সরিতাদেবী তাঁর সম্মুখে দাঁড়িয়ে আছেন মাথা নীচু করে।
ব্রজবাবু শুধালেন – কিছু বলবে?
সরিতাদেবী মাথা না উঠিয়েই বললেন – আমি আপনার প্রস্তাবে রাজি। কিন্তু সেটা একবারই যেন হয়।
ব্রজবাবু এগিয়ে এসে তাঁকে আলিঙ্গন করে বললেন – আমি জানতাম আমার কথা তুমি কক্ষনো ফেলবে না। আমি যাওয়ার সময় লর্ড সাহেবকে সব বুঝিয়ে বলবো। তুমি কোনোও চিন্তা কোরো না। শুধু এইকাজে একটু সতর্কতা জরুরী। তুমি এখানে সাবিত্রীকে ব্যবহার করবে, কিন্তু ও যেন কোনওদিন আমার কথা (নপুংসতার কথা) জানতে না পারে। আর আমার শয়নকক্ষ যেহেতু দালানের বাহিরের দিকে তাই গোপনীয়তার জন্যে অন্দরমহলের বদলে ওই কক্ষ ব্যবহার করবে। কাকপক্ষীও যেন টের না পায়।
সরিতাদেবী বসে বসে ভাবছিলেন কিভাবে কি করবেন।
ব্রজবাবুর যাবার সময় হয়ে যাচ্ছে।
সাবিত্রী হচ্ছে সরিতাদেবীর বিবাহের সময় পিত্রালয় থেকে প্রাপ্ত ব্যক্তিগত পরিচারিকা আবার সহচরীও, সে সরিতাদেবীর সেবায় সর্বদা নিযুক্ত থাকে। সরিতাদেবীর ঘুম থেকে উঠার পর শয্যা তোলা থেকে রাতে শয্যা তৈরি করা পর্যন্ত উনার যত ফরমাইস সব পূরণ করাই তাঁর কাজ।
এছাড়া অন্যান্য পরিচারিকারা আছে যাদের কাজ ঘরদোর সাফ করা, রান্না বান্না করা, কাপড় ধোঁয়া, ও বাগান করা ইত্যাদি ইত্যাদি।
যাই হোক সাবিত্রী যেমন সরিতাদেবীর ব্যাক্তিগত পরিচারিকা তেমনি সারদা হচ্ছে আরতিদেবীর ব্যাক্তিগত পরিচারিকা, তাঁদের আরেকটা মুখ্য কর্ম হচ্ছে সাজসজ্জা ও কেশ বিন্যাসে সাহায্য করা।
সাবিত্রী ও সারদা দুজনেই পরিচারিকাদের মধ্যে সর্ব উচ্চ। তাঁদের আদেশেই বাকী পরিচারিকারা কাজ করে। দুর্ভাগ্যক্রমে দুজনেই বাল্যবিধবা ও নিঃসন্তান, তখনকার সামাজিক নানা বাধানিষেধ এবং নানাবিধ প্রতিকুলতার পরিপ্রেক্ষিতে নিজেদের দিন কাটাতে কষ্টকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে পরিচারিকার কাজ করার পথ বেছে নেয়। সাবিত্রীর বয়েস এখন ত্রিশের আশপাশ আর সারদার প্রায় বাইশ হবে, কিন্তু ভালো খাওয়াপরা আর শারীরিক পরিশ্রমের ফলে শরীরের বাঁধুনিতে বয়েস আরো কম মনে হয়।
শরীর ঢাকতে এদের পোশাক হচ্ছে কেবলমাত্র একটা সাদা শাড়ী কারণ তখনকার দিনে বিধবাদের কোনো রঙ্গিন বা সেলাই করা কাপড় পড়া নিষিদ্ধ ছিলো। এতে অবশ্য তাঁদের কোনোও অসুবিধা হতো না কারণ অন্দরমহলে ব্রজবাবু ব্যতীত অন্য কোনোও পুরুষের প্রবেশাধিকার ছিলো না। আর ব্রজবাবু অতিশয় ভদ্র ব্যক্তি।
সাবিত্রী আর সারদা দুজনেই খুব বিশ্বাসী ও অত্যন্ত বাধ্য।
ব্রজবাবু অতিথিশালা থেকে লর্ড ও মেহমুদকে নিজের শয়নকক্ষে নিয়ে এলেন আর বললেন – আজ ও কাল আপনারা আমার ঘরে শোবেন। পরশুদিন আমি আসবো। মেহমুদভাই আপনাদের যা দরকার সরিতাকে বলবেন।
বলেই সরিতাদেবীকে ডাক দিলেন – শুনছো? এদিকে একবার আসো তো।
সরিতাদেবী লজ্জায় ঘোমটা টেনে পাশে এসে দাঁড়ালেন।
ব্রজবাবু সরিতাদেবীকে উদ্দেশ্য করে বললেন – লর্ড সাহেব আমার পরম অতিথি উনি যা চাইবেন যেন পেয়ে যান। আর মেহমুদভাই খুব ভালো মানুষ উনিও আমার পরম অতিথি, সাবিত্রীকে দিয়ে বৈঠকখানায় উনার জন্যে ভালো করে একটা শয্যা লাগাতে বলবে।
এইবার লর্ডের উদ্দেশ্যে বললেন – এইবার আমি আসি লর্ড সাহেব, দেরী হয়ে যাচ্ছে।
লর্ড অনুমানে যা বুঝলেন তাই, হাত নেড়ে বললেন – গুড বাই (বিদায়)।
ব্রজবাবু বেড়িয়ে গেলেন ঘর থেকে। সরিতাদেবী, মেহমুদ ও লর্ড সাহেব দালানের বাহির পর্যন্ত এগিয়ে দিলেন। একটা ঘোড়ায় টানা টাঙা গাড়ীতে আরতিদেবী বসেছিলেন যেটাতে ব্রজবাবু চড়লেন। অপরটিতে মালপত্র আর সিপাহীদের নিয়ে নায়েবমশাই আগেই বসেছিলেন। অগত্যা যাত্রা শুরু হোলো।
পুরো জমিদার বাড়ীর দালানে এখন শুধুমাত্র পাঁচটি প্রাণী রয়ে গেল।
সরিতাদেবী, সাবিত্রী, সারদা আর লর্ড ও মেহমুদ।
বাদবাকি চাকর ও পরিচারিকাদের দালানের বাইরে নির্দিষ্ট আলাদা আলাদা ঘর আছে। যেগুলো দালান থেকে বেশ দূরে।
সরিতাদেবীর নির্দেশে সাবিত্রী লর্ড ও মেহমুদের রাত্রের খাবার নিয়ে ব্রজবাবুর শয়নকক্ষে গেলো। তাঁর পোষাক সেই পাতলা সূতীর সাদা শাড়ী, যা দেখে মেহমুদের অশ্বলিঙ্গ উত্থিত হতে শুরু করলো। লর্ড এইসব দেখতে পাচ্ছেন না, উনি তো তখন সরিতাদেবীর চিন্তায় মশগুল।
মেহমুদ একদৃষ্টে সাবিত্রীর বুকের নড়ন চড়ন দেখছেন। আর সাবিত্রী যখন ঘুরে কিছু একটা তুলছিলো তাঁর পাছার খাঁজে শাড়ী আটকে যায়, মেহমুদ তো পারলে ছুটে গিয়ে চেপে ধরেন আর কি। মেহমুদের পেটের খিদে কমে কিন্তু তলপেটের খিদে বাড়তে থাকে। কোনোওরকমে খাওয়ার পর্ব শেষ হয়। সব বাসনপত্র নিয়ে সাবিত্রী পাছা দুলিয়ে ঘর থেকে বেড়িয়ে যায় পেছনে রেখে যায় মেহমুদের অতৃপ্ত দুটি চোখ।
অল্প কিছুক্ষণ পরে সরিতাদেবী উপস্থিত হয়ে অতিথিদের উদ্দেশ্য প্রশ্ন করলেন – পেট পুরে খেয়েছেন তো?
লর্ড বুঝতে না পারলে মেহমুদ বোঝান ইংলিশে।
লর্ড ইংলিশে বললেন – হ্যাঁ, আপনি এতো স্বাদ করে রাঁধলেন তাই একটু বেশীই খেয়েছি।
মেহমুদ সেটা বাংলায় সরিতাদেবীকে বুঝাতে গেলে সরিতাদেবী বললেন – মেহমুদভাই আমি বুঝতে পেরেছি। আমি স্কুলে ইংলিশ পড়েছি। সব বলতে পারি না ইংলিশে, কিছু কিছু পারি কিন্তু সব বুঝতে পারি।
মেহমুদ হাঁ হয়ে রইলেন।
এমনসময় সাবিত্রী এসে সরিতাদেবীকে কিছু বলার আগেই সরিতাদেবী তাঁকে বললেন – সাবি (সাবিত্রীকে এই নামে শুধু সরিতাদেবীই ডাকেন) মেহমুদভাইয়ের শয্যা বৈঠকখানায় করে দাও ভালো মতো।
সরিতাদেবীর আদেশমাত্র সাবিত্রী নিজের কথা আর না বলেই বৈঠকখানা অভিমুখে রওয়ানা হল।
মেহমুদ আর ‘কাবাব ম্যা হাড্ডি’ না হয়ে তাঁর ‘মনপসন্দ চীজের’ দিকে ধাবিত হলেন।
এইদিকে লর্ড আস্তে আস্তে উঠে দরজা বন্ধ করে ফিরে দেখলেন, সেই অপ্সরা তাঁর শয্যায় মুখ নীচু করে বসে আছেন।
তাঁর পাশে গিয়ে বসলেন, হাল্কা করে চিবুক ধরে মুখখানি তুললেন, দেখলেন অপরূপ সেই চক্ষুদুটি মুদে আছে, কাঁপছে যেন অল্প অল্প।
অন্যদিকে বৈঠকখানায় মেহমুদ সাবিত্রীকে পেছন থেকে গিলতে গিলতে ঢুকেই আস্তে করে দরজাখানা বন্ধ করে দিলেন। সাবিত্রী বুঝতেই পারলো না যে সে এখন একটা ভিনদেশী পুরুষের সাথে একঘরে দরজাবন্দি হয়ে রয়েছে। মেহমুদ দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবিত্রীর কাজকর্ম করার তালে তালে শরীরের নড়াচড়া দেখছিলেন। সাবিত্রীর নগ্ন পৃষ্ঠদেশ, পাতলা কাপড়ের তলায় থাকা তানপুরা সদৃশ পাছাখানা দেখতে থাকেন, হঠাৎ সাবিত্রী হাত তুলতেই তাঁর রেশমী কুচকুচে কালো কেশবিশিষ্ট বগলতলা মেহমুদের চোখে পড়তেই মেহমুদের মাথা যেন ঝিমঝিম করে উঠে।
নারীদেহে বগলতলা হচ্ছে মেহমুদের কাছে সবচেয়ে প্রিয় স্থান। কি যে টান ওই জায়গার মেহমুদ চোখ ফেরাতে পারেন না।
সাবিত্রী হঠাত ফিরে তাকায় মেহমুদের দিকে।
লোকটি তাঁর থেকে বড়জোড় দুই হাত দূরে দাঁড়িয়ে কামাতুর চোখে তাঁকে গিলছে। বিবাহিত নারীরা এই চাউনি চেনে।
চোখে চোখ পড়তেই সাবিত্রী চোখ নামিয়ে নিলো। চাইতে পারছে না ওই চোখের দিকে।
শয্যা ততক্ষণে তৈরি হয়ে গেছে, তাই সাবিত্রী মেহমুদকে পাশ কাটিয়ে ঘরখানা থেকে বের হয়ে যেতে চাইলে মেহমুদ দ্রুত তাঁর পেছু নেয়, সাবিত্রী দেখে দরজা বন্ধ। এমনসময় সাড়ে ছ ফুটের বিশাল দেহযুক্ত কালো চেহারার লম্বা দাড়িওয়ালা লোকটি যে তাঁকে পিছন থেকে জাপ্টে ধরেছে সেটা উপলব্ধি করতে পারে।
এইদিকে সরিতাদেবী লর্ডের বাহুবন্ধনে বন্দি হয়ে পড়েছেন। লর্ড তাঁর পিপাসার্ত ঠোঁট চেপে ধরেছেন সরিতাদেবীর লাল ভেজা ভেজা ঠোঁটে। জীবনের প্রথম ঠোঁটে চুম্বনের অভিজ্ঞতা সরিতাদেবীর, কারণ ব্রজবাবু এই কর্ম কোনওদিন করেন নি, হয়তো বা এইরকম চুম্বন যে করা যায় তা তিনি জানেনও না। যেমনটা আজ জীবনের প্রথম সরিতাদেবী উপলব্ধি করছেন।
লর্ড আস্তে আস্তে ঠোঁট চুষতে আরম্ভ করলেন। সরিতাদেবী ঠোঁটে অল্প অল্প জ্বালা অনুভব করলেন, কিন্তু এই জ্বালা শরীরে যে উত্তেজনা এনে দিচ্ছে তা তিনি কক্ষনো হারাতে চান না। চলতেই থাকলো চোষণপর্ব।
অন্যদিকে মেহমুদের প্রবল শক্তির কাছে সাবিত্রী বশ মেনে নিয়েছে। সে বুঝে গেছে এই লৌহ পুরুষের হাত থেকে আজ তাঁর রেহাই নেই। যতক্ষণ না এই পুরুষ তাঁকে ছিঁড়েখুঁড়ে খেয়ে ছিবড়ে করে না ছাড়বে সে পালাতে পারবে না এর কবল থেকে। সাবিত্রী হাল ছেড়ে মাথা এলিয়ে দিয়েছে মেহমুদের বুকে।
মেহমুদ খুশী হলেন সাবিত্রীর আত্মসমর্পণে, সাবিত্রীকে পেছন থেকে জাপ্টে রয়েছেন তিনি। কাপড়ের উপর দিয়েই সাবিত্রীর পাছায় তাঁর লিঙ্গ চেপে ধরে সাবিত্রীর দুইহাত উপরে তুলে তাঁর নিজের গলায় ধরিয়ে দিলেন, ফলে দুই বগল উন্মুক্ত হোলো। আর কি চাই একহাতে কোমড় জড়িয়ে অন্য হাতে দুই বগল পালাক্রমে হাতাতে লাগলেন। ঘামে ভেজা উষ্ণ বগলের ঘন কেশ মেহমুদকে যেন পাগল করে দিচ্ছে। কখনো মুঠি করে ধরছেন, কখনো চেপে দেখছেন। কি করবেন যেন ভেবে পাচ্ছেন না।
অন্যকক্ষে সরিতাদেবী আর লর্ডের লাগাতার চোষণপর্ব চলছে। এ যেন হার জিতের লড়াই, কে কাকে আগে পরাস্ত করতে পারে। সরিতাদেবীও লর্ডের সদ্য শেখানো এই খেলায় কখন যেন নিপুণতার অধিকারিণী হয়ে গেছেন। লর্ড দুহাতে সরিতাদেবীর মুখখানা ধরে আছেন, আর চুষে চলেছেন রসালো ঠোঁটদুটি। লর্ড আস্তে আস্তে নিজের জীভখানি সরিতাদেবীর উষ্ণ মুখগহ্বরে ঠেলে ঢোকাতে লাগলেন। ঠোঁট চোষার থেকেও মজা লাগলো নতুন এই খেলা সরিতাদেবীর কাছে। উনি লর্ডের লালাভেজা জীভখানা চুষে খেতে লাগলেন। চপ, চ্যাপ, চুপ, চুষ ধরণের নানা ভেজা শব্দ ঘরটাতে কামনার হাওয়ায় পরিপূর্ণ করতে লাগলো। অনেকক্ষণ লর্ডের লালা খেয়ে সরিতাদেবী এবার নিজের জীভটা লর্ডের মুখে ঠেলে দিলেন, এইবার আর পায় কে? লর্ড সরিতাদেবীর লালাযুক্ত জীভখানা চোঁ চোঁ করে চোষে চললেন। লর্ডের এই আগ্রাসী চুম্বন ও চোষণে সরিতাদেবী নিঃশ্বাস নিতে কষ্ট পেলেও কোনোও বাধা তো দূর, নড়াচড়াও বন্ধ করে দিয়েছেন। লর্ডের কাছে সরিতাদেবীর মুখের লালা যেন এক অতিব সুস্বাদু খাদ্য, পেটভরে খেতে লাগলেন এই খাদ্য, যতক্ষণ না শেষ হয়।
এইদিকে বৈঠকখানায় মেহমুদের হাতে সাবিত্রী নিজেকে সম্পূর্ণ তুলে দিয়েছে, এছাড়া তাঁর কাছে আর কোনোও রাস্তাও ছিলো না। সাড়ে ছ ফুটের এই দৈত্য আকৃতির পুরুষটির কাছে সে নিত্যান্ত এক খেলার পুতুল ছাড়া আর কিছুই নয়। অগত্যা তাঁর দয়ার কাছে নিজেকে সঁপে দেওয়াই চালাকির কাজ।
নরম নারীদেহের মাংসের ছোঁয়া মেহমুদের লৌহ কাঠিন্যতাকে আরোও আরোও কঠিন করে তুলছিলো। তাঁর হাত তখন সাবিত্রীর সাদা শাড়ীর নীচে ঢুকে তুলতুলে নরম ও ঈষৎ ঝোলা অব্যবহৃত স্তন দুখানি চেপে ধরেছে। সাবিত্রীর নরম পাছায় তাঁর অশ্বলিঙ্গখানা চেপে ঘষতে যে কি আরাম পাচ্ছিলেন তা অবর্ণনীয়। কিছুক্ষণ এই ভাবে আরাম নিয়ে সাবিত্রীকে পুতুলের মতো তুলে শয্যার উদ্দেশ্যে নিয়ে চললেন। সাবিত্রী ভয়ে টু শব্দটিও করছে না। শয্যায় তাঁকে শুইয়ে সাবিত্রীর উপরে ঝুকে তাঁকে দেখতে লাগলেন মেহমুদ খাঁ।
সরিতাদেবী এখন লর্ডের আগ্রাসী চুম্বন থেকে মুক্তি চাইছিলেন, কারণ তাঁর নিঃশ্বাস নিতে হবে, দম ফুরিয়ে আসছে। তিনি ছটফট করতে শুরু করলে লর্ড বাধ্য হয়ে তাঁকে মুক্ত করে দিলেন। সরিতাদেবী যেন বাঁচলেন, প্রাণভরে নিঃশ্বাস নিতে তাঁর নাকের পাটা ফোলে ফোলে উঠতে লাগলো, কিন্তু চোখ দুটি তখনো লজ্জায় বন্ধ। লর্ড এই মনোহরণকারী দৃশ্য দারুণভাবে উপভোগ করছিলেন।
সরিতাদেবী অবশেষে চোখ খুলতেই তাঁর সম্মুখে দুখানি নীল সাগরের মতো গভীর দৃষ্টিযুক্ত লর্ডের চোখ জোড়ার দিকে চেয়ে সম্মোহিত হয়ে পড়েন। তিনি কিংকর্তব্যবিমুঢ় হয়ে চেয়েই রইলেন সেই অপরূপ দুটি নীল চোখের দিকে।
লর্ড ধীরে ধীরে সরিতাদেবীকে ধরে শুইয়ে দিলেন শয্যায়, আর তাঁর উপর ঝুঁকে তাঁর জীবনের দেখা সেরা সুন্দরীর রূপসুধা চোখ দিয়ে পান করতে লাগলেন।
ব্রজবাবুদেরকে দেখে চৌধুরী পরিবার যেন চরম বিপদে তাঁদের একমাত্র পরমাত্মীয়দেরকে খুঁজে পায়।
চৌধুরীবাবুর একমাত্র স্ত্রী কাঞ্চনদেবী একছুটে এসে আরতিদেবীকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন।
ব্রজবাবু এই হৃদয়বিদারক দৃশ্য সহ্য করতে না পেরে নায়েবমশাইকে ইশারায় ডেকে অতিথিশালার উদ্দেশ্যে রওয়ানা হলেন, সাথে চললো চৌধুরীবাবুর বিশ্বস্ত পুরাতন ভৃত্য কানাই।
অতিথিশালায় সমস্ত মালপত্র নামিয়ে সিপাহী ও টাঙ্গাচালকদের তাঁদের নির্দিষ্ট কক্ষে চলে যেতে আদেশ করলেন ব্রজবাবু, কানাই তাঁদের দেখিয়ে দিতে গেলো। আর নায়েবমশাইকে নিয়ে ব্রজবাবু শলা পরামর্শ করতে বসলেন, কি ভাবে কি করা যায়।
রাতের খাবার খাওয়ার পর কাঞ্চনদেবী ব্রজবাবুকে অনুরোধ করলেন উনি যাতে আরতিদেবীকে আজ রাতে তাঁর সাথে থাকতে বলেন।
ব্রজবাবু উৎফুল্ল হয়ে বললেন – এইজন্যেই তো আরতি আমার সাথে নিজে যেচে এসেছে। ও খুব খুশী হবে বউ ঠাকরুন। কি বলো আরতি?
