রফিক বাবা মায়ের একমাত্র ছেলে তাই ছেলে খারপ
হয়ে যাবে মনে করে তাকে বাবা মা রাস্তায় যেতে দেয়না। তো একদিন রফিক রাস্তায়
গিয়ে শুনে আসল “ধন”। সে বাসায় এসে বলল, বাবা ধন মানে কি?
বাবাঃ ধন মানে ছাতা।



আর একদিন রফিক শুনে আসল “মাল আঊট”।
রফিকঃ বাবা মাল আঊট কি??
বাবাঃ চা খাওয়া।


রফিক অন্য একদিন শুনে আসল
“লাগালাগি”।
রফিকঃ বাবা বাবা লাগালাগি কি??
ইয়ে মানে লাগালাগি হচ্ছে তরকারি কুটা।


আরেকদিন শুনল “বোদায় আঙ্গুল”।
বাবা কে এর মানে জিজ্ঞেস করায়
বাবা বলল, বোদায় আঙ্গুল
মানে হারমনিয়াম।


এর কয়েকদিন পরের ঘটনা।একদিন
সকালে রফিক দেখল তার আন্টি
হারমনিউম বাজাচ্ছে। সে ডাইনিংয়ে গিয়ে দেখলো, বাবা চা খাওয়া শেষ করার পর মা আর কাজের ছেলে তরকারি কুটতে লেগে গেল। একটু অবসর পেয়ে সে রাস্তায় গিয়ে দাড়ালো......এমন সময় দেখলো এক
হুজুর ছাতা মাথায় দিয়ে যাচ্ছে।হুজুর
কে দেখে বলল ...


রফিকঃ কি হুজুর ধন ফুটায়া কই যান??
হুজুরঃ নাউযুবিল্লাহ!!ছেলে দেখি খারাপ হয়ে গেছে, তোমার আন্টি কাছে এর বিচার দিব। যাও তাকে ডেকে নিয়ে আস।
রফিকঃ হুজুর আন্টি তো বোদায় আঙ্গুল দিয়া আআ, আআআআ করতাছে।


হুজুরঃ হা! বেয়াদপ ছেলে বলে কি??
তোমার বাবা মা কে ডেকে নিয়ে আস।
ছেলেঃ আমার বাবার মাল আউট
হয়া গেলে মা কাজের ছেলের
সাথে লাগালাগি করতাছে!!!

0 comments:

Post a Comment

 
Top