এক মাসে বাসার ফোনবিল
অস্বাভাবিকভাবে বেশি এল। বাসায়
জরুরি মিটিং বসল।
বাবা বলল, ‘আমি গত মাসে বাসার ফোনটা একবারও
ধরিনি। আমি সব ফোন করেছি অফিসের ফোন থেকে।’
তখন মা এসে বলল, ‘আমিও গত মাসে কোনো ফোন
বাসা থেকে করেছি বলে মনে হয় না। আমার সমিতির
অফিসের ফোনটাই আমি ব্যবহার করি।’
একমাত্র ছেলে এসে বলল, ‘আমার
তো বাসা থেকে ফোন করার প্রশ্নই আসে না।
কোম্পানি আমাকে মোবাইল বিল দেয়। আমি অফিসের
সেই মোবাইল ব্যবহার করি।’
এরপর বাসার কাজের মেয়ে এসে বলল,
তাহলে তো কোনো সমস্যাই দেখি না। আমরা সবাই
যার যার অফিসের ফোন ব্যবহার করি
0 comments:
Post a Comment