আরতিদেবী মুখভার করে কাঞ্চনদেবীর উদ্দেশ্যে বললেন – এই ছোট্ট একটা কথা দিদি তুমি এতো সঙ্কোচে বলছো তাও উনার মারফতে। আমাকে এতো পর ভাবো কেনো? আমি কি তোমার ছোট বোন নই।
কাঞ্চনদেবী ছুটে এসে অভিমানী আরতিদেবীকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন – এখন থেকে তো তোরাই আমার সব রে পাগলী ননদ বোন আমার।
দুজন দুজনকে জড়িয়ে কাঁদলেন কিছুক্ষণ। ব্রজবাবু বললেন – বউ ঠাকরুন আমি যাই তা হলে শুতে।
কাঞ্চনদেবী মৃদু হেঁসে সম্মতিসূচক ভাবে মাথা দোলালেন।
একটা বিরাট কক্ষে তাঁর শয্যা তৈরি করা হয়েছে, কানাই বললো যে সে পাশের ঘরে থাকবে, রাতে যদি ব্রজবাবুর কিছু দরকার হয়, তিনি যেন তাঁকে নিঃসঙ্কোচে ডাক দেন। ব্রজবাবু হ্যাঁ সুচক ভাবে ঘাড় নাড়লেন, কানাই দরজা ভেজিয়ে দিয়ে চলে যায়।
তারপর আরামদায়ক শয্যায় গা এলিয়ে দিয়ে ভাবতে লাগলেন চৌধুরীবাবু আর তাঁর অতীতের স্মৃতিগুলো, কতোবার দুজনে সামান্য একটুকরো জমি নিয়ে কিই না করেছেন, আবার কিছুদিন পরই কোনোও উৎসবে একসাথে কতো আনন্দই না করেছেন।
সত্যিই এই পৃথিবীতে সব সম্পর্ক কি বিচিত্র,
একদিকে শত্রু, তো আরেকদিকে পরম মিত্র।
মিত্র ভাবতেই হটাত তাঁর মনে পড়লো তাঁর অতিথিদের কথা। কি করছে ওরা মানে লর্ড সাহেব ও মেহমুদভাই।
মেহমুদ সাবিত্রীকে দেখতে দেখতে চরম ভাবে উত্তেজিত হয়ে উঠেন। সাবিত্রী তো চোখ বন্ধ করে পড়েই আছে মৃতদেহের মতো, নড়াচড়া নেই, শুধু গভীর ভাবে শ্বাস নিয়ে তাঁর জীবিত থাকার প্রমাণ দিচ্ছে।
মেহমুদ উঠে বসে নিজেকে সম্পূর্ণ নির্বস্ত্র করলেন। উনার অশ্বলিঙ্গ কাপড় থেকে মুক্তির আনন্দে নাচতে লাগলো ও মুখ থেকে মদনরস নামক লালা ঝরাতে থাকলো।
মেহমুদ সাবিত্রীর সাদা শাড়ী টেনে টেনে খুলতে শুরু করলেন, যখন কোমড়ের গিঁটে টান পড়লো সাবিত্রী চমকে উঠলো। আর মেহমুদের শক্ত বলিষ্ঠ হাতখানা দৃঢ় ভাবে দুই হাতে আঁকড়ে রইলো। ধীরে ধীরে সাবিত্রী চোখ খুলে সামনে মেহমুদের নগ্ন লোমশ চওড়া বলিষ্ঠ ছাতি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো, আর ভাবতে লাগলো কি যাদু আছে এই লম্বা দাড়িওয়ালা কালো বর্ণের শক্ত পুরুষটার মধ্যে, যে সে যত দেখছে আকর্ষিত হয়ে পড়ছে।
এইদিকে মেহমুদ সাবিত্রীর বাধা দেওয়ায় হাত স্বস্থানে রেখে ঝুঁকে পড়ে সাবিত্রীর নরম বুকের গোলাকার স্তন দুটিকে প্রাণভরে দেখতে লাগলেন। অপরূপ স্তনবৃন্ত দুটি তেল চকচকে বড় তামার চাকতির ন্যায়, তার মাঝে একটু ফোলে থাকা এক কিশমিশ। সেই কিশমিশ দুই ঠোঁটের ফাঁকে ভরে প্রথমে আস্তে ও পরে জোরে জোরে চোষে চললেন মেহমুদ।
এইদিকে আরতিদেবীর ব্যক্তিগত পরিচারিকা সারদা নিজ কক্ষে বিনিদ্র অবস্থায় পড়ে আছে। তাঁর মন বলছে আজ কিছু একটা উল্টোপাল্টা চলছে এই জমিদার বাড়ীর দালানে। সেই ইংরেজ সাহেবটা তো তাঁর পাঠান শেখ বন্ধুটাকে নিয়ে এই দালানেই শুয়ে রয়েছে যে দালানে সেও শুয়ে রয়েছে। তাঁর মন উসখুস করছে, নিদ্রাদেবী চোখ থেকে শত যোজন দূরে। মনে হল অল্প জল খেলে ভালো হয়। কিন্তু জলের পাত্র দেখলো আগেই খেয়ে খেয়ে প্রায় খালি করে ফেলেছে। জল আনতে তাঁকে রান্নাঘরে যেতে হবে। কি আর করা যাবে, আনতে তো হবেই।
এইদিকে লর্ড সরিতাদেবীর সৌন্দর্যে অভিভূত হয়ে পড়েন। এই দুনিয়ার একটি অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সাদার প্রতি কালোর টান আর কালোর প্রতি সাদার টান, নারীর প্রতি পুরুষের টান আর পুরুষের প্রতি নারীর টান, এইঘরে সেই আশ্চর্যই পরিলক্ষিত হচ্ছে দুজনের চাহনিতে। সরিতাদেবীর শ্যামলা ত্বক যেমন লর্ডের মন ও নয়নকে আরাম দিচ্ছে তেমনি লর্ডের টকটকে ফর্সা ও পুরুষালী চেহারা সরিতাদেবীর মনকেও তাঁর প্রতি অত্যন্ত আকর্ষিত করছে।
এইভাবেই একজন আরেকজনকে বেশ কিছুক্ষণ দেখেই চললেন। এইবার লর্ডের হাত বেসামাল হতে আরম্ভ করলো, সরিতাদেবীর শাড়ীর আঁচল কাঁধ থেকে সরিয়ে একপাশে রেখে তাঁর লাল টকটকে জামার বাঁধন খুলতে চেষ্টা করতে লাগলো। কিন্তু সেই সুযোগে যে নরম অনুভূতি তাঁর হলো এর চেয়ে আরামদায়ক এই দুনিয়ায় আর কিছু আছে বলে মনে হয় না।
লর্ড সরিতাদেবীর এই লাল জামার নীচে থাকা সেই আরামদায়ক নরম জিনিসটাকে দেখার জন্যে উদগ্রীব হয়ে উঠলেন। ঠিক কমলার খোসা ছাড়ানোর মতো করে লাল জামাটাকে আস্তে আস্তে করে সরিয়ে দিতেই যে দুইটা কমলা দেখতে পেলেন তা দেখেই তিনি নিজেকে অত্যন্ত পিপাসার্ত বোধ করলেন। দুই হাতে দুটি কমলাকে মুঠিবদ্ধ করে টিপে টিপে রস বের করতে না পেরে মুখ লাগিয়ে চুষে চললেন।
মেহমুদ পালাক্রমে সাবিত্রীর দুটি স্তনকে চুষে টিপে লাল করে ফেলেছেন। এতেও তাঁর সাধ না মেটায় সেই কিশমিশ দুটিতে মৃদু মৃদু দংশন করতে লাগলেন, ফলে তাঁর লম্বা দাঁড়ির স্পর্শ সাবিত্রীর স্তনে এক আলাদা অনুভূতি দিচ্ছিলো। সাবিত্রী আর পারছে না এই সুখ সহ্য করতে, সে মেহমুদের হাত ছেড়ে দিয়ে দুই হাতে মেহমুদের মাথা ধরে তাঁর বুকে আরোও জোরে চেপে ধরে রইলো। মেহমুদের এখন সাবিত্রীকে নিরাবরণ করতে আর বাধা নেই। মেহমুদ একটানে সাবিত্রীর সাদা শাড়ী থেকে সাবিত্রীকে পৃথক করে দিলেন।
একঘরে একই শয্যায় দুটি আদিম মানব মানবী আদিমতম খেলায় ব্যস্ত।
সারদা অন্ধকারে হাতড়ে হাতড়ে রান্নাঘরের উদ্দেশ্যে চলছিলো। হঠাত কি এক কৌতূহলে সে ব্রজবাবুর শয়নকক্ষের দিকে এগিয়ে চললো। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় কান পেতে সে ভেতরের কোনোও আওয়াজ শোনার চেষ্টা করতে লাগলো। ছন ছন, টুং টাং করে চুড়ির শব্দে তাঁর চোখ বড় হয়ে গেলো। চুড়ির শব্দ এইঘরে কি করে হচ্ছে। এই ঘরে তো দুটি পুরুষ মানুষ রয়েছে। তবে কি সাবিত্রীদি? না না সাবিত্রীদি তো তাঁর মতোই বিধবা, সে তো কোনোও অলঙ্কার পরে না। আর কে হতে পারে? বাইরের কেউ তো এই দালানে প্রবেশ করতেই পারবেই না।
তবে কি বড় মালকিন?
একটা ঠাণ্ডা শিরশিরানি তাঁর মেরুদণ্ড হয়ে বয়ে যায়, সে প্রচণ্ড ভাবে কাঁপতে আরম্ভ করে। আর না দাঁড়িয়ে কোনোওরকমে নিজেকে টেনে টেনে তাঁর কক্ষে নিয়ে যায়।
শয্যায় গা এলিয়ে সে নিজেকে কিছুটা নিরাপদ ভাবতে তাঁর কম্পন থেমে যায়। কিন্তু মাথা থেকে সেই চিন্তা কিছুতেই সরাতে পারছে না। কে সেই নারী? যার চুড়ির শব্দ ব্রজবাবুর ঘরে থাকা ইংরেজটার ওখান থেকে ভেসে ভেসে আসছিলো।
এই দালানবাড়ীতে সে নিজে, সাবিত্রীদি ও বড় মালকিন ছাড়া আজ রাতে তো আর অন্য কোনোও মহিলা ছিলো না। আর সে একফোঁটা ঘুমায়ও নি, যে বাইরে থেকে কেউ এলে সে জানতো না।
মেহমুদ এইবার নারীদেহের সেই আসল গুপ্তধনের খোঁজ শুরু করলেন। তাঁতে প্রথমে তাঁর চোখে পড়ল সেই নারীর তলদেশে থাকা ত্রিভুজাকৃতির কালো ঘন জঙ্গলটা, বেশ ঘন এই জঙ্গলে গুপ্তধনের সঠিক হদিশ খুঁজতে তাঁকে বেশ অসুবিধায় পড়তে হবে বলে মনে হচ্ছে।
মেহমুদের ডান হাত তলদেশের জঙ্গলে গুপ্তধন খুঁজে চলছে অবিরাম, আর বাম হাত বক্ষদেশের পাহাড় দুটিতে পালাক্রমে খেলা করে চলছে।
অবশেষে ডান হাত একটা ভেজা ভেজা গুহা খুঁজে পায়, সেই ডান হাতে থাকা তর্জনী নামক একটা বদসাহসী আঙ্গুল অতি উৎসাহভরে প্রথমে সেই ভেজা গুহায় আস্তে আস্তে প্রবেশ করতে থাকে। কিন্তু সেই পথ অত্যন্ত সংকীর্ণতার ফলে তাঁর প্রবেশ করতে বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু পথ পিচ্ছিল থাকায় সে ঠেলেঠুলে অগ্রসর হতে থাকে।
অন্যদিকে লর্ড সরিতাদেবীর পরিধেয় সমস্ত বস্ত্রহরণ করে, নিজের শরীরে জড়িয়ে থাকা সমস্ত পরিধান থেকে মুক্ত হতে আরম্ভ করলেন।
সরিতাদেবী লন্ঠনের আবছা আলোয় লর্ডের উন্মুক্ত শিশ্নখানা দর্শনে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, এযাবৎ তাঁর দেখা একমাত্র পুরুষাঙ্গ (ব্রজবাবুর লিঙ্গ) এর তুলনায় একটা শিশু। কি প্রচণ্ড এর আকার, কিন্তু চেহারাটা বেশ সুন্দর। লিঙ্গমুণ্ড চামড়াহীন ও লাল টকটকে, ফর্শা লিঙ্গের গোঁড়ায় থাকা বাদামী বাদামী কেশ ইহার সৌন্দর্য আরোও বৃদ্ধি করেছে।
সরিতাদেবীকে তাঁর লিঙ্গের দিকে নির্লজ্জের মতো তাকিয়ে থাকতে দেখে লর্ড অত্যন্ত আনন্দিত হলেন।
লর্ড তাঁর উত্থিত লিঙ্গসহ সরিতাদেবীর পাশে এসে বসলেন।
আঙ্গুলের খোঁচাখুঁচিতে সাবিত্রী কেঁপে কেঁপে উঠতে লাগলো। সুদীর্ঘ তের চৌদ্দ বছর ধরে তাঁর এই স্পর্শকাতর অঙ্গ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, আর আজ হঠাত এক অজানা অচেনা পুরুষের হাতের স্পর্শে সে নিজেকে সংযত রাখতে পারছে না, ধনুকের ছিলার ন্যায় তাঁর দেহ বেঁকে গেছে এই স্পর্শ থেকে রেহাই পেতে।
কিন্তু মরিয়া মেহমুদের তাঁকে রেহাই দেবার কোনোও ইচ্ছেই নেই, জোর করে তাঁর তর্জনী বার বার ভেতর বার করে চলছেন, আর সাবিত্রীকে ঠেকাতে তাঁর ভারী শরীরটা সাবিত্রীর ছোট্ট নরম শরীরটার উপর তুলে দিয়ে সাবিত্রীর কোমল ঠোঁটে তাঁর ঠোঁট চেপে ধরলেন।
সাবিত্রী নিরুপায় হয়ে মেহমুদের অত্যাচার সইতে থাকে। কিন্তু তাঁর যোনি চরম উত্তেজনায় রাগরস ছাড়তে শুরু করে, ফলে মেহমুদের আঙ্গুলচালনা সহজ হতে থাকে। এইবার মেহমুদ তর্জনীর সাথে তাঁর মধ্যমাও সাবিত্রীর যোনিতে প্রবেশ করাতে চেষ্টা করলেন, কিন্তু তাঁর মোটা মোটা দুই আঙ্গুল কি করে এই ছোট্ট ফুটোয় ঢুকবে?
সাবিত্রী এইবার যন্ত্রণায় কুঁকড়ে গেলো। মেহমুদের ঠোঁটবন্দি থাকায় তাঁর মুখ থেকে সে কোনোও আওয়াজ বের করতে পারছে না, অথচ তাঁর অবাধ্য হাত দুটি মেহমুদের নগ্ন পিঠে ঘোরাফেরা করছে।
অবশেষে মেহমুদ জয়ী হলেন, কিছুক্ষণ দুই আঙ্গুল দিয়ে সাবিত্রীর যোনিপথ প্রশস্ত করার পর তিনি উঠে তাঁর অশ্বলিঙ্গখানা সাবিত্রীর মুখের সামনে তুলে ধরেন।
সাবিত্রী অবাক হয়ে সেই বীভৎস আকারের অদ্ভুত লিঙ্গখানা দেখতে থাকে। কালো কুচকুচে লিঙ্গের মুন্ডির উপর কোনোও ছাল নেই, এর সমস্ত শরীরে শিরা উপশিরা গুলি এটাকে আরোও বীভৎস করে তুলেছে। লিঙ্গের গোঁড়ায় কালো ঘন কেশের ভেতর থেকে বড় অণ্ডকোষ দেখা যাচ্ছে। লিঙ্গের মুখে থাকা ফুটো থেকে মদনরস বেরুচ্ছে।
লর্ড তাঁর ডান হাত সরিতাদেবীর কালো পশমের ন্যায় হাল্কা যোনিকেশের উপর রাখতেই সরিতাদেবীর সমস্ত শরীরে যেন বিদ্যুৎ তরঙ্গ বয়ে যায়, আর তাঁর মুখ থেকে আপনাআপনি বের হয়ে আসে অস্ফুট একটি উম্মম জাতীয় শব্দ।
লর্ড সরিতাদেবীর উপর ঝুঁকে পড়ে পুনরায় তাঁর ঠোঁট চোষণ প্রক্রিয়া চালু করে দেন। সরিতাদেবীও তাঁর ঠোঁট ফাঁক করে জিভখানা ভরে দেন লর্ডের মুখের ভেতর।
লর্ড কিছুক্ষণ সরিতাদেবীর যোনি উপর থেকে চটকে টিপে তাঁর মধ্যমাকে যোনির আঁটসাঁট কিন্তু রসে পিচ্ছিল অভ্যন্তরে প্রবেশ করাতে থাকেন। এইবার সরিতাদেবীও কোমর তোলে তোলে লর্ডকে আঙ্গুলিচালনায় সাহায্য করতে থাকেন। লর্ড আঙ্গুলিচালনা করার সাথে সাথে তাঁর বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে সরিতাদেবীর কোটটা নাড়িয়ে নাড়িয়ে তাঁকে উত্তেজিত করতে থাকেন।
সরিতাদেবী উত্তেজনায় যেন পাগল হয়ে যাচ্ছেন, তাঁর নিঃশ্বাস ঘন হয়ে এলো, দুইহাতে লর্ডের মাথা চুলসহ মুঠি করে ধরে লর্ডের জিভখানা প্রাণপণে চোষতে থাকেন।
লর্ড বুঝতে পারলেন সরিতাদেবী চরম উত্তেজনায়, তাই এই সুযোগে তাঁর প্রধান হাতিয়ার দশ ইঞ্চি লম্বা আর চার ইঞ্চি ঘেরের বিশালাকারের লিঙ্গখানাকে চুষিয়ে শান দেওয়া উচিত।
তিনি সরিতাদেবীর উপর থেকে উঠে হাটু গেঁড়ে, তাঁর ক্রোধে ফুঁসতে থাকা লিঙ্গখানা সরিতাদেবীর ঠোঁটের উপর রাখলেন।
সরিতাদেবী কিছু না বুঝে চোখ তুলে লর্ডের মুখে তাকালেন।
মেহমুদ সাবিত্রীকে মুখ খুলতে বললেন কিন্তু সাবিত্রী কিছু না বুঝে তাঁর মুখের দিকে অবাক হয়ে চেয়ে রইলো।
মেহমুদ পুনরায় তাঁকে মুখ খুলতে বললেন, সাবিত্রী ভয়ে ভয়ে মুখ খুললো আর মেহমুদ তাঁর বারো ইঞ্চি দৈর্ঘ্য ও ছয় ইঞ্চি প্রস্থের কুচকুচে কালো বীভৎস লিঙ্গের ছালহীন মুণ্ডিখানা সাবিত্রীর মুখে ঠেলে ঢুকিয়ে দিলেন।
সাবিত্রী এই অতর্কিত আক্রমণের কোনোও প্রতিরোধই করতে পারলো না।
মেহমুদ সাবিত্রীর মুখের ভেতরে তাঁর লিঙ্গকে আরোও বেশি করে ঢোকাতে চাইছেন কিন্তু সাবিত্রীর ছোট মুখগহ্বরে তাঁর লিঙ্গমুণ্ডিই কোনোওমতে জায়গা পেলো।
সাবিত্রীর মুখ অতিরিক্ত পরিমাণে হাঁ হওয়ায় চোয়ালে ব্যথা করতে আরম্ভ হোলো, সাবিত্রীর মুখে স্পষ্ট কষ্টের ছাপ।
সাবিত্রীর এই খারাপ অবস্থা দেখেও মেহমুদ তাঁকে এই কষ্টকর পরিস্থিতি থেকে মুক্তি দিলেন না। আসলে নারীদেহ ভোগ করার সময় তিনি কোনোও ধরনের আপোষ বা সমঝোতাকে মূর্খের কাজ মনে করেন।
মেহমুদের এই পাশবিক প্রবৃত্তি তাঁকে আরোও কামোত্তেজিত করে তোলে।
সাবিত্রীর চোখ দুটি জবাফুলের ন্যায় লাল হয়ে আছে আর মণি দুটি যেন চোখের কোটর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। সাবিত্রীর গলার দুইদিকের রগ দুটি ভীষণভাবে ফুলে আছে।
একসময় মেহমুদ যখন বুঝতে পারলেন তাঁর প্রকাণ্ড লিঙ্গ এই ছোট্ট গহ্বরের আর ভেতরে ঢোকাতে পারবেন না, ক্ষান্ত দিলেন।
সাবিত্রী এই অপরিসীম কষ্ট থেকে রেহাই পেয়ে প্রাণভরে অতি দ্রুত জীবনবায়ু সংগ্রহ করতে থাকে।
লর্ড সরিতাদেবীকে অনুরোধের সুরে বললেন – প্লীজ সাক ইট বেবী (অনুগ্রহ করে এটাকে চোষে দিন)।
সরিতাদেবী জীবনেও পুরুষাঙ্গ চোষেন নি। কিন্তু লর্ডের অনুরোধ ও সুন্দর দর্শন এই লিঙ্গের কথা মাথায় রেখে নতুন এই অভিজ্ঞতা সঞ্চয় করতে লিঙ্গ মুখে প্রথমে একটা ছোট্ট চুম্বন এঁকে দেন।
চুম্বন দিতে গিয়ে তাঁর ঠোঁটে লেগে যায় লর্ডের লিঙ্গ থেকে চুইয়ে বেরুতে থাকা মদনরস, জিভে লেগে তার লোনা স্বাদ সরিতাদেবীর উত্তেজনা বাড়ায়। নাকে আসে লিঙ্গ থেকে ভেসে আসা উৎকট একটা বোঁটকা পুরুষালী গন্ধ যা সরিতাদেবীর শরীরের প্রতিটি লোমকে দাঁড় করিয়ে দেয়। মনের অজান্তে নাক এগিয়ে লিঙ্গে ঠেকিয়ে প্রাণভরে এই ঘ্রাণ নিতে থাকেন।
লর্ড সরিতাদেবীর কার্যকলাপ দেখে আরোও উত্তেজিত হয়ে উঠে তাঁর লিঙ্গখানা কোমর এগিয়ে সরিতাদেবীর মুখে ঠেলতে থাকেন।
সরিতাদেবী তাঁর জিভ বের করে লিঙ্গমুণ্ডের ছিদ্র দিয়ে বেরুতে থাকা নোনতা স্বাদের সব মদনরস চেটে চুষে খেতে লাগলেন। তাঁর জিভের লালায় ভেজা বিশাল আকারের লাল টকটকে লিঙ্গমুণ্ডটাকে আস্তে আস্তে অনেক কসরতের পর পুরোটা মুখে পুরে চুষতে থাকেন।
মেহমুদ তাঁর লিঙ্গ সাবিত্রীর মুখ থেকে বের করে সাবিত্রীর পায়ের কাছে বসে পড়েন। তারপর নারীদেহের সেই মধুভাণ্ডের দিকে মুখ নামিয়ে আনলেন। আর তাঁর যোনিতে মুখ লাগাতেই সাবিত্রী একলাফে বসে পড়লো। মেহমুদ এইবার সাবিত্রীকে জোর করে শুইয়ে দিয়ে পুনরায় যোনিলেহন করতে থাকেন আর সাবিত্রী কাঁটা পাঁঠার মতো মাথা এদিক থেকে ওদিক করে ছটফট করতে থাকে। সাবিত্রীর যোনি প্রচুর রাগরস ছাড়তে থাকে, মেহমুদ সব রস চুষে খেয়ে পেট ভরতে লাগলেন। অনেক সময় ধরে এই প্রক্রিয়া চলতে থাকে।
তারপর মেহমুদ সাবিত্রীর দুই পা দুইদিকে ছড়িয়ে মাঝখানে তাঁর কোমর এনে সাবিত্রীর বুকের উপর শুয়ে পড়লেন আর সাবিত্রীর ঠোঁটে নিজের ঠোঁট চেপে ডানহাতে তাঁর অশ্বলিঙ্গখানা ধরে সাবিত্রীর যোনিমুখে ঠেকিয়ে কোমর নামিয়ে চাপ দিলেন।
সাবিত্রী চোখমুখ কুঁচকে মেহমুদের চোখে চাওয়া ছাড়া আর কিছু করার মতো অবস্থায় ছিলো না।
মেহমুদের সাড়ে ছ ফুটের বিশাল দেহের তলায় সাবিত্রীর ছোট শরীরটা চেপ্টে রয়েছে, নড়াচড়া করারও ক্ষমতা নেই আর তাঁর মুখ মেহমুদের মুখে বন্দি ফলে কোনোও আওয়াজও বের করতে পারছে না। কষ্ট প্রকাশ করতে না পারায় তাঁর চোখ থেকে কয়েক ফোঁটা জল বের হয়ে এলো।
ওইদিকে মেহমুদ আপ্রাণ চেষ্টা করছেন সাবিত্রীর ভেতর ঢুকতে, কিন্তু তাঁর বিশালতার দরুন তিনি বাইরেই আঁটকে রইলেন।
মেহমুদ সাবিত্রীকে উত্তেজিত করার জন্যে জোরে জোরে তাঁর স্তনমর্দন করতে থাকেন আর ঠোঁট চুষে জিভ চুষে দফারফা করতে থাকেন।
অবশেষে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে জোরে এক ধাক্কায় তাঁর লিঙ্গের এক তৃতীয়াংশ সাবিত্রীর যোনিতে ঢুকাতে সক্ষম হলেন। ফট করে একটা শব্দ বের হোলো সাবিত্রীর যোনি থেকে, আর সাবিত্রী প্রচণ্ড ব্যথায় জ্ঞান হারালো।
লর্ড এইবার সরিতাদেবীর মুখে তাঁর লিঙ্গ রেখেই নীচু হয়ে সরিতাদেবীর যোনিতে মুখ লাগালেন। সরিতাদেবী কেঁপে উঠলেন তাঁর মুখ থেকে লর্ডের লিঙ্গ বের করে আঃ আঃ করে আরামসুচক শব্দ করতে লাগলেন। তারপর আবার লিঙ্গ মুখে ভরে চুষতে থাকেন।
এইভাবে বেশ কিছুসময় করার পর লর্ড উঠে সরিতাদেবীর দু পায়ের মাঝে তাঁর লিঙ্গ রেখে সরিতাদেবীর উপর শুয়ে পড়লেন। আর সরিতাদেবীর কানে মুখ লাগিয়ে ধীর গলায় বললেন – প্লীজ টেইক মি ইন ইউ (দয়া করে আমাকে আপনার ভেতরে নিন)।
সরিতাদেবী ডান হাত নীচে নামিয়ে লর্ডের লিঙ্গ ধরে তাঁর যোনিমুখে রাখতেই লর্ড কোমরের এক চাপে তাঁর লিঙ্গমুণ্ড সরিতাদেবীর যোনির অভ্যন্তরে চালান করে দিলেন।
সরিতাদেবীর মুখ থেকে উঃ করে একটা শব্দ বের হোলো। এতো বড় লিঙ্গ তাঁর যোনিকে যেন ফেড়ে ফেলতে চাইছে।
কিছুসময় চুপ থেকে লর্ড তাঁর কোমর হাল্কা হাল্কা উঠানামা করিয়ে ধীরে ধীরে সরিতাদেবীর যোনির ভেতরে তাঁর আখাম্বা লিঙ্গখানাকে ঠেলে দিতে লাগলেন।
এইদিকে অন্দরমহলে সারদা ভেবে পাচ্ছে না সে কি করবে। তাঁর মাথায় চিন্তা এলো একবার কি সে সাবিত্রীদি ও বড় মালকিনের শয়নকক্ষ দুটি নিজের চোখে পরখ করে আসবে?
এইসব ভাবতে ভাবতে সে একটা লন্ঠন জ্বালিয়ে প্রথমে বড় মালকিনের শয়নকক্ষের পাশে গিয়ে দাঁড়ায়।
সে ঘরখানা বাইরে থেকে বন্ধ দেখে অতিশয় আশ্চর্যান্বিত হয়ে যায়। তবে কি বড় মালকিন ব্রজবাবুর শয়নকক্ষে সেই ইংরেজটার সাথে……….? এটা কি করে সম্ভব?
তাঁর মাথা ঝিমঝিম করতে থাকে, সে হেলেদুলে হেঁটে হেঁটে কি সব ভাবতে ভাবতে সাবিত্রীদির কক্ষের সামনে দাঁড়িয়ে পড়ে।
এই কক্ষটিও বাইরে থেকে বন্ধ।
হায় ভগবান…….এরা কোথায়? আর কি করছে?
সে আর না দাঁড়িয়ে তাঁর কক্ষে পুনরায় চলে আসে। লন্ঠন নিভিয়ে দিয়ে শয্যায় গা এলিয়ে ভাবতে থাকে সে এই রহস্য ভেদ করে তবে ছাড়বে।
তাঁর বহুদিনের উপোষী যোনি মারাত্মক ভাবে কুটকুট করতে শুরু করে। সে তাঁর শাড়ীর উপর থেকেই মুঠো করে যোনিটাকে চেপে ধরে, তারপর আঙুল দিয়ে ঘষে ঘষে সান্ত্বনা দিতে থাকে।
তাঁর মন চলে যায় ব্রজবাবুর শয়নকক্ষে। জানি না কি চলছে ওইখানে?
কিছু বোঝার জন্যে সে পুনরায় সেখানে যাবার মনস্থির করে। দরজার সামনে আসতেই স্পষ্ট শুনতে পায় একটা নারীকন্ঠের আঃ আঃ উঃ উঃ ধরনের গোঙানি। তার সাথে ঝন ঝন টুং টাং করে চুড়ির শব্দ। সে কান পেতে রাখে আরোও কিছু শোনার আশায়।
মেহমুদের ভেতরের পশুটা জেগে উঠেছে। তাই তো অজ্ঞান সাবিত্রীর যোনিতে কোমর আছড়ে আছড়ে ফেলে তাঁর অশ্বলিঙ্গটাকে গোঁড়া অবধি সম্পূর্ণ ঢুকিয়ে আবার ডগা পর্যন্ত বের করেই আবার ঢোকানো, এই কাজ লাগাতার চালিয়ে যাচ্ছেন। সাবিত্রীর দুইবাহু মাথার উপরে তুলে দিয়ে তাঁর বাহুমুলে থাকা কালো ঘন কেশের ভেতর নাক ডুবিয়ে মেয়েলী ঘামের গন্ধ নিতে নিতে তিনি আরোও মারাত্মক ভাবে উত্তেজিত হয়ে উঠলেন, আর ঘৃণার কথা ভুলে জিভ দিয়ে সাবিত্রীর দুই বগল পাগলের মতো চাটতে লাগলেন। ঘামের নোনতা স্বাদ তাঁর খুব ভালো লাগছিলো বোধহয়, তাইতো সাবিত্রীর বগল দুটি তাঁর মুখের লালায় ভিজে জবজবে হয়ে গেলেও তিনি বগল চোষণ ও লেহন চালিয়ে গেলেন।
পুরো কক্ষময় শুধু থপ থপ, পকাত পক শব্দ গুঞ্জরিত হতে থাকলো।
সাবিত্রী জানতেই পারলো না যে মেহমুদ কি আয়েশ করে তাঁর দেহখানা ভোগ করে চলছেন। সে অজ্ঞান অবস্থায় পড়েই রইলো।
মেহমুদ লাগাতার প্রায় ত্রিশ পঁয়ত্রিশ মিনিট ধরে সাবিত্রীর যোনিমন্থন করতে থাকেন, সাথে খুব জোরে জোরে স্তনমর্দন ও বগল লেহন চালিয়ে গেলেন। অবশেষে সমাপ্তির কাল আসন্ন হোলো। মেহমুদ তাঁর লিঙ্গটাকে একদম গোঁড়া অবধি সাবিত্রীর যোনির ভেতরে ঠেলে ঢুকিয়ে জরায়ুর মধ্যে তাঁর বীর্য ঢালতে লাগলেন। শেষ হবার পর প্রচণ্ড ক্লান্তিতে মেহমুদ সেই অবস্থায়ই সাবিত্রীকে জড়িয়ে ধরে পড়ে রইলেন কিছুসময়।
তারপর উঠতেই তাঁর চোখ পড়লো সাবিত্রীর যোনির উপর, বীভৎসরকম ভাবে হাঁ করে রয়েছে আর ভেতর থেকে লাল রক্ত আর সাদা ঘন বীর্য মিশে চুইয়ে চুইয়ে বেরুচ্ছে।
মেহমুদ আনন্দিত হলেন।
লর্ড বহু সময় নিয়ে ধীরে ধীরে তাঁর সুবিশাল লিঙ্গখানা সরিতাদেবীর যোনির ভেতর সম্পূর্ণ প্রবেশ করাতে সক্ষম হলেন। কিন্তু তারপরও সরিতাদেবীর মুখ থেকে শেষের ধাক্কায় উঃ উঃ উক করে মৃদু একটা গোঙানির মতো আওয়াজ বের হোলো।
সরিতাদেবী যোনির ব্যথায় লর্ডের পিঠে নখ দাবিয়ে খামচে ধরে পড়ে রইলেন।
লর্ড সরিতাদেবীর কষ্ট বুঝতে পেরে একটু সময় দিলেন তাঁকে স্বাভাবিক হওয়ার, তিনি নড়াচড়া বন্ধ করে চুপচাপ সরিতাদেবীর উপরে পড়ে রইলেন।
লর্ড সরিতাদেবীকে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিচ্ছিলেন। কখনও কানে জিভ বুলিয়ে, কখনও গলায় নাক ঘষে ঠোঁট ঘষে ভীষণ আদর করতে থাকেন, একইসাথে তাঁর হাত স্তন দুটি নিয়ে খেলা করতে থাকে।
এইভাবে ধীরে ধীরে সরিতাদেবীর ব্যথার উপশম হতে হতে একসময় সরিতাদেবী নীচ থেকে তাঁর কোমর উপরে তোলা দিয়ে লর্ডকে সঙ্গমের জন্যে আহ্বান জানান।
লর্ড তো এরই প্রতীক্ষায় প্রহর গুনছিলেন।
শুরু হোলো কোমরচালনা, পচ পচাত পক পকাত শব্দের ঢেউ ঘর ছাড়িয়ে দরজার বাইরে কান পেতে থাকা আরতিদেবীর ব্যক্তিগত পরিচারিকা সারদা অবধি স্পষ্টভাবে পৌঁছূতে থাকে।
মেহমুদ সাবিত্রীকে সেই নগ্ন অবস্থায়ই শয্যায় ফেলে রেখে উঠে দাঁড়ালেন। তখনই তাঁর মাথায় সরিতাদেবী আর লর্ড সাহেব কি করছেন এই চিন্তা ঘোরপাক খেতে থাকে।চিন্তা দূর করতে কোনোও পোশাক না পরেই সম্পূর্ণ নগ্নাবস্থায় তিনি নিঃশব্দে বৈঠকখানার দরজা খুলে ব্রজবাবুর শয়নকক্ষের দিকে অতি সন্তর্পণে অগ্রসর হলেন।
দরজার একদম নিকটে পৌঁছে আবছা অন্ধকারে একটা ছায়ামূর্তি দেখে মেহমুদ থমকে গেলেন।
কে এই ব্যক্তি? দরজার সামনে দাঁড়িয়ে কি করছে? এইসব প্রশ্ন তাঁর মনে অতিশয় কৌতূহল জাগায়।
তিনি ছায়ামূর্তির আরোও নিকটে পৌঁছে যা দেখলেন তাঁতে তাঁর তন বদন অতি আনন্দে নেচে উঠলো।
তিনি দেখলেন সাবিত্রীর মতোই সাদা শাড়ী পরিহিত এক কচি বয়সের মেয়েলোক দরজায় কান পেতে ওই কক্ষের ভেতর থেকে ভেসে আসা পচ পচাত, পক পকাত, ঝন ঝন, টুং টাং ধরনের নানা শব্দ শুনতে শুনতে তাঁর পাতলা শাড়ীর আবরনের উপর দিয়েই তাঁর এক হাত দুই পায়ের মাঝে ঢুকিয়ে যোনি ঘষে চলেছে।
সারদা কিন্তু জানতেই পারলো না যে মেহমুদ তাঁর পিছনে দাঁড়িয়ে তাঁর এইসব কীর্তিকলাপ দেখে যাচ্ছেন। সে তো ব্রজবাবুর শয়নকক্ষের ভেতর থেকে আসা শব্দগুলো কান পেতে শুনে যাচ্ছে আর কল্পনা করে চলেছে ভেতরে কী কী হচ্ছে, এতেই সে উত্তেজিত হয়ে তাঁর যোনি ঘষে ভেতরের কুটকুট কমাতে গিয়ে আরোও বেশি উত্তেজিত হতে থাকে।
মেহমুদ তাঁরিয়ে তাঁরিয়ে এই দৃশ্য উপভোগ করছিলেন, আর ভাবছিলেন এরপর তাঁর কি করণীয় আছে।
মেহমুদ আর কালবিলম্ব না করে অকস্মাৎ পেছন থেকে একহাতে সারদার মুখ চেপে অন্যহাতে কোমর জড়িয়ে হাল্কা ওজনের সারদাকে শূন্যে উঠিয়ে বৈঠকখানায় নিয়ে গিয়ে এক ধাক্কায় মেঝেতে ফেলে দিয়ে দরজায় খিল এঁটে বন্ধ করে দেন।
ঘটনার আকস্মিকতায় কিছুই বুঝতে না পেরে সারদা বৈঠকখানার মেঝেতে কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়ে থাকে কিছুক্ষণ।
তারপর তাঁর চোখ পড়ে দরজায় দাঁড়িয়ে থাকা মেহমুদের নগ্ন শরীরে।
কালো কুচকুচে দৈত্যাকৃতি লম্বা দাড়িওয়ালা পুরুষের মুখ থেকে শুরু করে তাঁর নজর ধীরে ধীরে লোমশ চওড়া ছাতি হয়ে গিয়ে তলপেটে কালো জঙ্গলের মধ্যে থেকে ঝুলতে থাকা পুরুষাঙ্গে স্থির হয়ে থাকে।
সারদা অবাক বিস্ময়ে মেহমুদকে দেখে আর ভাবতে থাকে এ কি মানুষ, না কি মানুষরূপী অসুর।
দুর্গাপূজায় সে অসুরের মূর্তিও দেখেছে এইরকমই, শুধু দাঁড়িটা না থাকলেই একেও অসুর বলে মনে হতো।
অসুরের কাপড় পড়া অবস্থায় দেখাতে এর সাথে অসুরের লিঙ্গের তুলনা করতে পারছে না। অদ্ভুত ও বিশাল এই লিঙ্গের তুলনা সে তাঁর মৃত স্বামী স্বর্গীয় রামলাল চক্কোত্তি মহাশয়ের লিঙ্গের সাথে করতে গিয়ে বুঝে তাঁর স্বামীর লিঙ্গ ছিলো এর চার ভাগের এক ভাগ।
মানুষের লিঙ্গ কখনো এতো বড় হতে পারে সে এর লিঙ্গ না দেখলে বিশ্বাসই করতো না। আর এর লিঙ্গমুণ্ড অদ্ভুত ও ছালহীন কেনো? এইসব উল্টোপাল্টা ভাবতে ভাবতে তাঁর যোনির ভেতরে যেন কোনোও পোকা হটাত করে কামড়ে দেয় আর সে বাস্তবে ফিরে আসে।
মেহমুদ আস্তে আস্তে তাঁর শিকারের দিকে অগ্রসর হতে থাকেন।
মেহমুদ এগিয়ে এসে সারদাকে টেনে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আর সারদাও তাঁর বিশাল লোমশ ছাতির মধ্যে মুখ গুঁজে আদুরে বেড়ালের মতো চুপচাপ পড়ে রইলো।
মেহমুদ অবাক হলেন সারদার কাছ থেকে কোনোও ধরনের বাধা না পেয়ে।
আস্তে আস্তে তিনি সারদাকে বুকে জড়িয়ে রেখেই শাড়ীর উপর দিয়েই সারদার ভীষণ নরম আর কচি পুরো শরীরটা হাতড়েই বুঝতে পারলেন এই নারীই তাঁকে পুরো যৌন আনন্দ দিতে পারে।
সারদা তাঁর ঠোঁট মেহমুদের পুরুষালি স্তনের বোঁটায় ঘষতেই মেহমুদ চমকে উঠলেন, এই নারীই হয়তো তাঁকে এই খেলায় জীবনের প্রথম হারিয়ে দিতে পারে।
সারদা তাঁর বাম হাত নীচে নামিয়ে মেহমুদের লিঙ্গের উপর রাখলো।
সারদা তাঁর বাম হাতে মেহমুদের লিঙ্গখানা ঘষে ঘষে হাতিয়ে মেহমুদকে উত্তেজিত করতে থাকে, সাথে সাথে মেহমুদের পুরুষালি স্তনের বোঁটা ঠোঁটের মধ্যে নিয়ে চুষতে থাকে।
মেহমুদ অত্যন্ত উত্তেজনাবশতঃ বামহাতে সারদার নরম লদলদে পাছা আর ডানহাতে সারদার বাম স্তনখানা খুব জোরে জোরে মর্দন করে লাল করে ফেললেন।
সারদা মেহমুদের বুক থেকে মুখ তুলে মেহমুদের মুখের সামনে তাঁর সুন্দর কচি মুখখানি তুলে ধরে।
মেহমুদ তাঁর সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সারদার ঠোঁট দুইটা মুখে পুরে খুব জোরে জোরে চুষে চললেন।
সারদার হাতের মধ্যে মেহমুদের লিঙ্গ ভীমকায় আকার ধারণ করতে আরম্ভ করেছে।
ওইদিকে লর্ড সরিতাদেবীকে ভীষণভাবে কাঁপিয়ে প্রচণ্ড জোরে জোরে কোমর নাড়িয়ে যোনিমন্থন করে চলেছেন।
লর্ডের বিরামহীন ধাক্কায় সরিতাদেবী আঃ উঃ করতে করতে দুইহাতে লর্ডকে আঁকড়ে ধরে রয়েছেন আর দুই পা দিয়ে কোমর পেঁচিয়ে রেখেছেন, যেন লর্ড কোনোও অবস্থায় তাঁর থেকে দূরে যেতে না পারেন।
লর্ডের প্রাণঘাতী ধাক্কার ফলে তাঁর পায়ের নুপুর ঝম ঝম করে বেজে উঠছে আর হাতের চুড়িগুলো একে অপরের সাথে ধাক্কাধাক্কি করে টুং টাং আওয়াজ বের করছে, যেন এঁরা আনন্দধ্বনি দিচ্ছে।
মেহমুদ প্রচণ্ড জোরে জোরে সারদার ঠোঁট চুষে জিভ চুষে সারদাকে যেন রসহীন করে ফেলতে চাইছেন, সারদাও তাঁর সঙ্গ দিচ্ছে। মেহমুদ আর নিজেকে সংযত রাখতে পারছেন না, সারদাকে দুই হাতে কোলে তুলে নিলেন আর শয্যায় ফেলে ইচ্ছেমতো ভোগ করতে শয্যার দিকে অগ্রসর হলেন।
কামপাগল মেহমুদ ভুলেই গেলেন যে শয্যায় অচেতন সাবিত্রী সম্পূর্ণ নগ্নাবস্থায় পড়ে রয়েছে।
সারদাকে শয্যায় নিয়ে শুইয়ে দিতেই সারদার চক্ষু ছানাবড়া হয়ে গেলো। এ কি দৃশ্য তাঁর সম্মুখে? সাবিত্রীদি সম্পূর্ণ উলঙ্গ হয়ে শুয়ে আছে মেহমুদের শয্যায়, তারমানে সাবিত্রীদি মেহমুদের সাথে ইতিপূর্বেই মৈথুন ক্রিয়া সমাপ্ত করে আরামে নিদ্রামগ্ন হয়ে নিশ্চিন্তে শুয়ে রয়েছে। আর তারমানে বড় মালকিনকে ওই ইংরেজটাই ভোগ করছে ব্রজবাবুর শয়নকক্ষে।
সে অবশ্য এর থেকে বেশী আর কিছু ভাবার অবকাশ পায় নি।
মেহমুদ তাঁর উপর চড়াও হলেন, টেনে হিঁচড়ে তাঁর একমাত্র আবরণটাকে আলগা করে দিলেন সারদার শরীর থেকে।
দুটি নগ্নদেহ এক হয়ে গেলো, মেহমুদ ডানহাতে তাঁর প্রকাণ্ড লিঙ্গখানাকে সারদার রসালো যোনিমুখে স্থাপন করে বামহাতে সারদার কাঁধ চেপে ধরে কোমরের চাপ বাড়াতে বাড়াতে কিছুটা প্রবেশ করাতে পেরে ডানহাত সরিয়ে নিলেন, আর শুরু হলো প্রচণ্ড ঠেলা।
মেহমুদের ঠেলায় সারদার প্রাণ ওষ্ঠাগত। কিছুতেই ওই সঙ্কীর্ণ যোনিপথে মেহমুদ আর এগোতে পারছেন না। কিন্তু তিনি হাল ছেড়ে দেওয়ার পাত্র কখনো নন। অতঃপর বিরামহীন চেষ্টা চলতেই থাকলো বেশ কিছুক্ষণ।
মেহমুদের আপ্রাণ চেষ্টার ফলে অবশেষে অর্ধেক লিঙ্গ স্থান পেলো সারদার যোনিতে। আর কে পায় মেহমুদকে, ক্রমশঃ গেঁথে গেঁথে চললেন তাঁর অশ্বলিঙ্গ সারদার ছোট্ট যোনিতে।
ওইদিকে লর্ড বুঝতে পারলেন তাঁর বীর্যস্খলনের কাল প্রায় আসন্ন, তিনি সরিতাদেবীর বুকে শুয়ে তাঁর লিঙ্গ অত্যন্ত দ্রুতগতিতে চালনা করতে লাগলেন সরিতাদেবীর যোনির মধ্যে। সরিতাদেবী এরই মধ্যে একবার রাগরস মোচন করে পরম সুখে আছন্ন হয়ে লর্ডের সমস্ত প্রাণঘাতী ধাক্কা উপভোগ করছেন বিনা বাধায়।
সরিতাদেবীকে কঠোরভাবে আঁকড়ে ধরে লর্ড তাঁর লিঙ্গ আমুল প্রোথিত করে সরিতাদেবীর যোনির একদম অভ্যন্তরে থাকা জরায়ুর ভেতরে প্রচুর পরিমাণে বীর্যপাত করতে শুরু করতেই সরিতাদেবীও চরম পুলকে আবার রাগরস ছেড়ে দিলেন।
ক্লান্ত লর্ড সরিতাদেবীর বুকে নিস্তেজ হয়ে ঢলে পড়লেন। আর সরিতাদেবী পরম মমতায় তাঁর চুলে আর পিঠে হাত বুলিয়ে তাঁকে আদর করতে থাকেন।
প্রচণ্ড উত্তেজনায় সারদাকে নীচে ফেলে মেহমুদ ক্রমশঃ ধাক্কার পর ধাক্কা লাগিয়েই চললেন। তাঁর বিশালাকার দেহের তলায় ছোট্ট আকারের সারদা পিষ্ট হয়ে পড়ে থেকে তাঁর প্রাণঘাতী ধাক্কা সামলাচ্ছে।
ধীরে ধীরে মেহমুদের সম্পূর্ণ অশ্বলিঙ্গ সারদার যোনির ভেতর জায়গা করে নিলো। ফলে তাঁদের যৌনাঙ্গের কেশও মিলিত হয়ে ঘর্ষণ করছে একে অপরকে। এতে দুজনেরই খুব সুখানুভূতি হচ্ছে।
এইভাবে সুদীর্ঘ রমণের ফলে দুজনের যৌনাঙ্গের গোঁড়ায় প্রচুর পরিমাণে সাদা সাদা রস জমা হয়ে তাঁদের আনন্দের জানান দিচ্ছে।
সারদা এতো সুখ সহ্য করতে না পেরে তাঁর রাগরস ছেড়ে দেয়, ফলে তাঁর যোনি আরোও পিচ্ছিল হয়ে মেহমুদের প্রকাণ্ড লিঙ্গের যাতায়াতের পথ সুগম করে দেয়।
মেহমুদ এতে আরোও জোরে জোরে কোমরচালনা করতে শুরু করলে সমস্ত কক্ষ শুধু পচাত পচাত, পক পকাত জাতীয় শব্দে মুখরিত হয়ে উঠলো।
একসময় মেহমুদের বীর্য সারদার জরায়ুতে পতিত হতে থাকে। সারদা মেহমুদের গরম বীর্যের অনুভব নিজের যোনির ভেতর পেয়ে পরম সুখে প্রচুর পরিমাণে রাগরস ছাড়তে থাকে।
সারদা সারাজীবনে এইরকম সুখের আস্বাদ কখনোও পায় নি। সে মেহমুদকে তাঁর দেহের সাথে জড়িয়ে ধরে পড়ে রইলো।
পর পর দুই নারীকে সম্ভোগ করে মেহমুদের অবস্থা কাহিল হয়ে পড়েছে। এতক্ষণ চরম উত্তেজনার কারণে তিনি সারদাকে ভোগ করার বাসনায় মত্ত ছিলেন কিন্তু দ্বিতীয়বার বীর্যপাত করার পর তাঁর নিজেকে খুব ক্লান্ত মনে হতে লাগলো।
মেহমুদ সারদার বুক থেকে উঠে শয্যায় গা এলিয়ে দিলেন আর জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে চোখ বন্ধ করে বিশ্রাম নিতে লাগলেন।
প্রথমেই উনার বড় স্ত্রী সরিতাদেবীকে ডেকে লর্ড সাহেবের সাথে পরিচয় করিয়ে দিলেন। লর্ড তাঁর সাথে আসা অপর ব্যাক্তির পরিচয় দিলেন – হি ইজ মেহমুদ খাঁ, মাই বেস্ট ফ্রেন্ড।
সরিতাদেবী করজোড়ে নমস্কার করলেন। তারপর ব্রজবাবু তাঁর ছোট স্ত্রী আরতিদেবীকেও ডেকে ওদের সাথে পরিচয় করালেন।
পরিচয়পর্ব শেষ হওয়ার পর তাঁদেরকে অতিথিশালায় বসানো হল। লর্ড ব্রজবাবুকে জানালেন তাঁরা এক সপ্তাহের বেশি থাকতে পারবেন না। ব্রজবাবু ইংলিশ জানেন না তাই মেহমুদ আধাভাঙ্গা হিন্দি ও বাংলামিশ্রিত ভাষায় বুঝিয়ে দিচ্ছিলেন।
স্নানটান সেরে ভরপেট খাওয়া দাওয়ার পর লর্ড ও মেহমুদ অতিথিশালায় পাশাপাশি দুই বিছানায় শুয়ে গল্প করছিলেন যদিও ইংলিশে কিন্তু তার বাংলা অনুবাদ নিম্নরূপ-
লর্ড – কি ভাবছিস?
মেহমুদ – ব্রজবাবুর স্ত্রীদের কথা।
লর্ড – কী কথা?
মেহমুদ – চেহারাগুলো কি সুন্দর।
লর্ড – সত্যি, অসাধারণ সুন্দরী। আমাদের মেয়েরা শুধু ফর্শাই, কমনীয়তা নাই।
মেহমুদ – বেশভূষা ও অলঙ্কারগুলো দেখে সত্যিই নিজেকে হারিয়ে ফেলেছিলাম।
লর্ড – কি করা যাবে? যার যা ভাগ্য।
মেহমুদ – ভাগ্য আমাদের হাতের মুঠোয় আনতে সময় লাগবে না।
লর্ড – কী ভাবে?
মেহমুদ – বলছি।
মেহমুদ – ব্রজবাবু হচ্ছেন এখানকার জমিদার, একরকম রাজা বললেই চলে। কিন্তু আপনি হচ্ছেন উনারও বড়, মানে রাজার রাজা। উনি নিশ্চয় চাইবেন আপনাকে যেনতেন উপায়ে খুশী রাখতে। আর এখানেই আপনার ভাগ্য বদলের সুযোগ। পরিকল্পনা মতে উনাকে ব্যবহার করতে হবে।
লর্ড – তোমার মাথা তো দারুণ, কি চতুর তুমি। এইজন্যই তোমাকে আমার ভাল লাগে। একটা উপায় বের করতেই হবে।
গল্প করতে করতে ঘুমিয়ে পড়লেন দুজনেই।
ঘুম ভাঙ্গতেই দেখলেন ব্রজবাবু বসে আছেন।
ব্রজবাবু – লর্ড সাহেব ঘুম কেমন হল?
মেহমুদ লর্ডকে বোঝালেন ইংলিশে।
লর্ড – ভালো, কিন্তু আমার বউকে সপ্নে দেখলাম। তাই মনটা খারাপ লাগছে। অনেকদিন হয়ে গেছে তাঁকে পাইনি।
মেহমুদ আধভাঙ্গা বাংলায় বোঝালেন।
ব্রজবাবু – বুঝতে পারছি, পরিবার থেকে দূরে থাকা সত্যিই কষ্টকর।
লর্ড – ছাড়ুন এইসব, আপনার বাচ্চাকাচ্চা কয়জন? দেখালেন না একবার?
এইকথায় মুহূর্তের মধ্যে ব্রজবাবুর হাসিহাসি মুখখানা বদলে গেল। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বললেন – আমি নিঃসন্তান।
মেহমুদ লর্ডকে বোঝালেন।
লর্ড ও মেহমুদ আশ্চর্য হয়ে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন।
ব্রজবাবু বলে চললেন – জীবনে অনেক কষ্ট করে তবে আজকের এই জায়গায় পৌঁছেছি, আমার বাবা একজন কৃষক ছিলেন। আমি একমাত্র সন্তান, আমার যখন বারো বছর বয়েস তখনি মাতৃবিয়োগ হয়। তার তিন বছর অর্থাৎ পনেরো বছর বয়েসে ঘটে পিতৃবিয়োগ। সংসারে তখন আমি একা, মাথায় নাই পরিপক্ক বুদ্ধি। জমিজমা বেদখল হওয়ার ভয়ে সব বিক্রি করে দেই।
তারপর সেই টাকাপয়সা লুকিয়ে ফেলি গোপন জায়গায়। আর পড়াশোনা করতে থাকি। বেশ কিছুদিন পর হঠাৎ তখনকার জমিদার মশায় আমাকে তাঁর বাড়ীতে ডেকে পাঠিয়ে বললেন উনার একজন নায়েবের দরকার, আমি রাজী কিনা।
আমি আনন্দে আটখানা।
শুরু হল আমার সফলতার যাত্রা।
রজবাবু একটু দম নিয়ে আবার শুরু করলেন – প্রায় দশ বছর অত্যন্ত বিশ্বস্ততার সহিত কঠোর পরিশ্রম করে জমিদারের সবচেয়ে প্রিয়পাত্র হয়ে যাই। উনিও আমাকে আমার ন্যায্য পাওনা থেকে অনেক বেশী অর্থ দান করতেন। তাই আমার একার সংসারে শুধু জমাই হচ্ছিল, খরচ প্রায় শূণ্য।
আস্তে আস্তে কম পয়সায় বড় বড় জমি কেনা শুরু করলাম। লোক খাটিয়ে ক্ষেত কৃষি হতো সেই জমিতে।
জমিদারের প্রিয়পাত্র থাকায় প্রভাবশালী হচ্ছিলাম দিন দিন। আস্তে আস্তে অর্থশালীও। নেশা পেয়ে বসে আরো বড়ো হবার।
এই নেশায় বুঁদ হয়ে ভুলেই যাই আমার বয়েস কবেই ত্রিশ পেরিয়ে গেছে।
এইদিকে জমিদার মশায় আমার অবস্থা দেখে হয়তো বা কিছুটা শঙ্কিত হয়ে পড়েন। তিনি সেই ভয়ে উনার একমাত্র মেয়েকে আমার সাথে বিয়ে দিতে উঠে পড়ে লাগলেন।
কিন্তু তাঁর বয়েস তখন মাত্র চৌদ্দ। আমি রাজী হলাম না।
অগত্যা তিনি আমাকে উনার অর্ধেক জমিদারি যৌতুক বা পণ হিসেবে দিবেন বলে ঘোষণা করলেন।
এইবার আর রাজী না হয়ে পারলাম না।
অর্থ লোভে বিয়ে তো করলাম। কিন্তু আরো অর্থ ও প্রতিপত্তির পেছনে ছুটে সন্তান কামনার চিন্তা মাথায় এল আরো দুই তিন বছর পর।
অর্থাৎ আমার যখন পয়ত্রিশ আর সরিতার ষোল।
কিন্তু কিছুতেই সন্তান হল না। অনেক ডাক্তার বৈদ্য কবিরাজ দেখালাম, কিছুতেই কিছু হল না।
মন ভাঙ্গতে শুরু হল। এই দেখে সরিতা নিজে উদ্যোগ নিয়ে সুন্দরী আরতিকে আমার সাথে বিয়ে দিলো।
তখন আমার বয়েস চল্লিশ, সরিতার একুশ আর আরতির ষোল। কিন্ত আবারো ব্যর্থ সন্তান উৎপাদনে। আর আজ অবধি নিঃসন্তান।
বলেই দুইহাতে মুখ ঢেকে বসে রইলেন।
লর্ড ও মেহমুদ একে অপরের মুখের দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ।
মেহমুদ হঠাৎ বলে উঠলেন – উপরওয়ালা কা খেল নিরালা, ক্যায়া সোঁচে জানে উপরওয়ালা।
দেখিয়ে হামাদের লর্ড সাব ক্যাত্না বড়া ডাক্তার আছেন, আর আপনি চিন্তা করতে আছেন। উনি দেশে এইরকম অনেকের ব্যামার ঠিক করেছেন। আপনি উনাকে দিয়ে এলাজ করাইয়ে।
লর্ড ভাষা কিছু বুঝতে পারেন নি। হাঁ করে শুনছিলেন।
মেহমুদের কথা শেষ হতেই ব্রজবাবু একবারে গিয়ে লর্ডের পায়ে হুমড়ি খেয়ে পড়লেন।
কাঁদো কাঁদো গলায় বললেন – আমায় বাঁচান লর্ড সাহেব। আমায় বাঁচান।
বেচারা লর্ড কিছু না বুঝে ফ্যাল ফ্যাল করে মেহমুদের দিকে তাকালেন। মেহমুদ চোখ টিপলেন।
লর্ড কিছু না বুঝেই বললেন – ওকে।
মেহমুদ এগিয়ে গিয়ে ব্রজবাবুকে দাঁড় করিয়ে বললেন – আপ বৈঁঠিয়ে।
তারপর লর্ডকে বাইরে নিয়ে সব বুঝালেন। শুনে লর্ড রেগে মেহমুদকে বললেন – ওয়াট এ রাবিশ। আমি ডাক্তারির কিচ্ছু জানি না আর তুমি বলে দিলে আমি বড় ডাক্তার।
মেহমুদ হেঁসে বললেন – ইউ ফুল। তুমি বড় ডাক্তার না, বড় ফাকার তো।
মুহূর্তের মধ্যে চমক খেলে গেলো লর্ডের মুখে, বললেন – তোমার জবাব নাই। কিন্তু কিভাবে কি করা যায়?
মেহমুদ – সে তুমি আমার উপর ছেড়ে দাও। শুধু আমি যেভাবে বলি, সেইমতো চলো। প্রথমে এই নামুরাদটাকে একটু ঘেটে ছেড়ে দাও। তারপর শুরু হবে আসল ইলাজ।
ঘরে ঢুকে মেহমুদ ব্রজবাবুকে বললেন – আপনি সব কাপড়া খুলিয়ে। ইলাজ করতে হলে সব দেখে শুনে করতে হয়।
ব্রজবাবু লজ্জিত হয়ে বসে রইলেন।
মেহমুদ আবার বললেন – ইলাজ করতে হলে লাজ মৎ করিয়ে। কাপড়া খুলিয়ে।
ব্রজবাবু বাধ্য ছেলের মতো এক এক করে সব কাপড় খুলে নগ্ন হলেন। দরজা বন্ধ ছিলো।
মেহমুদ এগিয়ে ব্রজবাবুর ভীষণ ছোট লিঙ্গ খানা দেখে অনেক কষ্টে হাঁসি চাপলেন। মাত্র তিন ইঞ্চি হবে, নরম তুলতুলে। হাত দিয়ে চটকাচ্ছেন কিন্তু সেটা শক্ত হচ্ছে না।
ব্রজবাবু আরামে চোখ বুজে ফেললেন।
লর্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে মেহমুদের কাণ্ড কারবার দেখছেন অবাক হয়ে।
ব্রজবাবুর লিঙ্গখানা বের করে মেহমুদ লর্ড সাহেবকে একটা চায়ের পেয়ালা আনতে অনুরোধ করলেন।
সাহেব পেয়ালাখানা পরিষ্কার করে মেহমুদের হাতে দিলেন। রজবাবু তখন চরমে।একটুখানি পরই ব্রজবাবু কাঁপতে কাঁপতে মেহমুদের ধরে রাখা পেয়ালায় তাঁর বীর্য স্খলন করতে শুরু করলেন।
শেষ করার পর মেহমুদ পেয়ালাখানা লর্ড সাহেবের কাছে নিয়ে তাঁকে দেখিয়ে বললেন – বহুৎ পাতলা আছে।
লর্ড দেখে হাসলেন এ যে পরিমাণে অনেক কম ও ভীষণ পাতলা।
লর্ড মেহমুদের উদ্দেশ্যে বললেন – বুঝলাম এখন সন্তান না হবার কারণ।মেহমুদ ব্রজবাবুর পাশে গিয়ে বসলেন। ব্রজবাবু লজ্জায় অধোবদন হয়ে বসে আছেন, বুঝতে পারছেন না কি হচ্ছে। একটু আগে সাবালক হওয়ার পর জীবনে প্রথমবার বাইরের কেউ শুধুই তাঁকে নগ্ন দেখেনি, তাঁর পুরুষাঙ্গ চুষে তাঁকে উত্তেজিত করে তাঁর বীর্যপাতও করিয়ে দিয়েছে। তিনি মুখ উঠাতেও পারছেন না।
মেহমুদ আস্তে করে ব্রজবাবুর কাঁধে হাত রেখে বললেন – আপনি জীবনে বাপ হতে পারবেন না। আপনার দ্বারা সন্তান উৎপাদন সম্ভব নয়। আপনার বীজ ভীষণ পাতলা এবং পরিমাণেও কম। তাই আপনার কখনো সন্তান হবে না।
ব্রজবাবু মুখ উঠিয়ে মেহমুদের দিকে একটা উদাস চাউনি দিয়েই মুখ আবারো নীচে নামিয়ে ফ্যাসফ্যাসে গলায় বললেন – আমি এটাই ধারণা করেছিলাম কিন্তু নিজের পৌরুষত্ব বজায় রাখার জন্য আমি নিজের এইসব ত্রুটি কাউকে কখনো জানতে দেইনি। যখন সরিতা আমাকে আরতিকে বিয়ে করার জন্য পীড়াপিড়ি শুরু করেছিল তাঁকে আমি প্রথমে বাধা দিই। কিন্তু আরতির সৌন্দর্যতা আমাকে মুগ্ধ করে, ভাবি হয়তো আমি পারবো। কিন্তু আবারো ব্যর্থ হই। আর তারপর থেকেই আমি আলাদা ঘরে একা রাত্রি কাটাই। ওরা দুজনেই এইজন্য নিজেরা কম ডাক্তার বৈদ্য দেখায় নি। কিন্তু আজ অবধি কাজ হয়নি আর আমি জানি হবেও না।
লর্ড আগামাথা কিছু না বুঝে বোকার মতো শুনছিলেন।
মেহমুদ কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে প্রশ্ন করলেন – এখন কি করা উচিত?
ব্রজবাবু হতাশ গলায় বললেন – ভগবান জানেন।
মেহমুদ – খারাপ না পেলে একটা কথা বলবো বলুন।
ব্রজবাবু – না না খারাপ কেন পাবো? আপনি বলুন।
মেহমুদ – আপনি অন্য কাউকে দিয়ে এই কাজটা করিয়ে নিন না। আপনি যখন জানেন দোষটা আপনারই, কেন ওদের মিছামিছি কষ্ট দিচ্ছেন? নারীরা মা হতে না পারলে মারাত্মক কষ্টে ভোগে। পুরুষরা তা বোঝে না।
কটমটিয়ে মেহমুদের দিকে তাকিয়ে ব্রজবাবু বললেন – আপনি লর্ড সাহেবের বন্ধু আর আমার অতিথি না হলে এই কথা বলার উপযুক্ত উত্তর পেয়ে যেতেন।
বলেই গটগটিয়ে অতিথিশালার সেই কক্ষ থেকে বের হয়ে গেলেন।
লর্ড চিন্তিত হয়ে মেহমুদকে জিজ্ঞাসা করলেন – হোয়াট হ্যাপেণ্ড মামুড? (কি হয়েছে মেহমুদ?)
মেহমুদ মুখে বাঁকা হাসি রেখে সব বিস্তারিতভাবে লর্ডকে জানালেন।
লর্ড – এ কি করলে? এতো ভালো সম্পর্কটা শেষ করে দিলে?
মেহমুদ – হ্যাঁ, ভালো সম্পর্ক শেষ। এখন থেকে গুপ্ত সম্পর্ক শুরু হবে।
লর্ড – কি বোঝাতে চাইছো?
মেহমুদ চোখ টিপে বললেন – দেখতে রহো দোস্ত, আগে আগে হোতা হ্যায় ক্যা।
গম্ভীর মুখে ব্রজবাবু বৈঠকখানায় ঢুকলেন। নায়েব গৌর হরি দাস জমিদারবাবুকে ঢুকতে দেখে দাঁড়িয়ে করজোড়ে নমস্কার করে বললেন – একটা দুঃসংবাদ রাজাবাবু (যদিও জমিদার তবুও তাঁর বিশাল সম্পদের কারণে সবাই ব্রজবাবুকে রাজাবাবু বলে ডাকে, এই নায়েবমশায়ই তাঁকে সর্বপ্রথম এই আখ্যা দেন)।
আনমনা হয়ে ব্রজবাবু প্রশ্ন করলেন – কি?
নায়েবমশাই – চৌধুরীবাবু আর নেই।
চৌধুরীবাবু মানে পার্শ্ববর্তী জমিদার যার সাথে ব্রজবাবুর যদিও বৈষয়িক রেষারেষি কিন্তু পারিবারিকভাবে খুব ভালো সম্পর্ক, যে কোনোও উৎসব অনুষ্ঠানে একে অপরকে সপরিবারে নিমন্ত্রণ করেন এবং অত্যাধিক আতিথেয়তার মাধ্যমে নিজের প্রাচুর্যতার নিদর্শন প্রকাশ করেন।
ব্রজবাবু আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞেস করলেন – কি বলছেন কি? কিভাবে কি হল?
নায়েবমশাই – গোবিন্দদা নাকি খুন করেছে সম্পত্তির লোভে।
ব্রজবাবু – কি বলছেন? গোবিন্দ তো তাঁর সর্বেসর্বা, ডানহাত। সে কেনো মারবে?
নায়েবমশাই – অর্থই অনর্থের মুল। সে ভেবেছিলো জমিদারকে মেরে তাঁর একমাত্র পুত্রকেও খুন করে সম্পূর্ণ জমিদারি দখল করে নেবে। কিন্তু চৌধুরীবাবুর আর্তচিৎকারে দেহরক্ষীরা গোবিন্দদাকে মাথায় আঘাত করে অচৈতন্য করে বেঁধে ফেলে। তারপর জেরা করতে বাকী সব ষড়যন্ত্র স্বীকার করে বর্তমানে ফাঁসীর জন্য তৈরি হচ্ছে।
ব্রজবাবু – চলুন আজকেই চৌধুরীর ওখানে।
নায়েবমশাই – চলুন।
সরিতাদেবী রান্নাঘরে রাতের খাবার কি হচ্ছে তার তদারকি করছিলেন।
আরতিদেবী একটা বড় সিন্দুকে ব্রজবাবুর জরুরী কিছু দলিল ঢুকিয়ে রাখছিলেন।
এমনসময় ব্রজবাবু হন্তদন্ত হয়ে নিজের শয়নকক্ষে প্রবেশ করলেন। তারপর তাঁর দুই স্ত্রীর নাম ধরে হাঁক দিলেন।
সরিতাদেবী ও আরতিদেবী ছুটে এলেন।
ব্রজবাবু উনাদেরকে সবিস্তারে চৌধুরীবাবুর পরিণতির বর্ণনা জানালেন। শুনে আরতিদেবী তো হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। সরিতাদেবীও চোখের জল মুছতে মুছতে ব্রজবাবুকে শুধালেন – এখন কি হবে গো ওদের? কে সামলাবে?
ব্রজবাবু বললেন – আমি আজকেই নায়েবমশাইকে নিয়ে ওদের বাড়ীতে যাবো, তোমরা আমার বিশেষ অতিথিদেরকে একটু খেয়াল রেখো। তাঁদের যেন কোনোওধরণের অসুবিধা না হয়।
আরতিদেবী ধরা ধরা গলায় মিনতি করে বললেন – আমিও যাবো আপনাদের সাথে।
সরিতাদেবীও বললেন – হ্যাঁ হ্যাঁ, ছোটকেও সাথে নিয়ে যান। চৌধুরীবাবু ওকে ছোটবোনের মতো ভীষণ ভালবাসতেন। আর উনার পত্নীকে তো ওই সামলাতে পারবে।
ব্রজবাবু যুক্তিপূর্ণ এই কথাতে রাজী হয়ে বললেন – ঠিক আছে। তুমি তৈরি হও। আমি একটু অতিথিশালা থেকে আসছি।
ব্রজবাবু অতিথিশালার দিকে চললেন।
মেহমুদ ব্রজবাবুকে ঢুকতে দেখে দাঁড়িয়ে গেলেন।
ব্রজবাবু মেহমুদকে সব ঘটনা সবিস্তারে জানালেন। মেহমুদ লর্ডকে সব বুঝিয়ে বললেন।
লর্ড ব্রজবাবুর পিঠে হাত দিয়ে সান্ত্বনা দিলেন। আর বললেন – ইউ মাস্ট গো ( আপনি নিশ্চয় যান )।
ব্রজবাবু বললেন – আমি আমার ছোট স্ত্রী আরতিকে সাথে নিয়ে যাচ্ছি। বড় স্ত্রী সরিতা রয়েছে আপনাদের দেখভাল করার জন্যে। যা কিছুর দরকার হবে ওকে জানাবেন দয়া করে। আমি পরশুদিন আসবো। একটু কষ্ট করে দুইটা দিন কাটাবেন।
মেহমুদ লর্ডকে বুঝিয়ে বললেন।
লর্ড বললেন – আপনি আমাকে লজ্জা দিচ্ছেন কেনো? কোনোও অসুবিধা হবে না আমাদের।
ব্রজবাবু হাতজোড় করে নমস্কার করে ফিরেই আবার ঘুরে দাঁড়ালেন।
ব্রজবাবু মেহমুদের উদ্দেশ্যে বললেন – মেহমুদভাই, আমি আপনার সাথে পূর্ববর্তী ব্যবহারের জন্যে অনুতপ্ত। ক্ষমা করবেন। আমি ক্রুদ্ধ হয়ে পড়েছিলাম। পরে ভেবে দেখলাম আপনি খারাপ তো কিছুই বলেন নি বরঞ্চ আমার ভালোই চেয়েছিলেন। আমি সরিতাকে বলে যাবো তৈরি হয়ে থাকতে। দেখবেন যেন বদনাম না হয়।
বলেই হাতজোড় করে নমস্কার দিয়ে দ্রুত বেরিয়ে গেলেন।
একেই বোধহয় বলে ‘কারো পৌষমাস, কারো সর্বনাশ’।
মেহমুদ আনন্দে লর্ডকে জড়িয়ে ধরলেন।
লর্ড বেচারা কিছু না বুঝে চোখ কুঁচকে মেহমুদের দিকে চেয়ে বললেন – কেউ মারা গেলে এতো আনন্দের কি আছে?
মেহমুদ লর্ডকে সব বুঝিয়ে বললেন।
শুনেই লর্ডের লিঙ্গ কাপড়ের নীচ থেকে তাঁর আনন্দের জানান দিলো নাচতে নাচতে।
আরতি ফর্শা মানে দুধে আলতায়, আর সরিতা অল্প শ্যামলা কিন্তু সেটাই কারু চোখে আসল সৌন্দর্য, দুইজনই ভীষণ সুন্দরী। সরিতা আরতি থেকে লম্বা, মোট পাঁচ ফুট ছয় ইঞ্চি যা বঙ্গ ললনাদের মধ্যে কম দেখা যায়। তাঁর কাজলকালো চোখ দেখামাত্র লর্ড বেচারা কাহিল হয়ে পড়েছেন। এখন উনি ভেবে পাচ্ছেন না কি ভাবে কি করবেন। মেহমুদের আনন্দিত মুখের দিকে চেয়ে মনটা খারাপ হয়ে যায়, ভাবতে থাকেন কি ভাবে সরিতাকে অন্য কারোও হাতে তুলে দেবেন।
মেহমুদ ভীষণ চতুর, সে লর্ডের চিন্তিত মুখ দেখেই যা বোঝার বুঝে ফেলেছে। ভীষণ রাগ হল, মনে মনে ভাবলো – শালা আমি খাবার তৈরি করলাম আর আমাকেই খেতে দেবে না কিন্তু সে এই ব্যাক্তিকে হাড়েহাড়ে চেনে। এর বিরুদ্ধাচরণ মানেই মৃত্যু।
যেখানে বিরোধিতা নির্বুদ্ধিতা মেহমুদ উলটো চাল চাললেন।
মেহমুদ বললেন – লর্ড আপনিই সরিতাকে একা সম্ভোগ করুন, আমি তো আরতিকে চাইছিলাম। কিন্তু ওতো ব্রজবাবুর সাথে চলে যাচ্ছে, তাই সরিতাকে বুঝিয়ে বলে এই দুই দিনের জন্যে অন্য কাউকে জোগাড় করে দিন আমার জন্যে।
এই কথায় লর্ডের যেন বুকের উপর থেকে একটা বড় পাথর সরে গেল।
লর্ড বললেন – ঠিক আছে, আগে ও নিজে আমার জন্যে রাজী হোক।
ওইদিকে আরতিদেবী তৈরি হচ্ছেন যাবার জন্যে। আর ব্রজবাবু সরিতাদেবীকে ডেকে নিজের ঘরে নিয়ে গিয়ে বুঝাচ্ছেন কি তাঁর পরিকল্পনা।
সরিতাদেবী মন দিয়ে সব শুনে যাচ্ছেন কিন্তু কিচ্ছু বলছেন না।
তাই দেখে ব্রজবাবু জিজ্ঞেস করলেন – তুমি বুঝতে পারছো তো? দেখো কোনোও হেরফের যেন না হয়। আমার চাইই চাই।
এতক্ষণে সরিতাদেবী মুখ খুললেন – নিজের বিবাহিত স্ত্রীকে অন্য পুরুষের অঙ্কশায়িনী হতে বলছেন নিজের নপুংসতার জন্যে, স্ত্রীকে কেনো এইভাবে শাস্তি দেবেন? আমি পারবো না আপনার এইসব ঘৃণ্য পরিকল্পনায় যোগ দিতে, আপনি বরং ছোটকে বলুন।
জীবনেও ব্রজবাবু সরিতাদেবীর কাছে এই ব্যবহার আশা করেন নি। উনি ভেবেছিলেন তাঁর আদেশই সব। কিন্তু সরিতাদেবীর এই ব্যবহারে তিনি আকাশ থেকে পড়লেন। অপমান ও অভিমানে ঘর থেকে বেড়িয়ে স্নানঘরে ঢুকে পড়লেন।
সরিতাদেবী ভাবতে লাগলেন – এ কি করলাম আমি, উনাকে অপমান করলাম। কিন্তু এই নোংরা প্রস্তাবে সায় দেই কিভাবে? কিন্তু উনি তো ঠিকই বলছেন, সন্তান না হলে বংশ এগোবে কিভাবে? কিন্তু তাই বলে অজানা অচেনা এক পুরুষের সাথে মিলন করবো, তা কি করে সম্ভব? অবশ্য বিয়ের সময় উনিও তো অজানা ছিলেন, কিন্তু অচেনা নয়। কিন্তু ছোট তো উনাকে জানতো না, চেনতোও না। কিন্তু সেটা আলাদা। কি করে নিজেকে স্বামীর বর্তমানে অন্যের হাতে তুলে দেবেন। কিন্তু স্বামী নিজেই যদি স্ত্রীকে এই প্রস্তাব দেয়, স্ত্রীর সেক্ষেত্রে করণীয় কি? স্বামীর বিরুদ্ধাচরন করা, না প্রস্তাব স্বীকার করা? দ্বিতীয়টাই যুক্তিপূর্ণ মনে হচ্ছে। অর্থাৎ স্বামীর প্রস্তাব ও সম্মতিক্রমে অন্য পুরুষের বীর্য নিজের জরায়ুতে নিষিক্ত করে মাতৃত্বের স্বাদ গ্রহণ করা। তবে তাই হবে, তিনি তাই করবেন।
স্নানঘর থেকে বেরিয়ে ব্রজবাবু দেখলেন সরিতাদেবী তাঁর সম্মুখে দাঁড়িয়ে আছেন মাথা নীচু করে।
ব্রজবাবু শুধালেন – কিছু বলবে?
সরিতাদেবী মাথা না উঠিয়েই বললেন – আমি আপনার প্রস্তাবে রাজি। কিন্তু সেটা একবারই যেন হয়।
ব্রজবাবু এগিয়ে এসে তাঁকে আলিঙ্গন করে বললেন – আমি জানতাম আমার কথা তুমি কক্ষনো ফেলবে না। আমি যাওয়ার সময় লর্ড সাহেবকে সব বুঝিয়ে বলবো। তুমি কোনোও চিন্তা কোরো না। শুধু এইকাজে একটু সতর্কতা জরুরী। তুমি এখানে সাবিত্রীকে ব্যবহার করবে, কিন্তু ও যেন কোনওদিন আমার কথা (নপুংসতার কথা) জানতে না পারে। আর আমার শয়নকক্ষ যেহেতু দালানের বাহিরের দিকে তাই গোপনীয়তার জন্যে অন্দরমহলের বদলে ওই কক্ষ ব্যবহার করবে। কাকপক্ষীও যেন টের না পায়।
সরিতাদেবী বসে বসে ভাবছিলেন কিভাবে কি করবেন।
ব্রজবাবুর যাবার সময় হয়ে যাচ্ছে।
সাবিত্রী হচ্ছে সরিতাদেবীর বিবাহের সময় পিত্রালয় থেকে প্রাপ্ত ব্যক্তিগত পরিচারিকা আবার সহচরীও, সে সরিতাদেবীর সেবায় সর্বদা নিযুক্ত থাকে। সরিতাদেবীর ঘুম থেকে উঠার পর শয্যা তোলা থেকে রাতে শয্যা তৈরি করা পর্যন্ত উনার যত ফরমাইস সব পূরণ করাই তাঁর কাজ।
এছাড়া অন্যান্য পরিচারিকারা আছে যাদের কাজ ঘরদোর সাফ করা, রান্না বান্না করা, কাপড় ধোঁয়া, ও বাগান করা ইত্যাদি ইত্যাদি।
যাই হোক সাবিত্রী যেমন সরিতাদেবীর ব্যাক্তিগত পরিচারিকা তেমনি সারদা হচ্ছে আরতিদেবীর ব্যাক্তিগত পরিচারিকা, তাঁদের আরেকটা মুখ্য কর্ম হচ্ছে সাজসজ্জা ও কেশ বিন্যাসে সাহায্য করা।
সাবিত্রী ও সারদা দুজনেই পরিচারিকাদের মধ্যে সর্ব উচ্চ। তাঁদের আদেশেই বাকী পরিচারিকারা কাজ করে। দুর্ভাগ্যক্রমে দুজনেই বাল্যবিধবা ও নিঃসন্তান, তখনকার সামাজিক নানা বাধানিষেধ এবং নানাবিধ প্রতিকুলতার পরিপ্রেক্ষিতে নিজেদের দিন কাটাতে কষ্টকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে পরিচারিকার কাজ করার পথ বেছে নেয়। সাবিত্রীর বয়েস এখন ত্রিশের আশপাশ আর সারদার প্রায় বাইশ হবে, কিন্তু ভালো খাওয়াপরা আর শারীরিক পরিশ্রমের ফলে শরীরের বাঁধুনিতে বয়েস আরো কম মনে হয়।
শরীর ঢাকতে এদের পোশাক হচ্ছে কেবলমাত্র একটা সাদা শাড়ী কারণ তখনকার দিনে বিধবাদের কোনো রঙ্গিন বা সেলাই করা কাপড় পড়া নিষিদ্ধ ছিলো। এতে অবশ্য তাঁদের কোনোও অসুবিধা হতো না কারণ অন্দরমহলে ব্রজবাবু ব্যতীত অন্য কোনোও পুরুষের প্রবেশাধিকার ছিলো না। আর ব্রজবাবু অতিশয় ভদ্র ব্যক্তি।
সাবিত্রী আর সারদা দুজনেই খুব বিশ্বাসী ও অত্যন্ত বাধ্য।
ব্রজবাবু অতিথিশালা থেকে লর্ড ও মেহমুদকে নিজের শয়নকক্ষে নিয়ে এলেন আর বললেন – আজ ও কাল আপনারা আমার ঘরে শোবেন। পরশুদিন আমি আসবো। মেহমুদভাই আপনাদের যা দরকার সরিতাকে বলবেন।
বলেই সরিতাদেবীকে ডাক দিলেন – শুনছো? এদিকে একবার আসো তো।
সরিতাদেবী লজ্জায় ঘোমটা টেনে পাশে এসে দাঁড়ালেন।
ব্রজবাবু সরিতাদেবীকে উদ্দেশ্য করে বললেন – লর্ড সাহেব আমার পরম অতিথি উনি যা চাইবেন যেন পেয়ে যান। আর মেহমুদভাই খুব ভালো মানুষ উনিও আমার পরম অতিথি, সাবিত্রীকে দিয়ে বৈঠকখানায় উনার জন্যে ভালো করে একটা শয্যা লাগাতে বলবে।
এইবার লর্ডের উদ্দেশ্যে বললেন – এইবার আমি আসি লর্ড সাহেব, দেরী হয়ে যাচ্ছে।
লর্ড অনুমানে যা বুঝলেন তাই, হাত নেড়ে বললেন – গুড বাই (বিদায়)।
ব্রজবাবু বেড়িয়ে গেলেন ঘর থেকে। সরিতাদেবী, মেহমুদ ও লর্ড সাহেব দালানের বাহির পর্যন্ত এগিয়ে দিলেন। একটা ঘোড়ায় টানা টাঙা গাড়ীতে আরতিদেবী বসেছিলেন যেটাতে ব্রজবাবু চড়লেন। অপরটিতে মালপত্র আর সিপাহীদের নিয়ে নায়েবমশাই আগেই বসেছিলেন। অগত্যা যাত্রা শুরু হোলো।
পুরো জমিদার বাড়ীর দালানে এখন শুধুমাত্র পাঁচটি প্রাণী রয়ে গেল।
সরিতাদেবী, সাবিত্রী, সারদা আর লর্ড ও মেহমুদ।
বাদবাকি চাকর ও পরিচারিকাদের দালানের বাইরে নির্দিষ্ট আলাদা আলাদা ঘর আছে। যেগুলো দালান থেকে বেশ দূরে।
সরিতাদেবীর নির্দেশে সাবিত্রী লর্ড ও মেহমুদের রাত্রের খাবার নিয়ে ব্রজবাবুর শয়নকক্ষে গেলো। তাঁর পোষাক সেই পাতলা সূতীর সাদা শাড়ী, যা দেখে মেহমুদের অশ্বলিঙ্গ উত্থিত হতে শুরু করলো। লর্ড এইসব দেখতে পাচ্ছেন না, উনি তো তখন সরিতাদেবীর চিন্তায় মশগুল।
মেহমুদ একদৃষ্টে সাবিত্রীর বুকের নড়ন চড়ন দেখছেন। আর সাবিত্রী যখন ঘুরে কিছু একটা তুলছিলো তাঁর পাছার খাঁজে শাড়ী আটকে যায়, মেহমুদ তো পারলে ছুটে গিয়ে চেপে ধরেন আর কি। মেহমুদের পেটের খিদে কমে কিন্তু তলপেটের খিদে বাড়তে থাকে। কোনোওরকমে খাওয়ার পর্ব শেষ হয়। সব বাসনপত্র নিয়ে সাবিত্রী পাছা দুলিয়ে ঘর থেকে বেড়িয়ে যায় পেছনে রেখে যায় মেহমুদের অতৃপ্ত দুটি চোখ।
অল্প কিছুক্ষণ পরে সরিতাদেবী উপস্থিত হয়ে অতিথিদের উদ্দেশ্য প্রশ্ন করলেন – পেট পুরে খেয়েছেন তো?
লর্ড বুঝতে না পারলে মেহমুদ বোঝান ইংলিশে।
লর্ড ইংলিশে বললেন – হ্যাঁ, আপনি এতো স্বাদ করে রাঁধলেন তাই একটু বেশীই খেয়েছি।
মেহমুদ সেটা বাংলায় সরিতাদেবীকে বুঝাতে গেলে সরিতাদেবী বললেন – মেহমুদভাই আমি বুঝতে পেরেছি। আমি স্কুলে ইংলিশ পড়েছি। সব বলতে পারি না ইংলিশে, কিছু কিছু পারি কিন্তু সব বুঝতে পারি।
মেহমুদ হাঁ হয়ে রইলেন।
এমনসময় সাবিত্রী এসে সরিতাদেবীকে কিছু বলার আগেই সরিতাদেবী তাঁকে বললেন – সাবি (সাবিত্রীকে এই নামে শুধু সরিতাদেবীই ডাকেন) মেহমুদভাইয়ের শয্যা বৈঠকখানায় করে দাও ভালো মতো।
সরিতাদেবীর আদেশমাত্র সাবিত্রী নিজের কথা আর না বলেই বৈঠকখানা অভিমুখে রওয়ানা হল।
মেহমুদ আর ‘কাবাব ম্যা হাড্ডি’ না হয়ে তাঁর ‘মনপসন্দ চীজের’ দিকে ধাবিত হলেন।
এইদিকে লর্ড আস্তে আস্তে উঠে দরজা বন্ধ করে ফিরে দেখলেন, সেই অপ্সরা তাঁর শয্যায় মুখ নীচু করে বসে আছেন।
তাঁর পাশে গিয়ে বসলেন, হাল্কা করে চিবুক ধরে মুখখানি তুললেন, দেখলেন অপরূপ সেই চক্ষুদুটি মুদে আছে, কাঁপছে যেন অল্প অল্প।
অন্যদিকে বৈঠকখানায় মেহমুদ সাবিত্রীকে পেছন থেকে গিলতে গিলতে ঢুকেই আস্তে করে দরজাখানা বন্ধ করে দিলেন। সাবিত্রী বুঝতেই পারলো না যে সে এখন একটা ভিনদেশী পুরুষের সাথে একঘরে দরজাবন্দি হয়ে রয়েছে। মেহমুদ দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবিত্রীর কাজকর্ম করার তালে তালে শরীরের নড়াচড়া দেখছিলেন। সাবিত্রীর নগ্ন পৃষ্ঠদেশ, পাতলা কাপড়ের তলায় থাকা তানপুরা সদৃশ পাছাখানা দেখতে থাকেন, হঠাৎ সাবিত্রী হাত তুলতেই তাঁর রেশমী কুচকুচে কালো কেশবিশিষ্ট বগলতলা মেহমুদের চোখে পড়তেই মেহমুদের মাথা যেন ঝিমঝিম করে উঠে।
নারীদেহে বগলতলা হচ্ছে মেহমুদের কাছে সবচেয়ে প্রিয় স্থান। কি যে টান ওই জায়গার মেহমুদ চোখ ফেরাতে পারেন না।
সাবিত্রী হঠাত ফিরে তাকায় মেহমুদের দিকে।
লোকটি তাঁর থেকে বড়জোড় দুই হাত দূরে দাঁড়িয়ে কামাতুর চোখে তাঁকে গিলছে। বিবাহিত নারীরা এই চাউনি চেনে।
চোখে চোখ পড়তেই সাবিত্রী চোখ নামিয়ে নিলো। চাইতে পারছে না ওই চোখের দিকে।
শয্যা ততক্ষণে তৈরি হয়ে গেছে, তাই সাবিত্রী মেহমুদকে পাশ কাটিয়ে ঘরখানা থেকে বের হয়ে যেতে চাইলে মেহমুদ দ্রুত তাঁর পেছু নেয়, সাবিত্রী দেখে দরজা বন্ধ। এমনসময় সাড়ে ছ ফুটের বিশাল দেহযুক্ত কালো চেহারার লম্বা দাড়িওয়ালা লোকটি যে তাঁকে পিছন থেকে জাপ্টে ধরেছে সেটা উপলব্ধি করতে পারে।
এইদিকে সরিতাদেবী লর্ডের বাহুবন্ধনে বন্দি হয়ে পড়েছেন। লর্ড তাঁর পিপাসার্ত ঠোঁট চেপে ধরেছেন সরিতাদেবীর লাল ভেজা ভেজা ঠোঁটে। জীবনের প্রথম ঠোঁটে চুম্বনের অভিজ্ঞতা সরিতাদেবীর, কারণ ব্রজবাবু এই কর্ম কোনওদিন করেন নি, হয়তো বা এইরকম চুম্বন যে করা যায় তা তিনি জানেনও না। যেমনটা আজ জীবনের প্রথম সরিতাদেবী উপলব্ধি করছেন।
লর্ড আস্তে আস্তে ঠোঁট চুষতে আরম্ভ করলেন। সরিতাদেবী ঠোঁটে অল্প অল্প জ্বালা অনুভব করলেন, কিন্তু এই জ্বালা শরীরে যে উত্তেজনা এনে দিচ্ছে তা তিনি কক্ষনো হারাতে চান না। চলতেই থাকলো চোষণপর্ব।
অন্যদিকে মেহমুদের প্রবল শক্তির কাছে সাবিত্রী বশ মেনে নিয়েছে। সে বুঝে গেছে এই লৌহ পুরুষের হাত থেকে আজ তাঁর রেহাই নেই। যতক্ষণ না এই পুরুষ তাঁকে ছিঁড়েখুঁড়ে খেয়ে ছিবড়ে করে না ছাড়বে সে পালাতে পারবে না এর কবল থেকে। সাবিত্রী হাল ছেড়ে মাথা এলিয়ে দিয়েছে মেহমুদের বুকে।
মেহমুদ খুশী হলেন সাবিত্রীর আত্মসমর্পণে, সাবিত্রীকে পেছন থেকে জাপ্টে রয়েছেন তিনি। কাপড়ের উপর দিয়েই সাবিত্রীর পাছায় তাঁর লিঙ্গ চেপে ধরে সাবিত্রীর দুইহাত উপরে তুলে তাঁর নিজের গলায় ধরিয়ে দিলেন, ফলে দুই বগল উন্মুক্ত হোলো। আর কি চাই একহাতে কোমড় জড়িয়ে অন্য হাতে দুই বগল পালাক্রমে হাতাতে লাগলেন। ঘামে ভেজা উষ্ণ বগলের ঘন কেশ মেহমুদকে যেন পাগল করে দিচ্ছে। কখনো মুঠি করে ধরছেন, কখনো চেপে দেখছেন। কি করবেন যেন ভেবে পাচ্ছেন না।
অন্যকক্ষে সরিতাদেবী আর লর্ডের লাগাতার চোষণপর্ব চলছে। এ যেন হার জিতের লড়াই, কে কাকে আগে পরাস্ত করতে পারে। সরিতাদেবীও লর্ডের সদ্য শেখানো এই খেলায় কখন যেন নিপুণতার অধিকারিণী হয়ে গেছেন। লর্ড দুহাতে সরিতাদেবীর মুখখানা ধরে আছেন, আর চুষে চলেছেন রসালো ঠোঁটদুটি। লর্ড আস্তে আস্তে নিজের জীভখানি সরিতাদেবীর উষ্ণ মুখগহ্বরে ঠেলে ঢোকাতে লাগলেন। ঠোঁট চোষার থেকেও মজা লাগলো নতুন এই খেলা সরিতাদেবীর কাছে। উনি লর্ডের লালাভেজা জীভখানা চুষে খেতে লাগলেন। চপ, চ্যাপ, চুপ, চুষ ধরণের নানা ভেজা শব্দ ঘরটাতে কামনার হাওয়ায় পরিপূর্ণ করতে লাগলো। অনেকক্ষণ লর্ডের লালা খেয়ে সরিতাদেবী এবার নিজের জীভটা লর্ডের মুখে ঠেলে দিলেন, এইবার আর পায় কে? লর্ড সরিতাদেবীর লালাযুক্ত জীভখানা চোঁ চোঁ করে চোষে চললেন। লর্ডের এই আগ্রাসী চুম্বন ও চোষণে সরিতাদেবী নিঃশ্বাস নিতে কষ্ট পেলেও কোনোও বাধা তো দূর, নড়াচড়াও বন্ধ করে দিয়েছেন। লর্ডের কাছে সরিতাদেবীর মুখের লালা যেন এক অতিব সুস্বাদু খাদ্য, পেটভরে খেতে লাগলেন এই খাদ্য, যতক্ষণ না শেষ হয়।
এইদিকে বৈঠকখানায় মেহমুদের হাতে সাবিত্রী নিজেকে সম্পূর্ণ তুলে দিয়েছে, এছাড়া তাঁর কাছে আর কোনোও রাস্তাও ছিলো না। সাড়ে ছ ফুটের এই দৈত্য আকৃতির পুরুষটির কাছে সে নিত্যান্ত এক খেলার পুতুল ছাড়া আর কিছুই নয়। অগত্যা তাঁর দয়ার কাছে নিজেকে সঁপে দেওয়াই চালাকির কাজ।
নরম নারীদেহের মাংসের ছোঁয়া মেহমুদের লৌহ কাঠিন্যতাকে আরোও আরোও কঠিন করে তুলছিলো। তাঁর হাত তখন সাবিত্রীর সাদা শাড়ীর নীচে ঢুকে তুলতুলে নরম ও ঈষৎ ঝোলা অব্যবহৃত স্তন দুখানি চেপে ধরেছে। সাবিত্রীর নরম পাছায় তাঁর অশ্বলিঙ্গখানা চেপে ঘষতে যে কি আরাম পাচ্ছিলেন তা অবর্ণনীয়। কিছুক্ষণ এই ভাবে আরাম নিয়ে সাবিত্রীকে পুতুলের মতো তুলে শয্যার উদ্দেশ্যে নিয়ে চললেন। সাবিত্রী ভয়ে টু শব্দটিও করছে না। শয্যায় তাঁকে শুইয়ে সাবিত্রীর উপরে ঝুকে তাঁকে দেখতে লাগলেন মেহমুদ খাঁ।
সরিতাদেবী এখন লর্ডের আগ্রাসী চুম্বন থেকে মুক্তি চাইছিলেন, কারণ তাঁর নিঃশ্বাস নিতে হবে, দম ফুরিয়ে আসছে। তিনি ছটফট করতে শুরু করলে লর্ড বাধ্য হয়ে তাঁকে মুক্ত করে দিলেন। সরিতাদেবী যেন বাঁচলেন, প্রাণভরে নিঃশ্বাস নিতে তাঁর নাকের পাটা ফোলে ফোলে উঠতে লাগলো, কিন্তু চোখ দুটি তখনো লজ্জায় বন্ধ। লর্ড এই মনোহরণকারী দৃশ্য দারুণভাবে উপভোগ করছিলেন।
সরিতাদেবী অবশেষে চোখ খুলতেই তাঁর সম্মুখে দুখানি নীল সাগরের মতো গভীর দৃষ্টিযুক্ত লর্ডের চোখ জোড়ার দিকে চেয়ে সম্মোহিত হয়ে পড়েন। তিনি কিংকর্তব্যবিমুঢ় হয়ে চেয়েই রইলেন সেই অপরূপ দুটি নীল চোখের দিকে।
লর্ড ধীরে ধীরে সরিতাদেবীকে ধরে শুইয়ে দিলেন শয্যায়, আর তাঁর উপর ঝুঁকে তাঁর জীবনের দেখা সেরা সুন্দরীর রূপসুধা চোখ দিয়ে পান করতে লাগলেন।
ব্রজবাবুদেরকে দেখে চৌধুরী পরিবার যেন চরম বিপদে তাঁদের একমাত্র পরমাত্মীয়দেরকে খুঁজে পায়।
চৌধুরীবাবুর একমাত্র স্ত্রী কাঞ্চনদেবী একছুটে এসে আরতিদেবীকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন।
ব্রজবাবু এই হৃদয়বিদারক দৃশ্য সহ্য করতে না পেরে নায়েবমশাইকে ইশারায় ডেকে অতিথিশালার উদ্দেশ্যে রওয়ানা হলেন, সাথে চললো চৌধুরীবাবুর বিশ্বস্ত পুরাতন ভৃত্য কানাই।
অতিথিশালায় সমস্ত মালপত্র নামিয়ে সিপাহী ও টাঙ্গাচালকদের তাঁদের নির্দিষ্ট কক্ষে চলে যেতে আদেশ করলেন ব্রজবাবু, কানাই তাঁদের দেখিয়ে দিতে গেলো। আর নায়েবমশাইকে নিয়ে ব্রজবাবু শলা পরামর্শ করতে বসলেন, কি ভাবে কি করা যায়।
রাতের খাবার খাওয়ার পর কাঞ্চনদেবী ব্রজবাবুকে অনুরোধ করলেন উনি যাতে আরতিদেবীকে আজ রাতে তাঁর সাথে থাকতে বলেন।
ব্রজবাবু উৎফুল্ল হয়ে বললেন – এইজন্যেই তো আরতি আমার সাথে নিজে যেচে এসেছে। ও খুব খুশী হবে বউ ঠাকরুন। কি বলো আরতি?
আরতিদেবী মুখভার করে কাঞ্চনদেবীর উদ্দেশ্যে বললেন – এই ছোট্ট একটা কথা দিদি তুমি এতো সঙ্কোচে বলছো তাও উনার মারফতে। আমাকে এতো পর ভাবো কেনো? আমি কি তোমার ছোট বোন নই।
কাঞ্চনদেবী ছুটে এসে অভিমানী আরতিদেবীকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন – এখন থেকে তো তোরাই আমার সব রে পাগলী ননদ বোন আমার।
দুজন দুজনকে জড়িয়ে কাঁদলেন কিছুক্ষণ। ব্রজবাবু বললেন – বউ ঠাকরুন আমি যাই তা হলে শুতে।
কাঞ্চনদেবী মৃদু হেঁসে সম্মতিসূচক ভাবে মাথা দোলালেন।
একটা বিরাট কক্ষে তাঁর শয্যা তৈরি করা হয়েছে, কানাই বললো যে সে পাশের ঘরে থাকবে, রাতে যদি ব্রজবাবুর কিছু দরকার হয়, তিনি যেন তাঁকে নিঃসঙ্কোচে ডাক দেন। ব্রজবাবু হ্যাঁ সুচক ভাবে ঘাড় নাড়লেন, কানাই দরজা ভেজিয়ে দিয়ে চলে যায়।
তারপর আরামদায়ক শয্যায় গা এলিয়ে দিয়ে ভাবতে লাগলেন চৌধুরীবাবু আর তাঁর অতীতের স্মৃতিগুলো, কতোবার দুজনে সামান্য একটুকরো জমি নিয়ে কিই না করেছেন, আবার কিছুদিন পরই কোনোও উৎসবে একসাথে কতো আনন্দই না করেছেন।
সত্যিই এই পৃথিবীতে সব সম্পর্ক কি বিচিত্র,
একদিকে শত্রু, তো আরেকদিকে পরম মিত্র।
মিত্র ভাবতেই হটাত তাঁর মনে পড়লো তাঁর অতিথিদের কথা। কি করছে ওরা মানে লর্ড সাহেব ও মেহমুদভাই।
মেহমুদ সাবিত্রীকে দেখতে দেখতে চরম ভাবে উত্তেজিত হয়ে উঠেন। সাবিত্রী তো চোখ বন্ধ করে পড়েই আছে মৃতদেহের মতো, নড়াচড়া নেই, শুধু গভীর ভাবে শ্বাস নিয়ে তাঁর জীবিত থাকার প্রমাণ দিচ্ছে।
মেহমুদ উঠে বসে নিজেকে সম্পূর্ণ নির্বস্ত্র করলেন। উনার অশ্বলিঙ্গ কাপড় থেকে মুক্তির আনন্দে নাচতে লাগলো ও মুখ থেকে মদনরস নামক লালা ঝরাতে থাকলো।
মেহমুদ সাবিত্রীর সাদা শাড়ী টেনে টেনে খুলতে শুরু করলেন, যখন কোমড়ের গিঁটে টান পড়লো সাবিত্রী চমকে উঠলো। আর মেহমুদের শক্ত বলিষ্ঠ হাতখানা দৃঢ় ভাবে দুই হাতে আঁকড়ে রইলো। ধীরে ধীরে সাবিত্রী চোখ খুলে সামনে মেহমুদের নগ্ন লোমশ চওড়া বলিষ্ঠ ছাতি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো, আর ভাবতে লাগলো কি যাদু আছে এই লম্বা দাড়িওয়ালা কালো বর্ণের শক্ত পুরুষটার মধ্যে, যে সে যত দেখছে আকর্ষিত হয়ে পড়ছে।
এইদিকে মেহমুদ সাবিত্রীর বাধা দেওয়ায় হাত স্বস্থানে রেখে ঝুঁকে পড়ে সাবিত্রীর নরম বুকের গোলাকার স্তন দুটিকে প্রাণভরে দেখতে লাগলেন। অপরূপ স্তনবৃন্ত দুটি তেল চকচকে বড় তামার চাকতির ন্যায়, তার মাঝে একটু ফোলে থাকা এক কিশমিশ। সেই কিশমিশ দুই ঠোঁটের ফাঁকে ভরে প্রথমে আস্তে ও পরে জোরে জোরে চোষে চললেন মেহমুদ।
এইদিকে আরতিদেবীর ব্যক্তিগত পরিচারিকা সারদা নিজ কক্ষে বিনিদ্র অবস্থায় পড়ে আছে। তাঁর মন বলছে আজ কিছু একটা উল্টোপাল্টা চলছে এই জমিদার বাড়ীর দালানে। সেই ইংরেজ সাহেবটা তো তাঁর পাঠান শেখ বন্ধুটাকে নিয়ে এই দালানেই শুয়ে রয়েছে যে দালানে সেও শুয়ে রয়েছে। তাঁর মন উসখুস করছে, নিদ্রাদেবী চোখ থেকে শত যোজন দূরে। মনে হল অল্প জল খেলে ভালো হয়। কিন্তু জলের পাত্র দেখলো আগেই খেয়ে খেয়ে প্রায় খালি করে ফেলেছে। জল আনতে তাঁকে রান্নাঘরে যেতে হবে। কি আর করা যাবে, আনতে তো হবেই।
এইদিকে লর্ড সরিতাদেবীর সৌন্দর্যে অভিভূত হয়ে পড়েন। এই দুনিয়ার একটি অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সাদার প্রতি কালোর টান আর কালোর প্রতি সাদার টান, নারীর প্রতি পুরুষের টান আর পুরুষের প্রতি নারীর টান, এইঘরে সেই আশ্চর্যই পরিলক্ষিত হচ্ছে দুজনের চাহনিতে। সরিতাদেবীর শ্যামলা ত্বক যেমন লর্ডের মন ও নয়নকে আরাম দিচ্ছে তেমনি লর্ডের টকটকে ফর্সা ও পুরুষালী চেহারা সরিতাদেবীর মনকেও তাঁর প্রতি অত্যন্ত আকর্ষিত করছে।
এইভাবেই একজন আরেকজনকে বেশ কিছুক্ষণ দেখেই চললেন। এইবার লর্ডের হাত বেসামাল হতে আরম্ভ করলো, সরিতাদেবীর শাড়ীর আঁচল কাঁধ থেকে সরিয়ে একপাশে রেখে তাঁর লাল টকটকে জামার বাঁধন খুলতে চেষ্টা করতে লাগলো। কিন্তু সেই সুযোগে যে নরম অনুভূতি তাঁর হলো এর চেয়ে আরামদায়ক এই দুনিয়ায় আর কিছু আছে বলে মনে হয় না।
লর্ড সরিতাদেবীর এই লাল জামার নীচে থাকা সেই আরামদায়ক নরম জিনিসটাকে দেখার জন্যে উদগ্রীব হয়ে উঠলেন। ঠিক কমলার খোসা ছাড়ানোর মতো করে লাল জামাটাকে আস্তে আস্তে করে সরিয়ে দিতেই যে দুইটা কমলা দেখতে পেলেন তা দেখেই তিনি নিজেকে অত্যন্ত পিপাসার্ত বোধ করলেন। দুই হাতে দুটি কমলাকে মুঠিবদ্ধ করে টিপে টিপে রস বের করতে না পেরে মুখ লাগিয়ে চুষে চললেন।
মেহমুদ পালাক্রমে সাবিত্রীর দুটি স্তনকে চুষে টিপে লাল করে ফেলেছেন। এতেও তাঁর সাধ না মেটায় সেই কিশমিশ দুটিতে মৃদু মৃদু দংশন করতে লাগলেন, ফলে তাঁর লম্বা দাঁড়ির স্পর্শ সাবিত্রীর স্তনে এক আলাদা অনুভূতি দিচ্ছিলো। সাবিত্রী আর পারছে না এই সুখ সহ্য করতে, সে মেহমুদের হাত ছেড়ে দিয়ে দুই হাতে মেহমুদের মাথা ধরে তাঁর বুকে আরোও জোরে চেপে ধরে রইলো। মেহমুদের এখন সাবিত্রীকে নিরাবরণ করতে আর বাধা নেই। মেহমুদ একটানে সাবিত্রীর সাদা শাড়ী থেকে সাবিত্রীকে পৃথক করে দিলেন।
একঘরে একই শয্যায় দুটি আদিম মানব মানবী আদিমতম খেলায় ব্যস্ত।
সারদা অন্ধকারে হাতড়ে হাতড়ে রান্নাঘরের উদ্দেশ্যে চলছিলো। হঠাত কি এক কৌতূহলে সে ব্রজবাবুর শয়নকক্ষের দিকে এগিয়ে চললো। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় কান পেতে সে ভেতরের কোনোও আওয়াজ শোনার চেষ্টা করতে লাগলো। ছন ছন, টুং টাং করে চুড়ির শব্দে তাঁর চোখ বড় হয়ে গেলো। চুড়ির শব্দ এইঘরে কি করে হচ্ছে। এই ঘরে তো দুটি পুরুষ মানুষ রয়েছে। তবে কি সাবিত্রীদি? না না সাবিত্রীদি তো তাঁর মতোই বিধবা, সে তো কোনোও অলঙ্কার পরে না। আর কে হতে পারে? বাইরের কেউ তো এই দালানে প্রবেশ করতেই পারবেই না।
তবে কি বড় মালকিন?
একটা ঠাণ্ডা শিরশিরানি তাঁর মেরুদণ্ড হয়ে বয়ে যায়, সে প্রচণ্ড ভাবে কাঁপতে আরম্ভ করে। আর না দাঁড়িয়ে কোনোওরকমে নিজেকে টেনে টেনে তাঁর কক্ষে নিয়ে যায়।
শয্যায় গা এলিয়ে সে নিজেকে কিছুটা নিরাপদ ভাবতে তাঁর কম্পন থেমে যায়। কিন্তু মাথা থেকে সেই চিন্তা কিছুতেই সরাতে পারছে না। কে সেই নারী? যার চুড়ির শব্দ ব্রজবাবুর ঘরে থাকা ইংরেজটার ওখান থেকে ভেসে ভেসে আসছিলো।
এই দালানবাড়ীতে সে নিজে, সাবিত্রীদি ও বড় মালকিন ছাড়া আজ রাতে তো আর অন্য কোনোও মহিলা ছিলো না। আর সে একফোঁটা ঘুমায়ও নি, যে বাইরে থেকে কেউ এলে সে জানতো না।
মেহমুদ এইবার নারীদেহের সেই আসল গুপ্তধনের খোঁজ শুরু করলেন। তাঁতে প্রথমে তাঁর চোখে পড়ল সেই নারীর তলদেশে থাকা ত্রিভুজাকৃতির কালো ঘন জঙ্গলটা, বেশ ঘন এই জঙ্গলে গুপ্তধনের সঠিক হদিশ খুঁজতে তাঁকে বেশ অসুবিধায় পড়তে হবে বলে মনে হচ্ছে।
মেহমুদের ডান হাত তলদেশের জঙ্গলে গুপ্তধন খুঁজে চলছে অবিরাম, আর বাম হাত বক্ষদেশের পাহাড় দুটিতে পালাক্রমে খেলা করে চলছে।
অবশেষে ডান হাত একটা ভেজা ভেজা গুহা খুঁজে পায়, সেই ডান হাতে থাকা তর্জনী নামক একটা বদসাহসী আঙ্গুল অতি উৎসাহভরে প্রথমে সেই ভেজা গুহায় আস্তে আস্তে প্রবেশ করতে থাকে। কিন্তু সেই পথ অত্যন্ত সংকীর্ণতার ফলে তাঁর প্রবেশ করতে বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু পথ পিচ্ছিল থাকায় সে ঠেলেঠুলে অগ্রসর হতে থাকে।
অন্যদিকে লর্ড সরিতাদেবীর পরিধেয় সমস্ত বস্ত্রহরণ করে, নিজের শরীরে জড়িয়ে থাকা সমস্ত পরিধান থেকে মুক্ত হতে আরম্ভ করলেন।
সরিতাদেবী লন্ঠনের আবছা আলোয় লর্ডের উন্মুক্ত শিশ্নখানা দর্শনে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন, এযাবৎ তাঁর দেখা একমাত্র পুরুষাঙ্গ (ব্রজবাবুর লিঙ্গ) এর তুলনায় একটা শিশু। কি প্রচণ্ড এর আকার, কিন্তু চেহারাটা বেশ সুন্দর। লিঙ্গমুণ্ড চামড়াহীন ও লাল টকটকে, ফর্শা লিঙ্গের গোঁড়ায় থাকা বাদামী বাদামী কেশ ইহার সৌন্দর্য আরোও বৃদ্ধি করেছে।
সরিতাদেবীকে তাঁর লিঙ্গের দিকে নির্লজ্জের মতো তাকিয়ে থাকতে দেখে লর্ড অত্যন্ত আনন্দিত হলেন।
লর্ড তাঁর উত্থিত লিঙ্গসহ সরিতাদেবীর পাশে এসে বসলেন।
আঙ্গুলের খোঁচাখুঁচিতে সাবিত্রী কেঁপে কেঁপে উঠতে লাগলো। সুদীর্ঘ তের চৌদ্দ বছর ধরে তাঁর এই স্পর্শকাতর অঙ্গ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, আর আজ হঠাত এক অজানা অচেনা পুরুষের হাতের স্পর্শে সে নিজেকে সংযত রাখতে পারছে না, ধনুকের ছিলার ন্যায় তাঁর দেহ বেঁকে গেছে এই স্পর্শ থেকে রেহাই পেতে।
কিন্তু মরিয়া মেহমুদের তাঁকে রেহাই দেবার কোনোও ইচ্ছেই নেই, জোর করে তাঁর তর্জনী বার বার ভেতর বার করে চলছেন, আর সাবিত্রীকে ঠেকাতে তাঁর ভারী শরীরটা সাবিত্রীর ছোট্ট নরম শরীরটার উপর তুলে দিয়ে সাবিত্রীর কোমল ঠোঁটে তাঁর ঠোঁট চেপে ধরলেন।
সাবিত্রী নিরুপায় হয়ে মেহমুদের অত্যাচার সইতে থাকে। কিন্তু তাঁর যোনি চরম উত্তেজনায় রাগরস ছাড়তে শুরু করে, ফলে মেহমুদের আঙ্গুলচালনা সহজ হতে থাকে। এইবার মেহমুদ তর্জনীর সাথে তাঁর মধ্যমাও সাবিত্রীর যোনিতে প্রবেশ করাতে চেষ্টা করলেন, কিন্তু তাঁর মোটা মোটা দুই আঙ্গুল কি করে এই ছোট্ট ফুটোয় ঢুকবে?
সাবিত্রী এইবার যন্ত্রণায় কুঁকড়ে গেলো। মেহমুদের ঠোঁটবন্দি থাকায় তাঁর মুখ থেকে সে কোনোও আওয়াজ বের করতে পারছে না, অথচ তাঁর অবাধ্য হাত দুটি মেহমুদের নগ্ন পিঠে ঘোরাফেরা করছে।
অবশেষে মেহমুদ জয়ী হলেন, কিছুক্ষণ দুই আঙ্গুল দিয়ে সাবিত্রীর যোনিপথ প্রশস্ত করার পর তিনি উঠে তাঁর অশ্বলিঙ্গখানা সাবিত্রীর মুখের সামনে তুলে ধরেন।
সাবিত্রী অবাক হয়ে সেই বীভৎস আকারের অদ্ভুত লিঙ্গখানা দেখতে থাকে। কালো কুচকুচে লিঙ্গের মুন্ডির উপর কোনোও ছাল নেই, এর সমস্ত শরীরে শিরা উপশিরা গুলি এটাকে আরোও বীভৎস করে তুলেছে। লিঙ্গের গোঁড়ায় কালো ঘন কেশের ভেতর থেকে বড় অণ্ডকোষ দেখা যাচ্ছে। লিঙ্গের মুখে থাকা ফুটো থেকে মদনরস বেরুচ্ছে।
লর্ড তাঁর ডান হাত সরিতাদেবীর কালো পশমের ন্যায় হাল্কা যোনিকেশের উপর রাখতেই সরিতাদেবীর সমস্ত শরীরে যেন বিদ্যুৎ তরঙ্গ বয়ে যায়, আর তাঁর মুখ থেকে আপনাআপনি বের হয়ে আসে অস্ফুট একটি উম্মম জাতীয় শব্দ।
লর্ড সরিতাদেবীর উপর ঝুঁকে পড়ে পুনরায় তাঁর ঠোঁট চোষণ প্রক্রিয়া চালু করে দেন। সরিতাদেবীও তাঁর ঠোঁট ফাঁক করে জিভখানা ভরে দেন লর্ডের মুখের ভেতর।
লর্ড কিছুক্ষণ সরিতাদেবীর যোনি উপর থেকে চটকে টিপে তাঁর মধ্যমাকে যোনির আঁটসাঁট কিন্তু রসে পিচ্ছিল অভ্যন্তরে প্রবেশ করাতে থাকেন। এইবার সরিতাদেবীও কোমর তোলে তোলে লর্ডকে আঙ্গুলিচালনায় সাহায্য করতে থাকেন। লর্ড আঙ্গুলিচালনা করার সাথে সাথে তাঁর বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে সরিতাদেবীর কোটটা নাড়িয়ে নাড়িয়ে তাঁকে উত্তেজিত করতে থাকেন।
সরিতাদেবী উত্তেজনায় যেন পাগল হয়ে যাচ্ছেন, তাঁর নিঃশ্বাস ঘন হয়ে এলো, দুইহাতে লর্ডের মাথা চুলসহ মুঠি করে ধরে লর্ডের জিভখানা প্রাণপণে চোষতে থাকেন।
লর্ড বুঝতে পারলেন সরিতাদেবী চরম উত্তেজনায়, তাই এই সুযোগে তাঁর প্রধান হাতিয়ার দশ ইঞ্চি লম্বা আর চার ইঞ্চি ঘেরের বিশালাকারের লিঙ্গখানাকে চুষিয়ে শান দেওয়া উচিত।
তিনি সরিতাদেবীর উপর থেকে উঠে হাটু গেঁড়ে, তাঁর ক্রোধে ফুঁসতে থাকা লিঙ্গখানা সরিতাদেবীর ঠোঁটের উপর রাখলেন।
সরিতাদেবী কিছু না বুঝে চোখ তুলে লর্ডের মুখে তাকালেন।
মেহমুদ সাবিত্রীকে মুখ খুলতে বললেন কিন্তু সাবিত্রী কিছু না বুঝে তাঁর মুখের দিকে অবাক হয়ে চেয়ে রইলো।
মেহমুদ পুনরায় তাঁকে মুখ খুলতে বললেন, সাবিত্রী ভয়ে ভয়ে মুখ খুললো আর মেহমুদ তাঁর বারো ইঞ্চি দৈর্ঘ্য ও ছয় ইঞ্চি প্রস্থের কুচকুচে কালো বীভৎস লিঙ্গের ছালহীন মুণ্ডিখানা সাবিত্রীর মুখে ঠেলে ঢুকিয়ে দিলেন।
সাবিত্রী এই অতর্কিত আক্রমণের কোনোও প্রতিরোধই করতে পারলো না।
মেহমুদ সাবিত্রীর মুখের ভেতরে তাঁর লিঙ্গকে আরোও বেশি করে ঢোকাতে চাইছেন কিন্তু সাবিত্রীর ছোট মুখগহ্বরে তাঁর লিঙ্গমুণ্ডিই কোনোওমতে জায়গা পেলো।
সাবিত্রীর মুখ অতিরিক্ত পরিমাণে হাঁ হওয়ায় চোয়ালে ব্যথা করতে আরম্ভ হোলো, সাবিত্রীর মুখে স্পষ্ট কষ্টের ছাপ।
সাবিত্রীর এই খারাপ অবস্থা দেখেও মেহমুদ তাঁকে এই কষ্টকর পরিস্থিতি থেকে মুক্তি দিলেন না। আসলে নারীদেহ ভোগ করার সময় তিনি কোনোও ধরনের আপোষ বা সমঝোতাকে মূর্খের কাজ মনে করেন।
মেহমুদের এই পাশবিক প্রবৃত্তি তাঁকে আরোও কামোত্তেজিত করে তোলে।
সাবিত্রীর চোখ দুটি জবাফুলের ন্যায় লাল হয়ে আছে আর মণি দুটি যেন চোখের কোটর থেকে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। সাবিত্রীর গলার দুইদিকের রগ দুটি ভীষণভাবে ফুলে আছে।
একসময় মেহমুদ যখন বুঝতে পারলেন তাঁর প্রকাণ্ড লিঙ্গ এই ছোট্ট গহ্বরের আর ভেতরে ঢোকাতে পারবেন না, ক্ষান্ত দিলেন।
সাবিত্রী এই অপরিসীম কষ্ট থেকে রেহাই পেয়ে প্রাণভরে অতি দ্রুত জীবনবায়ু সংগ্রহ করতে থাকে।
লর্ড সরিতাদেবীকে অনুরোধের সুরে বললেন – প্লীজ সাক ইট বেবী (অনুগ্রহ করে এটাকে চোষে দিন)।
সরিতাদেবী জীবনেও পুরুষাঙ্গ চোষেন নি। কিন্তু লর্ডের অনুরোধ ও সুন্দর দর্শন এই লিঙ্গের কথা মাথায় রেখে নতুন এই অভিজ্ঞতা সঞ্চয় করতে লিঙ্গ মুখে প্রথমে একটা ছোট্ট চুম্বন এঁকে দেন।
চুম্বন দিতে গিয়ে তাঁর ঠোঁটে লেগে যায় লর্ডের লিঙ্গ থেকে চুইয়ে বেরুতে থাকা মদনরস, জিভে লেগে তার লোনা স্বাদ সরিতাদেবীর উত্তেজনা বাড়ায়। নাকে আসে লিঙ্গ থেকে ভেসে আসা উৎকট একটা বোঁটকা পুরুষালী গন্ধ যা সরিতাদেবীর শরীরের প্রতিটি লোমকে দাঁড় করিয়ে দেয়। মনের অজান্তে নাক এগিয়ে লিঙ্গে ঠেকিয়ে প্রাণভরে এই ঘ্রাণ নিতে থাকেন।
লর্ড সরিতাদেবীর কার্যকলাপ দেখে আরোও উত্তেজিত হয়ে উঠে তাঁর লিঙ্গখানা কোমর এগিয়ে সরিতাদেবীর মুখে ঠেলতে থাকেন।
সরিতাদেবী তাঁর জিভ বের করে লিঙ্গমুণ্ডের ছিদ্র দিয়ে বেরুতে থাকা নোনতা স্বাদের সব মদনরস চেটে চুষে খেতে লাগলেন। তাঁর জিভের লালায় ভেজা বিশাল আকারের লাল টকটকে লিঙ্গমুণ্ডটাকে আস্তে আস্তে অনেক কসরতের পর পুরোটা মুখে পুরে চুষতে থাকেন।
মেহমুদ তাঁর লিঙ্গ সাবিত্রীর মুখ থেকে বের করে সাবিত্রীর পায়ের কাছে বসে পড়েন। তারপর নারীদেহের সেই মধুভাণ্ডের দিকে মুখ নামিয়ে আনলেন। আর তাঁর যোনিতে মুখ লাগাতেই সাবিত্রী একলাফে বসে পড়লো। মেহমুদ এইবার সাবিত্রীকে জোর করে শুইয়ে দিয়ে পুনরায় যোনিলেহন করতে থাকেন আর সাবিত্রী কাঁটা পাঁঠার মতো মাথা এদিক থেকে ওদিক করে ছটফট করতে থাকে। সাবিত্রীর যোনি প্রচুর রাগরস ছাড়তে থাকে, মেহমুদ সব রস চুষে খেয়ে পেট ভরতে লাগলেন। অনেক সময় ধরে এই প্রক্রিয়া চলতে থাকে।
তারপর মেহমুদ সাবিত্রীর দুই পা দুইদিকে ছড়িয়ে মাঝখানে তাঁর কোমর এনে সাবিত্রীর বুকের উপর শুয়ে পড়লেন আর সাবিত্রীর ঠোঁটে নিজের ঠোঁট চেপে ডানহাতে তাঁর অশ্বলিঙ্গখানা ধরে সাবিত্রীর যোনিমুখে ঠেকিয়ে কোমর নামিয়ে চাপ দিলেন।
সাবিত্রী চোখমুখ কুঁচকে মেহমুদের চোখে চাওয়া ছাড়া আর কিছু করার মতো অবস্থায় ছিলো না।
মেহমুদের সাড়ে ছ ফুটের বিশাল দেহের তলায় সাবিত্রীর ছোট শরীরটা চেপ্টে রয়েছে, নড়াচড়া করারও ক্ষমতা নেই আর তাঁর মুখ মেহমুদের মুখে বন্দি ফলে কোনোও আওয়াজও বের করতে পারছে না। কষ্ট প্রকাশ করতে না পারায় তাঁর চোখ থেকে কয়েক ফোঁটা জল বের হয়ে এলো।
ওইদিকে মেহমুদ আপ্রাণ চেষ্টা করছেন সাবিত্রীর ভেতর ঢুকতে, কিন্তু তাঁর বিশালতার দরুন তিনি বাইরেই আঁটকে রইলেন।
মেহমুদ সাবিত্রীকে উত্তেজিত করার জন্যে জোরে জোরে তাঁর স্তনমর্দন করতে থাকেন আর ঠোঁট চুষে জিভ চুষে দফারফা করতে থাকেন।
অবশেষে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে জোরে এক ধাক্কায় তাঁর লিঙ্গের এক তৃতীয়াংশ সাবিত্রীর যোনিতে ঢুকাতে সক্ষম হলেন। ফট করে একটা শব্দ বের হোলো সাবিত্রীর যোনি থেকে, আর সাবিত্রী প্রচণ্ড ব্যথায় জ্ঞান হারালো।
লর্ড এইবার সরিতাদেবীর মুখে তাঁর লিঙ্গ রেখেই নীচু হয়ে সরিতাদেবীর যোনিতে মুখ লাগালেন। সরিতাদেবী কেঁপে উঠলেন তাঁর মুখ থেকে লর্ডের লিঙ্গ বের করে আঃ আঃ করে আরামসুচক শব্দ করতে লাগলেন। তারপর আবার লিঙ্গ মুখে ভরে চুষতে থাকেন।
এইভাবে বেশ কিছুসময় করার পর লর্ড উঠে সরিতাদেবীর দু পায়ের মাঝে তাঁর লিঙ্গ রেখে সরিতাদেবীর উপর শুয়ে পড়লেন। আর সরিতাদেবীর কানে মুখ লাগিয়ে ধীর গলায় বললেন – প্লীজ টেইক মি ইন ইউ (দয়া করে আমাকে আপনার ভেতরে নিন)।
সরিতাদেবী ডান হাত নীচে নামিয়ে লর্ডের লিঙ্গ ধরে তাঁর যোনিমুখে রাখতেই লর্ড কোমরের এক চাপে তাঁর লিঙ্গমুণ্ড সরিতাদেবীর যোনির অভ্যন্তরে চালান করে দিলেন।
সরিতাদেবীর মুখ থেকে উঃ করে একটা শব্দ বের হোলো। এতো বড় লিঙ্গ তাঁর যোনিকে যেন ফেড়ে ফেলতে চাইছে।
কিছুসময় চুপ থেকে লর্ড তাঁর কোমর হাল্কা হাল্কা উঠানামা করিয়ে ধীরে ধীরে সরিতাদেবীর যোনির ভেতরে তাঁর আখাম্বা লিঙ্গখানাকে ঠেলে দিতে লাগলেন।
এইদিকে অন্দরমহলে সারদা ভেবে পাচ্ছে না সে কি করবে। তাঁর মাথায় চিন্তা এলো একবার কি সে সাবিত্রীদি ও বড় মালকিনের শয়নকক্ষ দুটি নিজের চোখে পরখ করে আসবে?
এইসব ভাবতে ভাবতে সে একটা লন্ঠন জ্বালিয়ে প্রথমে বড় মালকিনের শয়নকক্ষের পাশে গিয়ে দাঁড়ায়।
সে ঘরখানা বাইরে থেকে বন্ধ দেখে অতিশয় আশ্চর্যান্বিত হয়ে যায়। তবে কি বড় মালকিন ব্রজবাবুর শয়নকক্ষে সেই ইংরেজটার সাথে……….? এটা কি করে সম্ভব?
তাঁর মাথা ঝিমঝিম করতে থাকে, সে হেলেদুলে হেঁটে হেঁটে কি সব ভাবতে ভাবতে সাবিত্রীদির কক্ষের সামনে দাঁড়িয়ে পড়ে।
এই কক্ষটিও বাইরে থেকে বন্ধ।
হায় ভগবান…….এরা কোথায়? আর কি করছে?
সে আর না দাঁড়িয়ে তাঁর কক্ষে পুনরায় চলে আসে। লন্ঠন নিভিয়ে দিয়ে শয্যায় গা এলিয়ে ভাবতে থাকে সে এই রহস্য ভেদ করে তবে ছাড়বে।
তাঁর বহুদিনের উপোষী যোনি মারাত্মক ভাবে কুটকুট করতে শুরু করে। সে তাঁর শাড়ীর উপর থেকেই মুঠো করে যোনিটাকে চেপে ধরে, তারপর আঙুল দিয়ে ঘষে ঘষে সান্ত্বনা দিতে থাকে।
তাঁর মন চলে যায় ব্রজবাবুর শয়নকক্ষে। জানি না কি চলছে ওইখানে?
কিছু বোঝার জন্যে সে পুনরায় সেখানে যাবার মনস্থির করে। দরজার সামনে আসতেই স্পষ্ট শুনতে পায় একটা নারীকন্ঠের আঃ আঃ উঃ উঃ ধরনের গোঙানি। তার সাথে ঝন ঝন টুং টাং করে চুড়ির শব্দ। সে কান পেতে রাখে আরোও কিছু শোনার আশায়।
মেহমুদের ভেতরের পশুটা জেগে উঠেছে। তাই তো অজ্ঞান সাবিত্রীর যোনিতে কোমর আছড়ে আছড়ে ফেলে তাঁর অশ্বলিঙ্গটাকে গোঁড়া অবধি সম্পূর্ণ ঢুকিয়ে আবার ডগা পর্যন্ত বের করেই আবার ঢোকানো, এই কাজ লাগাতার চালিয়ে যাচ্ছেন। সাবিত্রীর দুইবাহু মাথার উপরে তুলে দিয়ে তাঁর বাহুমুলে থাকা কালো ঘন কেশের ভেতর নাক ডুবিয়ে মেয়েলী ঘামের গন্ধ নিতে নিতে তিনি আরোও মারাত্মক ভাবে উত্তেজিত হয়ে উঠলেন, আর ঘৃণার কথা ভুলে জিভ দিয়ে সাবিত্রীর দুই বগল পাগলের মতো চাটতে লাগলেন। ঘামের নোনতা স্বাদ তাঁর খুব ভালো লাগছিলো বোধহয়, তাইতো সাবিত্রীর বগল দুটি তাঁর মুখের লালায় ভিজে জবজবে হয়ে গেলেও তিনি বগল চোষণ ও লেহন চালিয়ে গেলেন।
পুরো কক্ষময় শুধু থপ থপ, পকাত পক শব্দ গুঞ্জরিত হতে থাকলো।
সাবিত্রী জানতেই পারলো না যে মেহমুদ কি আয়েশ করে তাঁর দেহখানা ভোগ করে চলছেন। সে অজ্ঞান অবস্থায় পড়েই রইলো।
মেহমুদ লাগাতার প্রায় ত্রিশ পঁয়ত্রিশ মিনিট ধরে সাবিত্রীর যোনিমন্থন করতে থাকেন, সাথে খুব জোরে জোরে স্তনমর্দন ও বগল লেহন চালিয়ে গেলেন। অবশেষে সমাপ্তির কাল আসন্ন হোলো। মেহমুদ তাঁর লিঙ্গটাকে একদম গোঁড়া অবধি সাবিত্রীর যোনির ভেতরে ঠেলে ঢুকিয়ে জরায়ুর মধ্যে তাঁর বীর্য ঢালতে লাগলেন। শেষ হবার পর প্রচণ্ড ক্লান্তিতে মেহমুদ সেই অবস্থায়ই সাবিত্রীকে জড়িয়ে ধরে পড়ে রইলেন কিছুসময়।
তারপর উঠতেই তাঁর চোখ পড়লো সাবিত্রীর যোনির উপর, বীভৎসরকম ভাবে হাঁ করে রয়েছে আর ভেতর থেকে লাল রক্ত আর সাদা ঘন বীর্য মিশে চুইয়ে চুইয়ে বেরুচ্ছে।
মেহমুদ আনন্দিত হলেন।
লর্ড বহু সময় নিয়ে ধীরে ধীরে তাঁর সুবিশাল লিঙ্গখানা সরিতাদেবীর যোনির ভেতর সম্পূর্ণ প্রবেশ করাতে সক্ষম হলেন। কিন্তু তারপরও সরিতাদেবীর মুখ থেকে শেষের ধাক্কায় উঃ উঃ উক করে মৃদু একটা গোঙানির মতো আওয়াজ বের হোলো।
সরিতাদেবী যোনির ব্যথায় লর্ডের পিঠে নখ দাবিয়ে খামচে ধরে পড়ে রইলেন।
লর্ড সরিতাদেবীর কষ্ট বুঝতে পেরে একটু সময় দিলেন তাঁকে স্বাভাবিক হওয়ার, তিনি নড়াচড়া বন্ধ করে চুপচাপ সরিতাদেবীর উপরে পড়ে রইলেন।
লর্ড সরিতাদেবীকে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিচ্ছিলেন। কখনও কানে জিভ বুলিয়ে, কখনও গলায় নাক ঘষে ঠোঁট ঘষে ভীষণ আদর করতে থাকেন, একইসাথে তাঁর হাত স্তন দুটি নিয়ে খেলা করতে থাকে।
এইভাবে ধীরে ধীরে সরিতাদেবীর ব্যথার উপশম হতে হতে একসময় সরিতাদেবী নীচ থেকে তাঁর কোমর উপরে তোলা দিয়ে লর্ডকে সঙ্গমের জন্যে আহ্বান জানান।
লর্ড তো এরই প্রতীক্ষায় প্রহর গুনছিলেন।
শুরু হোলো কোমরচালনা, পচ পচাত পক পকাত শব্দের ঢেউ ঘর ছাড়িয়ে দরজার বাইরে কান পেতে থাকা আরতিদেবীর ব্যক্তিগত পরিচারিকা সারদা অবধি স্পষ্টভাবে পৌঁছূতে থাকে।
মেহমুদ সাবিত্রীকে সেই নগ্ন অবস্থায়ই শয্যায় ফেলে রেখে উঠে দাঁড়ালেন। তখনই তাঁর মাথায় সরিতাদেবী আর লর্ড সাহেব কি করছেন এই চিন্তা ঘোরপাক খেতে থাকে।চিন্তা দূর করতে কোনোও পোশাক না পরেই সম্পূর্ণ নগ্নাবস্থায় তিনি নিঃশব্দে বৈঠকখানার দরজা খুলে ব্রজবাবুর শয়নকক্ষের দিকে অতি সন্তর্পণে অগ্রসর হলেন।
দরজার একদম নিকটে পৌঁছে আবছা অন্ধকারে একটা ছায়ামূর্তি দেখে মেহমুদ থমকে গেলেন।
কে এই ব্যক্তি? দরজার সামনে দাঁড়িয়ে কি করছে? এইসব প্রশ্ন তাঁর মনে অতিশয় কৌতূহল জাগায়।
তিনি ছায়ামূর্তির আরোও নিকটে পৌঁছে যা দেখলেন তাঁতে তাঁর তন বদন অতি আনন্দে নেচে উঠলো।
তিনি দেখলেন সাবিত্রীর মতোই সাদা শাড়ী পরিহিত এক কচি বয়সের মেয়েলোক দরজায় কান পেতে ওই কক্ষের ভেতর থেকে ভেসে আসা পচ পচাত, পক পকাত, ঝন ঝন, টুং টাং ধরনের নানা শব্দ শুনতে শুনতে তাঁর পাতলা শাড়ীর আবরনের উপর দিয়েই তাঁর এক হাত দুই পায়ের মাঝে ঢুকিয়ে যোনি ঘষে চলেছে।
সারদা কিন্তু জানতেই পারলো না যে মেহমুদ তাঁর পিছনে দাঁড়িয়ে তাঁর এইসব কীর্তিকলাপ দেখে যাচ্ছেন। সে তো ব্রজবাবুর শয়নকক্ষের ভেতর থেকে আসা শব্দগুলো কান পেতে শুনে যাচ্ছে আর কল্পনা করে চলেছে ভেতরে কী কী হচ্ছে, এতেই সে উত্তেজিত হয়ে তাঁর যোনি ঘষে ভেতরের কুটকুট কমাতে গিয়ে আরোও বেশি উত্তেজিত হতে থাকে।
মেহমুদ তাঁরিয়ে তাঁরিয়ে এই দৃশ্য উপভোগ করছিলেন, আর ভাবছিলেন এরপর তাঁর কি করণীয় আছে।
মেহমুদ আর কালবিলম্ব না করে অকস্মাৎ পেছন থেকে একহাতে সারদার মুখ চেপে অন্যহাতে কোমর জড়িয়ে হাল্কা ওজনের সারদাকে শূন্যে উঠিয়ে বৈঠকখানায় নিয়ে গিয়ে এক ধাক্কায় মেঝেতে ফেলে দিয়ে দরজায় খিল এঁটে বন্ধ করে দেন।
ঘটনার আকস্মিকতায় কিছুই বুঝতে না পেরে সারদা বৈঠকখানার মেঝেতে কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়ে থাকে কিছুক্ষণ।
তারপর তাঁর চোখ পড়ে দরজায় দাঁড়িয়ে থাকা মেহমুদের নগ্ন শরীরে।
কালো কুচকুচে দৈত্যাকৃতি লম্বা দাড়িওয়ালা পুরুষের মুখ থেকে শুরু করে তাঁর নজর ধীরে ধীরে লোমশ চওড়া ছাতি হয়ে গিয়ে তলপেটে কালো জঙ্গলের মধ্যে থেকে ঝুলতে থাকা পুরুষাঙ্গে স্থির হয়ে থাকে।
সারদা অবাক বিস্ময়ে মেহমুদকে দেখে আর ভাবতে থাকে এ কি মানুষ, না কি মানুষরূপী অসুর।
দুর্গাপূজায় সে অসুরের মূর্তিও দেখেছে এইরকমই, শুধু দাঁড়িটা না থাকলেই একেও অসুর বলে মনে হতো।
অসুরের কাপড় পড়া অবস্থায় দেখাতে এর সাথে অসুরের লিঙ্গের তুলনা করতে পারছে না। অদ্ভুত ও বিশাল এই লিঙ্গের তুলনা সে তাঁর মৃত স্বামী স্বর্গীয় রামলাল চক্কোত্তি মহাশয়ের লিঙ্গের সাথে করতে গিয়ে বুঝে তাঁর স্বামীর লিঙ্গ ছিলো এর চার ভাগের এক ভাগ।
মানুষের লিঙ্গ কখনো এতো বড় হতে পারে সে এর লিঙ্গ না দেখলে বিশ্বাসই করতো না। আর এর লিঙ্গমুণ্ড অদ্ভুত ও ছালহীন কেনো? এইসব উল্টোপাল্টা ভাবতে ভাবতে তাঁর যোনির ভেতরে যেন কোনোও পোকা হটাত করে কামড়ে দেয় আর সে বাস্তবে ফিরে আসে।
মেহমুদ আস্তে আস্তে তাঁর শিকারের দিকে অগ্রসর হতে থাকেন।
মেহমুদ এগিয়ে এসে সারদাকে টেনে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আর সারদাও তাঁর বিশাল লোমশ ছাতির মধ্যে মুখ গুঁজে আদুরে বেড়ালের মতো চুপচাপ পড়ে রইলো।
মেহমুদ অবাক হলেন সারদার কাছ থেকে কোনোও ধরনের বাধা না পেয়ে।
আস্তে আস্তে তিনি সারদাকে বুকে জড়িয়ে রেখেই শাড়ীর উপর দিয়েই সারদার ভীষণ নরম আর কচি পুরো শরীরটা হাতড়েই বুঝতে পারলেন এই নারীই তাঁকে পুরো যৌন আনন্দ দিতে পারে।
সারদা তাঁর ঠোঁট মেহমুদের পুরুষালি স্তনের বোঁটায় ঘষতেই মেহমুদ চমকে উঠলেন, এই নারীই হয়তো তাঁকে এই খেলায় জীবনের প্রথম হারিয়ে দিতে পারে।
সারদা তাঁর বাম হাত নীচে নামিয়ে মেহমুদের লিঙ্গের উপর রাখলো।
সারদা তাঁর বাম হাতে মেহমুদের লিঙ্গখানা ঘষে ঘষে হাতিয়ে মেহমুদকে উত্তেজিত করতে থাকে, সাথে সাথে মেহমুদের পুরুষালি স্তনের বোঁটা ঠোঁটের মধ্যে নিয়ে চুষতে থাকে।
মেহমুদ অত্যন্ত উত্তেজনাবশতঃ বামহাতে সারদার নরম লদলদে পাছা আর ডানহাতে সারদার বাম স্তনখানা খুব জোরে জোরে মর্দন করে লাল করে ফেললেন।
সারদা মেহমুদের বুক থেকে মুখ তুলে মেহমুদের মুখের সামনে তাঁর সুন্দর কচি মুখখানি তুলে ধরে।
মেহমুদ তাঁর সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সারদার ঠোঁট দুইটা মুখে পুরে খুব জোরে জোরে চুষে চললেন।
সারদার হাতের মধ্যে মেহমুদের লিঙ্গ ভীমকায় আকার ধারণ করতে আরম্ভ করেছে।
ওইদিকে লর্ড সরিতাদেবীকে ভীষণভাবে কাঁপিয়ে প্রচণ্ড জোরে জোরে কোমর নাড়িয়ে যোনিমন্থন করে চলেছেন।
লর্ডের বিরামহীন ধাক্কায় সরিতাদেবী আঃ উঃ করতে করতে দুইহাতে লর্ডকে আঁকড়ে ধরে রয়েছেন আর দুই পা দিয়ে কোমর পেঁচিয়ে রেখেছেন, যেন লর্ড কোনোও অবস্থায় তাঁর থেকে দূরে যেতে না পারেন।
লর্ডের প্রাণঘাতী ধাক্কার ফলে তাঁর পায়ের নুপুর ঝম ঝম করে বেজে উঠছে আর হাতের চুড়িগুলো একে অপরের সাথে ধাক্কাধাক্কি করে টুং টাং আওয়াজ বের করছে, যেন এঁরা আনন্দধ্বনি দিচ্ছে।
মেহমুদ প্রচণ্ড জোরে জোরে সারদার ঠোঁট চুষে জিভ চুষে সারদাকে যেন রসহীন করে ফেলতে চাইছেন, সারদাও তাঁর সঙ্গ দিচ্ছে। মেহমুদ আর নিজেকে সংযত রাখতে পারছেন না, সারদাকে দুই হাতে কোলে তুলে নিলেন আর শয্যায় ফেলে ইচ্ছেমতো ভোগ করতে শয্যার দিকে অগ্রসর হলেন।
কামপাগল মেহমুদ ভুলেই গেলেন যে শয্যায় অচেতন সাবিত্রী সম্পূর্ণ নগ্নাবস্থায় পড়ে রয়েছে।
সারদাকে শয্যায় নিয়ে শুইয়ে দিতেই সারদার চক্ষু ছানাবড়া হয়ে গেলো। এ কি দৃশ্য তাঁর সম্মুখে? সাবিত্রীদি সম্পূর্ণ উলঙ্গ হয়ে শুয়ে আছে মেহমুদের শয্যায়, তারমানে সাবিত্রীদি মেহমুদের সাথে ইতিপূর্বেই মৈথুন ক্রিয়া সমাপ্ত করে আরামে নিদ্রামগ্ন হয়ে নিশ্চিন্তে শুয়ে রয়েছে। আর তারমানে বড় মালকিনকে ওই ইংরেজটাই ভোগ করছে ব্রজবাবুর শয়নকক্ষে।
সে অবশ্য এর থেকে বেশী আর কিছু ভাবার অবকাশ পায় নি।
মেহমুদ তাঁর উপর চড়াও হলেন, টেনে হিঁচড়ে তাঁর একমাত্র আবরণটাকে আলগা করে দিলেন সারদার শরীর থেকে।
দুটি নগ্নদেহ এক হয়ে গেলো, মেহমুদ ডানহাতে তাঁর প্রকাণ্ড লিঙ্গখানাকে সারদার রসালো যোনিমুখে স্থাপন করে বামহাতে সারদার কাঁধ চেপে ধরে কোমরের চাপ বাড়াতে বাড়াতে কিছুটা প্রবেশ করাতে পেরে ডানহাত সরিয়ে নিলেন, আর শুরু হলো প্রচণ্ড ঠেলা।
মেহমুদের ঠেলায় সারদার প্রাণ ওষ্ঠাগত। কিছুতেই ওই সঙ্কীর্ণ যোনিপথে মেহমুদ আর এগোতে পারছেন না। কিন্তু তিনি হাল ছেড়ে দেওয়ার পাত্র কখনো নন। অতঃপর বিরামহীন চেষ্টা চলতেই থাকলো বেশ কিছুক্ষণ।
মেহমুদের আপ্রাণ চেষ্টার ফলে অবশেষে অর্ধেক লিঙ্গ স্থান পেলো সারদার যোনিতে। আর কে পায় মেহমুদকে, ক্রমশঃ গেঁথে গেঁথে চললেন তাঁর অশ্বলিঙ্গ সারদার ছোট্ট যোনিতে।
ওইদিকে লর্ড বুঝতে পারলেন তাঁর বীর্যস্খলনের কাল প্রায় আসন্ন, তিনি সরিতাদেবীর বুকে শুয়ে তাঁর লিঙ্গ অত্যন্ত দ্রুতগতিতে চালনা করতে লাগলেন সরিতাদেবীর যোনির মধ্যে। সরিতাদেবী এরই মধ্যে একবার রাগরস মোচন করে পরম সুখে আছন্ন হয়ে লর্ডের সমস্ত প্রাণঘাতী ধাক্কা উপভোগ করছেন বিনা বাধায়।
সরিতাদেবীকে কঠোরভাবে আঁকড়ে ধরে লর্ড তাঁর লিঙ্গ আমুল প্রোথিত করে সরিতাদেবীর যোনির একদম অভ্যন্তরে থাকা জরায়ুর ভেতরে প্রচুর পরিমাণে বীর্যপাত করতে শুরু করতেই সরিতাদেবীও চরম পুলকে আবার রাগরস ছেড়ে দিলেন।
ক্লান্ত লর্ড সরিতাদেবীর বুকে নিস্তেজ হয়ে ঢলে পড়লেন। আর সরিতাদেবী পরম মমতায় তাঁর চুলে আর পিঠে হাত বুলিয়ে তাঁকে আদর করতে থাকেন।
প্রচণ্ড উত্তেজনায় সারদাকে নীচে ফেলে মেহমুদ ক্রমশঃ ধাক্কার পর ধাক্কা লাগিয়েই চললেন। তাঁর বিশালাকার দেহের তলায় ছোট্ট আকারের সারদা পিষ্ট হয়ে পড়ে থেকে তাঁর প্রাণঘাতী ধাক্কা সামলাচ্ছে।
ধীরে ধীরে মেহমুদের সম্পূর্ণ অশ্বলিঙ্গ সারদার যোনির ভেতর জায়গা করে নিলো। ফলে তাঁদের যৌনাঙ্গের কেশও মিলিত হয়ে ঘর্ষণ করছে একে অপরকে। এতে দুজনেরই খুব সুখানুভূতি হচ্ছে।
এইভাবে সুদীর্ঘ রমণের ফলে দুজনের যৌনাঙ্গের গোঁড়ায় প্রচুর পরিমাণে সাদা সাদা রস জমা হয়ে তাঁদের আনন্দের জানান দিচ্ছে।
সারদা এতো সুখ সহ্য করতে না পেরে তাঁর রাগরস ছেড়ে দেয়, ফলে তাঁর যোনি আরোও পিচ্ছিল হয়ে মেহমুদের প্রকাণ্ড লিঙ্গের যাতায়াতের পথ সুগম করে দেয়।
মেহমুদ এতে আরোও জোরে জোরে কোমরচালনা করতে শুরু করলে সমস্ত কক্ষ শুধু পচাত পচাত, পক পকাত জাতীয় শব্দে মুখরিত হয়ে উঠলো।
একসময় মেহমুদের বীর্য সারদার জরায়ুতে পতিত হতে থাকে। সারদা মেহমুদের গরম বীর্যের অনুভব নিজের যোনির ভেতর পেয়ে পরম সুখে প্রচুর পরিমাণে রাগরস ছাড়তে থাকে।
সারদা সারাজীবনে এইরকম সুখের আস্বাদ কখনোও পায় নি। সে মেহমুদকে তাঁর দেহের সাথে জড়িয়ে ধরে পড়ে রইলো।
পর পর দুই নারীকে সম্ভোগ করে মেহমুদের অবস্থা কাহিল হয়ে পড়েছে। এতক্ষণ চরম উত্তেজনার কারণে তিনি সারদাকে ভোগ করার বাসনায় মত্ত ছিলেন কিন্তু দ্বিতীয়বার বীর্যপাত করার পর তাঁর নিজেকে খুব ক্লান্ত মনে হতে লাগলো।
মেহমুদ সারদার বুক থেকে উঠে শয্যায় গা এলিয়ে দিলেন আর জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে চোখ বন্ধ করে বিশ্রাম নিতে লাগলেন।
0 comments:
Post a Comment